![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।
বঙ্গবন্ধুর ধ্রুপদী ভাষণ ১০ জানুয়ারি ১৯৭২
বঙ্গবন্ধু শেখ মজিবুর
রহমান ঢাকা তেঁজগাও বিমানবন্দর থেকে তৎকালীন
রমনা রেসকোর্স ময়দানে পা রাখেন। বিকেল পাঁচটার
দিকে রেসকোর্স ময়দানের জনসমুদ্রে বঙ্গবন্ধু
আবেগপ্রুত ভাষণ দিয়েছিলেন-
"ভাইয়েরা ও বোনেরা, আমি প্রথমে স্মরণ করি আমার
বাংলাদেশের ছাত্র, সৈনিক, কৃষক, বুদ্ধিজীবী, সেপাই,
পুলিশ, জনগণকে, হিন্দু-মুসলমানকে হত্যা করা হয়েছে,
তাদের আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের উপর
পুষ্প নিবেদন করে আমি আপনাদের
সাথে দুটো কথা বলতে চাই। আমার বাংলাদেশ আজ
স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে,
আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে ……. আমি আজ
…. করতে পারবো না। বাংলার ছেলেরা, বাংলার মায়েরা,
বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার
বুদ্ধিজীবী যেভাবে সংগ্রাম করেছে,
আমি কারাগারে বন্দী ছিলাম। ফাঁসী কাষ্ঠে যাবার জন্য
প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম, আমার
বাঙ্গালীকে কেউ দাবায় রাখতে পারবে না। আমার বাংলার
মানুষ ….. না। প্রায় তিরিশ লক্ষ
লোককে মেরে হয়েছে বাংলায়, দ্বিতীয় মহাযুদ্ধেও,
এবং প্রথম মহাযুদ্ধেও এতো লোক, এতো সাধারণ
নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার
এই সাত কোটির বাংলাদেশে হয়েছে।
আমি জানতাম না, আপনাদের একজন
হয়ে আমি ফিরে আসবো।
আমি খালি একটা কথা বলেছিলাম,
তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার
আপত্তি নাই। মৃত্যুর পরে আমার লাশটা আমার
বাঙ্গালীর কাছে দিয়ে দিয়ো, এই একটা অনুরোধ
রইলো।
মনে রাখা উচিত, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ
দাবাতে পারবে না। কবিগুরু রবীন্দ্র নাথ বলেছিলেন –
সাত কোটি বাঙ্গালীরে, হে বঙ্গজননী
রেখেছো বাঙ্গালী করে
মানুষ করো নি।
কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে, আমার
বাঙ্গালী আজ মানুষ।
আমি জানতাম না, আমার ফাঁসির হুকুম হয়ে গেছে। আমার
সেলের পাশে আমার জন্য কবর খোঁড়া হয়েছে।
আমি প্রস্তুত হয়েছিলাম।
বলেছিলাম- আমি বাঙ্গালী ! আমি মানুষ !
আমি মুসলমান ! একবার মরে, দুইবার মরে না।
আমি বলেছিলাম- আমার মৃত্যু এসে থাকে যদি,
আমি হাসতে হাসতে যাবো, আমার
বাঙ্গালি জাতকে অপমান করে যাবো না। তোমাদের
কাছে ক্ষমা চাইবো না। এবং যাওয়ায় সময় বলে যাবো,
জয় বাংলা। স্বাধীন বাংলা। বাঙ্গালী আমার জাতি,
বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান।
©somewhere in net ltd.