![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।
আগামী ২৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট(আইবিএ)-এর এমবিএ ৫৩তম ব্যাচের ভর্তি পরীক্ষা। এ বিষয়ে কিছু টিপস নিচে দিলাম। (এতো অল্প সময়ে নিচের সবটুকু কাজে লাগানো সম্ভব নয়। যতটুকু সম্ভব দেখে নেবেন।)
# আইবিএ’র বিবিএ+এমবিএ, বিআইবিএম’এর এমবিএম, ডিইউ’র ইএমবিএ, প্রাইভেট ভার্সিটির এমবিএ ভর্তি পরীক্ষার বিগত সব বছরের প্রশ্ন (সব না হলেও, অন্তত ১০-১৫ বছরের) ভালোভাবে বুঝে সলভ্ ক’রে ফেলুন৷ প্রশ্নের ধরণ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নিন৷ এটা প্রস্তুতি শুরু করার প্রথম ধাপ৷
# GRE Word-list শিখে ফেলা মানেই কিন্তু আইবিএ’তে চান্স পেয়ে যাওয়া নয়। মাথায় রাখবেন, GRE, GMAT’এর সবচেয়ে সহজ প্রশ্নগুলো আইবিএ’তে আসে। একটা প্রশ্ন আরো কয়েকটা প্রশ্নের সূতিকাগার।
# একটা secret শেয়ার করি। সাধারণত ৫০% এর উপরে কোনো segment-য়েই cut-off marks থাকে না। তাই, চেষ্টা করবেন, যাতে সব segment-এ অন্তত ৫০% মার্কস পেয়ে viva board পর্যন্ত পৌঁছানো যায়। আইবিএ ভর্তি পরীক্ষায় প্রত্যেক সেগমেন্টে আলাদা আলাদাভাবে পাস করতে হয়।
# কম্পিটিটিভ এক্জামগুলোতে ভালো করার ক্ষেত্রে প্রিপারেশনের চাইতে প্রিপেয়ার্ডনেসটা বেশি কাজে লাগে৷ I’m the best, এই ভাবটা এক্জাম হলে ধ’রে রাখুন৷ এটা ম্যাজিকের মতো কাজ করে! পরীক্ষার হলে আনকমন প্রশ্নের উত্তর করার ক্ষমতা ভূতে যোগায়!
# Time Management. Because it does matter! এখন দেখা যাক, এর মানে কী? ২টা ব্যাপার মাথায় রাখবেন। এক। যতটুকুই প্রিপারেশন নিন না কেনো, এর maximum utilization করতে হবে। প্রস্তুতি নেয়া বড় কথা নয়, প্রস্তুতিকে ঠিকভাবে কাজে লাগানোই বড় কথা। দুই। আপনাকে প্রত্যেকটা segment-এ আলাদা আলাদাভাবে পাস করতে হবে। কাজেই আপনি যা পারেন, শুধু সেটার উপরেই পুরো effort দেয়া যাবে না। তাই, সময়টাকে ভাগ করে নেবেন। পুরো সময়ের দুই-তৃতীয়াংশ সময়ে যা যা পারেন, সব answer করে ফেলবেন। বাকি সময়ে left-out প্রশ্নগুলো answer করবেন।
# আইবিএ ভর্তি পরীক্ষায় ভালো করতে বেশি বেশি questions solve করুন। প্রশ্ন বুঝে বুঝে অনলাইনে নিয়মিত GRE+GMAT-এর প্রশ্ন সলভ্ ক’রতে পারেন৷ (সবগুলো নয়, যেগুলো পরীক্ষায় আসে, সেগুলো৷)
এখন কোনটা কোন বই থেকে কতোটুকু পড়বেন, সেটা নিয়ে কিছু বলছি।
## Verbal part
• Vocabulary. এটার জন্যে Barron’s GRE Wordlist, Word Smart দেখতে পারেন। হাতে সময় কম থাকলে বাজারের বইগুলোও দেখতে পারেন।
• Analogy part’টা GRE Big Book (old edition) থেকে দেখতে পারেন। কষ্ট কমাতে ২-১টা গাইড কিনে পড়তে পারেন।
• Sentence completion এর জন্যে GRE Big Book (old edition) দেখতে পারেন।
• Comprehension part-টা IELTS-এর বই থেকে পড়লে লাভ হবে।
• Error Finding part-টা পড়বেন TOEFL-এর বই থেকে (যেমন, Cliff’s TOEFL)। Barron’s TOEFL-এর Essential Grammatical Rules অবশ্যই পড়ে নেবেন। S@ifur’s Grammar বইটা দেখতে পারেন।
## Mathematics
• S@ifur’s Math, S@ifur’s Geometry, NOVA’s GRE এই বইগুলো থেকে সলভ করতে পারেন। সময় পেলে ARCO SATও দেখতে পারেন।
## Analytical Analysis
• Puzzle/Logical inference-এর জন্যে Official GMAT দেখতে পারেন। বাজারের ২-১টা বইও সাথে রাখতে পারেন।
• Critical Reasoning-এর জন্যে GRE Big Book থেকে ছোটো ছোটো comprehension + Official GMAT দেখতে পারেন।
গুড লাক!!
(পোস্টটি শেয়ার করে ক্যান্ডিডেটদের হেল্প করার জন্যে সবার প্রতি অনুরোধ রইলো।) .
©somewhere in net ltd.