নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.somewhereinblog.net/blog/kauser_pranjal/category/17287

এগিয়ে যেতে চাই নিজের চেস্টায় এবং যিনি সৃষ্টি করেছেন কারও করুনায় নয়

আথাকরা

আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।

আথাকরা › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্য..........................(সংক্ষিপ্তাকারে)

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

আওয়ামী লীগের ইতিহাস ও
ঐতিহ্য..........................(সংক্ষিপ্তাকারে
)
* পটভূমি : পাকিস্তানি শাসকগোষ্ঠীর
বাঙালি বিদ্বেষ, শোষণ
বঞ্চনা রাষ্ট্রভাষা উর্দু করার চক্রান্ত....।
1* ১৯৪৮ সালের ভাষা আন্দোলন। শেখ
মুজিবের কারাবরণ।
* ১৯৪৯ সালের ২৩ জুন। ‘পূর্ব পাকিস্তান
আওয়ামী মুসলিম লীগ’ নামে
পাকিস্তানের প্রথম বৈধ বিরোধী দল গঠন।
* ১৯৫২ : আওয়ামী লীগের
নেতৃত্বে ভাষা আন্দোলন। কারাবন্দি শেখ
মুজিবের নির্দেশনা।
* ১৯৫৪ : যুক্তফ্রন্ট গঠন 4party। আওয়ামী
লীগের উদ্যোগে ২১ দফা প্রণয়ন।
নির্বাচনে বিজয়।
* ১৯৫৫ : মুসলিম শব্দ বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ
দল হিসেবে আওয়ামী লীগের
আত্মপ্রকাশ।
* ১৯৫৬-৫৭ : আওয়ামী লীগের
মন্ত্রিসভা (৬ সেপ্টেম্বর কেন্দ্রে, ২১
সেপ্টেম্বর প্রদেশে)
* ১৯৫৭ : ভাসানীর দল ত্যাগ ও ন্যাপ গঠন।
শেখ মুজিব মন্ত্রিত্ব ত্যাগ করে দল সংগঠিত
করার দায়িত্ব নেন।
2* ১৯৫৭-’৬২ : মার্শাল ল। শেখ মুজিবসহ
রাজনৈতিক নেতৃবৃন্দ কারার্বদ্ধ। * ১৯৬২ :
সামরিক শাসন বিরোধী আন্দোলন।
* ১৯৬৪ : সামপ্রদায়িক দাঙ্গা।
‘বাঙালি র্বখিয়া দাঁড়াও’- শেখ মুজিবের
নেতৃত্বে প্রতিরোধ।
3* ১৯৬৬ : শেখ মুজিবের ৬-দফা উত্থাপন।
তীব্র দমননীতি। গ্রেফতার। আগরতলা
ষড়যন্ত্র মামলা।
* ১৯৬৯ : ১১-দফার গণ অভ্যুত্থান। বঙ্গবন্ধুর
মুক্তিলাভ।
* ১৯৭০ : সাধারণ নির্বাচন। ৬ দফার
পক্ষে ম্যান্ডেট
4* ১৯৭১ : মুক্তিযুদ্ধ- বঙ্গবন্ধুর স্বাধীনতা
ঘোষণা। গ্রেফতার। মুজিবনগর সরকার, বিজয়।
* ১৯৭২ : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন।
সংবিধান প্রণয়ন। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন।
জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত। বাকশাল
গঠন। ১৫ আগস্ট জাতির জনকের
সপরিবারে হত্যাকান্ড। ৩ নভেম্বর
কারাগারে ৪ জাতীয় নেতাকে হত্যা।
* ১৯৭৫-৮১ : জিয়ার শাসনামল। সংবিধান
পরিবর্তন। পাকিস্তানি ধারায়
ফিরে যাওয়া।
* ১৯৮১ : জননেত্রী শেখ হাসিনার স্বদেশ
প্রত্যাবর্তন। জিয়ার হত্যাকান্ড।
* ১৯৮২-৯০ :এরশাদের ক্ষমতা গ্রহণ।
স্বৈরাচার বিরোধী আন্দোলন। শেখ
হাসিনার নেতৃত্বে ৯০-এর
গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন।
১৯৯১-৯৬ : সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা।
শেখ হাসিনার তত্ত্ববধায়ক সরকারের
ধারণা। গণআন্দোলন, খালেদার পদত্যাগ।
১৯৯৬-২০০১ : ১৯৯৬-এর ১২ জুন নির্দলীয়
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের
অধীনে নির্বাচন। ২১ বছর পর
আওয়ামী লীগের সরকার গঠন।
সরকারের সাফল্য :
খাদ্যে আত্মনির্ভরশীলতা অর্জন।
গঙ্গা চুক্তি। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি।
স্থিতিশীল দ্রব্যমূল্য। ৬.৪% প্রবৃদ্ধি অর্জন।
বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার শুর্ব ইত্যাদি।
* ২০০১-২০০৬ : ১ অক্টোবর নির্বাচন।
বিএনপি-জামাত জোটের ক্ষমতা । সাবেক
অর্থমন্ত্রী শাহ কিবরিয়া,
আহসানউল্লা মাস্টারসহ অগণিত হত্যা,
জঙ্গিবাদের উত্থান, ইলেকশন
ইঞ্জিনিয়ারিং-এর প্র'তি।
- ২০০৪, ২১ আগস্ট জননেত্রী শেখ
হাসিনাকে হত্যার
উদ্দেশ্যে আওয়ামী লীগের
সমাবেশে গ্রেনেড হামলা।
আইভি রহমানসহ ২৪ জন নেতা-কর্মী নিহত।
শেখ হাসিনার কানের
পর্দা ফেটে গিয়ে আহত।
- ২০০৬, ইলেকশন
ইঞ্জিনিয়ারিং বিরুদ্ধে আন্দোলন।
- ২০০৭, ১১ জানুয়ারি আন্দোলনের
মুখে বিএনপি-জামাতের নীলনকশার
নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের
স্বঘোষিত প্রধানের পদ
থেকে ইয়াজউদ্দিনের পদত্যাগ।
জরুরি অবস্থা ঘোষণা।
- ড. ফখরুদ্দিনের নেতৃত্বে নতুন নির্দলীয়
তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বভার গ্রহণ।
- শেখ
হাসিনাকে রাজনীতি থেকে অপসারণের
উদ্দেশ্যে ‘মাইনাস টু’ ফর্মুলা প্রদান।
দেশে ফিরতে বাধাদান করে ব্যর্থ।
- ১৬ জুলাই জননেত্রী শেখ
হাসিনাকে গ্রেফতার।
- ২০০৮ : গণআন্দোলনের মুখে ‘মাইনাস টু’
ফর্মুলা ব্যর্থ। শেখ হাসিনাকে মুক্তি দান।
২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদের
নির্বাচন অনুষ্ঠিত। ৩০০টির
মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন
মহাজোটের ২৬৪টি আসন লাভ।
২০১৪ এর ৫ই জানুয়ারী ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে আওয়ামী লীগ বিজয়ী ঘোষিত হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.