![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।
SDG (Sustainable Development Goals)
জাতিসংঘ ঘোষিত ১৫ বছর সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা MDG এর মেয়াদ শেষ হবে ২০১৫ সালে। তবে সেপ্টেম্বর ২০১৪ নিউইয়র্কে অনুষ্ঠিত জাতি সংঘ সাধারণ পরিষেদের ৬৯তম অধিবেশনে সুনিদ্দিষ্ট লক্ষ্যমাত্রাভিত্তিক ‘টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (Sustainable Development Goals SDGs) - এর খসড়া চুড়ান্ত হয়। ২০১৫ সালের সেপ্টেম্বরে সাধারণ পরিষদের ৭০তম অধিবেশেনে এসব লক্ষ্যমাত্রা গৃহীত হওয়ার পর ২০১৬ সালে ১ জানুয়ারি এথকে এসডিজি‘র মেয়াদ শুরু হবে। SDGs তে ১৭টি লক্ষ্য মাত্রা , ৪৭টি সূচক ও ১৭০ টি সহযোগী লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, লাইবেরিয়ার রাষ্ট্রপতি এলেন জনসন সিরলেফ ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ড. সুশীলো বামবাং ইয়াধুনো প্রমুখকে কেন্দ্রে রেখে জাতিসংঘের মহাসচিব বিশ্বের ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে একটি উচ্চপর্যায়ের প্যানেল গঠন করে দিয়েছেন। ২০১৫ সালের পর বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রা কী হওয়া উচিত সেটা খুঁজে বের করাই এ কমিটির দায়িত্ব। এই প্যানেল ১২০টি দেশে তৃণমূল সংগঠন থেকে শুরু করে আন্তর্জাতিক জোট পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি সুশীল সমাজ সংগঠনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে। উচ্চপর্যায়ের এ প্যানেল ২০১৩ সালের ৩০ জুন মাসে ‘টেকসই উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক পরিবর্তনের জন্য বিশ্বব্যাপী নয়া অংশীদারবাদ’ (A New Global Partnership : Eradicate Poverty and Transform Economics through
Sustainable Development) শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনটিতে ২০১৫ সাল পরবর্তীকালে উন্নয়নের ক্ষেত্র হিসেবে মোট ১২টি বিষয়ের কথা বলা হয়েছে:
১. দারিদ্র্য নিরসন
২. নারী ও মেয়েশিশুর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতা অর্জন
৩. মানসম্মত শিক্ষাদান ও আজীবন শিক্ষা
৪. সুস্থ জীবন নিশ্চিত করা
৫. খাদ্যনিরাপত্তা ও উত্তম পুষ্টি নিশ্চিত করা
৬. পানি ও স্যানিটেশনে বিশ্বের সবার সুযোগ অর্জন
৭. টেকসই জ্বালানির সুরক্ষা
৮. কর্মসংস্থান সৃষ্টি, টেকসই প্রতিবেশ ও সমতাভিত্তিক প্রবৃদ্ধি
৯. খনিজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা
১০. সুশাসন ও কার্যকর প্রতিষ্ঠান নিশ্চিত করা
১১. স্থিতিশীল ও শান্তিপূর্ণ সমাজ নিশ্চিত করা এবং
১২. বৈশ্বিক সহায়ক পরিবেশ সৃষ্টি ও দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করা
©somewhere in net ltd.