নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্রের যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনে তেমনি জোয়ার ভাটা আছে। সমুদ্রের এদিক টার সাথে মানুষের জীবনের বড্ড মিল খুঁজে পাই ...

রামিসা রোজা

রামিসা রোজা › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাশা

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৫





দরজা বন্ধ করে বিছানায় শুয়ে ভাবছিলাম..
আমি কি করবো?

হঠাৎ খেয়াল করলাম.. এর জবাব আমার ঘরের ভিতরেই আছে!

মাথার উপরে ফ্যান বলছেঃ সব সময় মাথা ঠান্ডা রাখবা!

ছাদ বলছেঃ
সব সময় চূড়ায় যাবার চেষ্টায় থাকবা! এটাই শেষ না ।ফাউন্ডেশন যত বড় তোমার বিল্ডিংও ততো বড় ।ছাদ এর উপরেও কিন্তু অসীম খোলা আকাশ , তার মানে জীবনে শেষ বা লিমিট বলতে কিছুই নেই ।

জানালা বলছেঃ
বাহিরের জগৎ টাকে দেখো ভালো করে! তোমার ঘরের জানালা খুলে দিলে যেমন সকালের রোদ এসে ঝিকিমিকি খেলা করে তেমনি তোমার মনের জানালাকে সব কষ্ট সব এটাচম্যান্ট পরিত্যাগ করে উন্মুক্ত করে দাও ।

ঘড়ি বলছেঃ প্রতিটা সময় অনেক মূল্যবান!যে সময় পেছনে ফেলে۔ আসলাম তা তো আর ফেরত পাবোনা ।

আয়না বলছেঃ নিজের মনের ভেতর ঝেঁকে দেখো,তুমি নিজে কি করছো। আগে ভাবো,তারপর করো!

ক্যালেন্ডার বলছেঃ প্ল্যান করো আর নিজের সাথে নিজের প্রতিযোগিতায় ছাড়িয়ে চলো!

দরজা বলছেঃ সর্ব শক্তি দিয়ে জীবনের লক্ষ পূরণের চেষ্টা করো। তোমার জীবনে এক বিষয় নিয়ে আফসোস করে কপাট বন্ধ করে রেখোনা

ভালোটা আসার পথ করে দাও l

আমি উঠে দাঁড়ালাম.... দরজার দিকে এগিয়ে আসছি এমন সময় পেছন দিক থেকে মেঝে বলে উঠলোঃ

""" সব কিছুর আগে এতো বিচলিত না হয়ে প্রস্তুত হই আগে l আমার মন যদি মাটির সাথে একাত্ম না থাকে তবে এতে হয় হিংসা নাহয় নিন্দা ঘৃণা কিংবা অহংকার আছে

তাই মেঝেতে সেজদা দিয়ে সৃষ্টিকর্তার কাছ থেকে সাহায্য চেয়ে নেই"!! কারণ ওটাই আমার আসল পরিচয় l

মন্তব্য ৪৩ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৭

ভুয়া মফিজ বলেছেন: ওয়াও! দারুন আর ইউনিক দার্শনিক চিন্তা-ভাবনা। এভাবে কোনদিন ভেবে দেখি নাই। খুজলে ঘরের ভেতরে এমন আরো অনেক কিছু পাওয়া যাবে। যেমন খাট বলতে পারে,

এই আইলসার আইলসা, বিছানা থেকে ওঠো, জগৎটাকে দেখো। সারাদিন শুয়ে থাকবা না। না উঠলে ধাক্কা দিয়ে আমার উপর থেকে ফেলে দিবো। =p~

আজাইরা ক্যাচালের বাইরে এই ধরনের পোষ্টের জন্যই ব্লগ আমার ভালো লাগে। অন্যের দারুন সব চিন্তা-ভাবনা জানার জন্য এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম আর কি হতে পারে!!!

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:২৭

রামিসা রোজা বলেছেন:
কুমির আবার কখনো আলসে হয় না-কি ? ঘড়ির টাইম আরো একঘন্টা এগিয়েছে । আপনি স্বভাবে আলসে তবে কর্মে নয়, চঞ্চলতায় বুঝা যায়।
বিসমিল্লাতে আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো ।

২| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: আবেগি লেখা।

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৩১

রামিসা রোজা বলেছেন:
ঠিক , ধন্যবাদ ।

৩| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৩

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর ভাবনা

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৩২

রামিসা রোজা বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ ।

৪| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: এরচে ভাল উপলব্দি আর হয় না। নগদ ভাবনা, নগদ গল্প।
আমার প্রীতি নিন।

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৮

রামিসা রোজা বলেছেন:
উদ্দেশ্য ও লক্ষ্য পূরণের আশায় কিছু ভাবনা না হয় সাথেই থাকলো ...
আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৫| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ অসম্ভব সুন্দর লেখা

এত ভালো উপলব্ধি জীবন নিয়ে মাশাআল্লাহ আপি
আল্লাহ আপনাকে নেক হায়াত দিন।

২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১০

রামিসা রোজা বলেছেন:
মনে অদম্য ইচ্ছা এবং সেইসাথে সৃষ্টিকর্তাকে সব সময় স্মরণ করা --
এইতো । আর আমাদের মেয়েদের প্রতিবন্ধকতার শেষ নেই তারপরও এগিয়ে যাওয়া ।
আপনার মন্তব্য সবসময়ই মন ভালো করে দেয় এবং আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন ।

