নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.somewhereinblog.net/blog/kauser_pranjal/category/17287

এগিয়ে যেতে চাই নিজের চেস্টায় এবং যিনি সৃষ্টি করেছেন কারও করুনায় নয়

আথাকরা

আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।

আথাকরা › বিস্তারিত পোস্টঃ

ভাইভাতে দুই ধরণের বিষয়ের উপর প্রশ্ন করা হয়।

১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

গত ১৮ ডিসেম্বর ৩৪তম বিসিএস পরীক্ষার রিটেন ফলাফল প্রকাশিত হয়েছে। প্রথমেই অভিনন্দন জানাই যারা এই কঠিন যুদ্ধে সাফল্যের সাথে জয় ছিনিয়ে এনেছেন তাদের।চল্লিশ হাজারেরও বেশি প্রতিযোগীদের মধ্যে নয় হাজারের ভেতরে স্থান করে নেয়া চারটিখানি কথা নয়! বিজয়ের মাসে আপনাদের আরেকটি বিজয়। অভিবাদন গ্রহন করুন।
এখন দরকার ভাল প্রস্তুতি। প্রিলি বা রিটেন এ ভুল শুদ্ধ অনেক কিছুই লেখা যায়। কিন্তু ভাইভাতে সে সুযোগ নাই। যা জানি তাই স্পষ্ট ও সুন্দর ভাবে উপস্থাপন করা এবং যা জানি না, সে সম্পর্কে বিনয়ের সাথে না বলতে পারাটাই হল ভাইভাতে উত্তীর্ণ হওয়ার মূল চাবিকাঠি। ভাইভার সকল প্রশ্নের উত্তর আপনার জানা বা আপনাকে জানতেই হবে এমন আশা ভাইভা বোর্ডও করে না। তাই শুধু শুধু টেনশন নিয়ে কি লাভ। উত্তর জানার চাইতে আপনার ডেলিভারি স্কিল কেমন তা-ই বেশি জরুরী। ৬০-৭০% সঠিক উত্তর দিতে পারলেই নিজেকে ক্যাডার পাওয়ার যোগ্য মনে করতেই পারেন। এবং ভাল ক্যাডারই পাবেন। আমার নিজের অভিজ্ঞতা তাই বলে।
ভাইভাতে দুই ধরণের বিষয়ের উপর প্রশ্ন করা হয়।
১। আবশ্যিক
২। ঐচ্ছিক
আবশ্যিক বিষয় হল
১। নিজ বিষয়ের জ্ঞান, নিজ এলাকা, এলাকার কৃতিসন্তান, এলাকার ঐতিহ্য,
২। ক্যাডার চয়েজ ও কারণ, বিষয়ের সাথে ক্যাডারের সম্পর্ক, ক্যাডার রিলেটেড বিভিন্ন টার্মস
৩। মহান মুক্তিযুদ্ধ, মানবতা বিরোধী অপরাধীদের বিচার
৪। ভাষা আন্দোলন, ছয় দফা, আগরতলা মামলা, ৭০ এর নির্বাচন ও সংশ্লিস্ট।
৫। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ( a-z)
৬। বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগ
৭। ভিশন ২০২১ ও ২০৪১, ডিজিটাল বাংলাদেশ
৮। বর্তমান মন্ত্রী পরিষদ,
৯। দেশের বর্তমান রাজনৈতিক কর্মকান্ড
১০। জাতিসংঘ, সার্ক
১১। নিজ নামের সাথে ও বাবা- মায়ের নামের সাথে সম্পর্কিত বিখ্যাত ও কুখ্যাত ব্যক্তিদের কর্মকান্ড।
ঐচ্ছিক বিষয় সমুহ
১। ২য় বা ৩য় ক্যাডার চয়েজ
২। সাহিত্য, আবিষ্কার, পুরষ্কার ইত্যাদি
৩। আন্তর্জাতিক রাজনৈতিক বিভিন্ন ইস্যু
৪। সংবাদপত্র, রাজধানী, মুদ্রা
৫। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা।
৬। সংশ্লিস্ট অন্যান্য বিষয়াদি।
মূলত এই সকল বিষয়েই ভাইবায় প্রশ্ন করা হয়। বোর্ড ভেদে ভাইবার প্রশ্ন বাংলা বা ইংরেজিতে হয়। তাই দুটি ভাষায়ই এর প্রস্তুতি নিলে অসুবিধায় পড়তে হয় না।
ভাইবায় একটু সচেতন ভাবে চেষ্টা করা উচিত যেন যে বিষয়ে ভালভাবে জানি, সে বিষয়ের দিকে যেন প্রশ্ন কর্তাকে ঘুরিয়ে নেয়া যায়। তা করতে পারলেই কেল্লা ফতে!
এই পদ্ধতি ব্যবহার করে আমি উপকৃত হয়েছি। তাই সবার জন্য শেয়ার করলাম।
সবার প্রতি রইল শুভ কামনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.