নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.somewhereinblog.net/blog/kauser_pranjal/category/17287

এগিয়ে যেতে চাই নিজের চেস্টায় এবং যিনি সৃষ্টি করেছেন কারও করুনায় নয়

আথাকরা

আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।

আথাকরা › বিস্তারিত পোস্টঃ

ভাইবা

১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৭

আসন্ন ৩৪ তম বিসিএস ভাইভা প্রার্থীদের জন্য কিছু অভিজ্ঞতা শেয়ার করছি; আশা করি কিছুটা হলেও কাজে আসবে। -----------------------------------------

১ম পর্ব : ১ম পর্বটি খুবই গুরুত্বপূর্ণ । কারণ ভাইভা কক্ষে প্রবেশের সাথে সাথে নাম্বার দেয়া শুরু হয়ে যায়, আর তাই ভদ্রতার সাথে কক্ষে পা রেখেই প্রবেশের অনুমতি নিতে হবে, তারপর একটু সামনে গিয়ে সঠিকভাবে আসসালামু .... বলতে হবে তারপর বসার অনুমতি সাপেক্ষে বসে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। ১ম পর্বটি এইভাবে শেষ করতে পারলে আপনি কিছুটা আশান্বিত হতেই পােরন যে বাকীটুকু আপনার জন্য অনেক সহজসাধ্য ও প্রাণবন্ত হবে।

২য় পর্ব : এই পর্বে সাধারণত নাম জিজ্ঞেস করে শুরু করে, পর্যায়ক্রমে পিতার নাম, নিজ জেলা, পড়াশুনা কোথায় তা জিজ্ঞেস করে । তাই আপনাকে আপনার নামের শাব্দিক অর্থ এবং নামের শেষে টাইটেল ( ভূঁইয়া , সৈয়দ, পাটোয়ারি ) থাকলে তার আদ্যোপান্ত জেনে রাখতে হবে। তারপর নিজ জেলা সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখতে হবে; যেমন নামকরণ, কী জন্য প্রসিদ্ধ ইত্যাদি । নিজ শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও অনেক সময় প্রশ্ন করতে পারে ( কত সালে স্থাপিত, কে স্থাপন করেছেন ইত্যাদি) তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে। উল্লেখ্য, আমি যেমন আমার টাইটেল ভূঁইয়া এবং নিজ জেলা কুমিল্লা নিয়ে প্রায় ৫/ ৬ মিনিট সফলভাবে শেষ করেছি ।

পর্ব ৩ : মনে রাখবেন বিসিএস ভাইভায় সব সময় প্যারালাল ও ধারাবাহিকতা রক্ষা করে প্রশ্ন করে, কখনোই উনারা এশিয়া মহাদেশ থেকে এন্টার্কটিকায় গিয়ে আবার এশিয়ায় আসবে না । তাই অযথা আতংকিত হওয়ার কোন কারণ নেই। কারণ কোন উত্তর না পেরেও ক্যাডার হওয়ার নজির আছে ।

৪র্থ পর্ব: নিজ বিষয়ে ভালো জ্ঞান রাখা। আপনার বিষয়ে আপনিই রাজা। তারপরও মৌলিক কিছু বিষয়ে জেনে নিবেন।

ওকে আপনি এখন আসতে পারেন ...বললে আবারও সালাম দিয়ে যথাযথ আদবের সহিত বের হওয়া।

পরিশেষে বলবো ভালোভাবে প্রস্তুতি নিন এবং সফল হোন , নার্ভাস না হয়ে সাবলীলভাবে উত্তর দিন, না পারলে দোষের কিছুই নেই বিনীতভাবে বলবেন এ বিষয়ে আমার জানা নেই স্যার বা এই মূহুর্তে মনে করতে পারছি না স্যার। যাহোক আপনার সর্বোচ্চ সফলতা কামনা করে আজকে এই পর্যন্ত। আবার আসবো অন্য কোন অভিজ্ঞতা নিয়ে। আপনাকে ধন্যবাদ সম্পূর্ণ লিখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.