![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।
বিভিন্ন কমপিটিটিভ পরীক্ষা যেমন বিসিএস, জুডিশিয়ারি, বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাংকের অফিসার রিক্রুইটমেন্ট পরীক্ষা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এডমিশান টেস্ট এই গুলো যারা দিতে যায় তাদেরকে সবসময় একটা হিসাব কষতে দেখি, "লোক নিবে ১০০, পরীক্ষার্থী ৫০০০০। কাজেই প্রতি সীটের এগেইন্সটে লড়াই করবে ৫০০ জন। আমি বাকি ৪৯৯ জনের সাথে কীভাবে পারবো?"
এটা মনে রাখা উচিত, আপনার যে অবস্থা বাকি ৪৯৯ জনেরও একই অবস্থা। এর থেকে ভালো অবস্থা হলে সে ঐ পরীক্ষাটা দিতে আসতো না। নিয়োগবাণিজ্য হচ্ছে কী না, পরীক্ষায় আনফেয়ারমীনস হচ্ছে কী না - এ সব চিন্তা যেমন অবান্তর, এক সীটের পিছনে কতজন দৌড়াচ্ছে সেই চিন্তাও অবান্তর।
চিন্তা থাকবে শুধু একটা। পরীক্ষা ভালো ভাবে দিতে হবে। আমি পরীক্ষায় ভালো করলে সীট আমার হয়ে যাবে। অন্যকে নিয়ে এখানে টেনশন না করাই শ্রেয়।
ছোটভাই বেরাদারদের একটা কথা আমি প্রায়ই বলি, "তোমার দরকার একটা সীট। তুমি ঐটা এনশিওর করার ব্যবস্থা করো। নিজের বেসিক শক্ত করে ঝালাই করো। পরীক্ষার সময় মনোযোগ অন্যদিকে না পারতে দিও না। তোমার একটা সীট নিজের জন্যে রেখে বাকি সীট বাকি ৪৯৯৯৯ জনকে ভাগ বাটোয়ারা করার জন্যে দিয়ে দাও। ও নিয়ে তোমার টেনশন না করলেও চলবে। বেশী টেনশন করলে তুমি নিজের জায়গা হারিয়ে ঐ ৪৯৯৯৯ এর মাঝে পড়ে যাবা।"
ফুয়াদ হোসেন আনন্দ
সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট
বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমী।
৩১তম বিসিএস।
©somewhere in net ltd.