৬| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১৬

ভুয়া মফিজ বলেছেন: কুমিরকে আলসে বলবেন, নাকি বলবেন না......এটা কনটেক্সটের উপর নির্ভর করে। কুমির ঘন্টার পর ঘন্টা একই পজিশানে থাকতে পারে, কিংবা শীতকালে ঘন্টার পর ঘন্টা বালুচরে শুয়ে থাকে; এ'জন্যে অনেকে কুমিরকে আলসে বলে। আবার এই কুমিরই শিকার ধরার সময় যেই পরিমান ক্ষিপ্রতা দেখায়, তাকে তার শত্রুও আলসে বলবে না। বাক স্বাধীনতা আপনার, কুমিরের তাতে কিছুই যায় আসে না। :-B

ঘড়ির টাইম আরো একঘন্টা এগিয়েছে। বিষয়টা একটু ব্যাখ্যা করি। মার্চে বৃটিশ সামার টাইম শুরু হয়। তখন ঘড়িকে এক ঘন্টা আগানো হয়। অর্থাৎ সূর্য স্বাভাবিকভাবে যখন সন্ধ্যা ৮টায় অস্ত যাওয়ার কথা, সেটা অস্ত যায় ৯টার সময়। তাই এটাকে ডে-লাইট সেভিংও বলা হয়। অক্টোবরের শেষে এসে ঘড়ি আবার পিছনে, অর্থাৎ ব্যাক টু নর্মালে যায়। কাজেই সামারের শুরুতে ঘড়িকে আগানো হয়, শীতের শুরুতে পেছানো হয়।

তবে, এখন আমাদের এখানে যেই সময়, এটাই স্বাভাবিক সময়। অর্থাৎ বাংলাদেশের সাথে এখানকার সময়ের ব্যবধানটা ৬ ঘন্টাই স্বাভাবিক ব্যবধান। সামারে সেটাকে জোর করে ৫ ঘন্টা করা হয়।

আপনি স্বভাবে আলসে তবে কর্মে নয় এটা ভালো বলেছেন, যদিও এটা নিয়ে দীর্ঘ আলোচনার অবকাশ আছে। এখানে সেই আবার কনটেক্সট এর প্রসঙ্গ!! =p~

২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৪

রামিসা রোজা বলেছেন:
জানিতো কুমির শীতনিদ্রায় যায় ,
কিন্তু আপনাকে ভেবেছি যে বাঘ্রোকুমির । আর আমার ধারণা ব্যস্ত নগরীতে থাকলে , দৌড়ের উপরেই থাকতে হয় ।
আমিও একটু আলস্য সেজন্য আমাকে অনেকেই ঢিলা উপাধি দেয় কিচ্ছু করার নাই ।
সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং পুনরায় আসার জন্য স্পেশাল থ্যাংকস ।

৭| ২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২১

নেওয়াজ আলি বলেছেন:
অনেক অনেক ভালো লাগলো।

২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৭

রামিসা রোজা বলেছেন:
ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো, অনেক ধন্যবাদ ।

৮| ২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:২০

ইসিয়াক বলেছেন: বাহ! চমৎকার উপলব্ধি। ভালো লাগলো।

২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৪

রামিসা রোজা বলেছেন:

অনুপ্রেরণায় অনেক উৎসাহ পেলাম। আপনার জন্য অনেক শুভকামনা।

৯| ২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:২১

চাঁদগাজী বলেছেন:



কমপক্ষে জোনাকির মতো কিছু একটা চেষ্টা করেন, এটা কিছু হয়নি।

২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৮

রামিসা রোজা বলেছেন:
ওকে চেষ্টা অব্যাহত থাকবে, ধন্যবাদ আপনাকে ।

১০| ২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শেষের লাইনটাই লেখার মূল প্রতিপাদ্য। আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপলব্ধিই বাস্তবে প্রতিফলিত করা সম্ভব নয়।
ভালো লাগলো আপনার উপলব্ধি।

২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২১

রামিসা রোজা বলেছেন:
লেখার ভাবার্থ সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন এবং যতই বিপদে পড়ি না কেন ধৈর্য ধারণ করে সৃষ্টিকর্তাকে স্মরণ করাই বুদ্ধিমানের কাজ ।
আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপলব্ধিই বাস্তবে প্রতিফলিত করা সম্ভব নয় -- এতো চমৎকারভাবে বলেছেন সে জন্য কৃতজ্ঞ হয়ে রইলাম ।

১১| ২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৭

জাফরুল মবীন বলেছেন: আসল পরিচয় ও আসল কাজ বুঝতে পারা ও তা প্রচারে পোস্ট উপস্থাপনের জন্য সকৃতজ্ঞ ধন্যবাদ আপনাকে।

আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১১

রামিসা রোজা বলেছেন:
ইসলামে আল্লাহর ওপর তাওয়াককুল একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। আর এটাই আমারো ব্যক্তিগত অভিমত সৃষ্টিকর্তার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা ।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম ও কৃতজ্ঞতা জানবেন ।

১২| ২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের লেখা ফেইসবুকের জন্য যথেষ্ঠ, ব্লগের জন্য কিছুই না; আপনাকে এমন কিছু লিখতে হবে, যা পাঠককে আকর্ষণ করে, পাঠককে ধরে রাখতে পারে। আজকের এই লেখায় নতুন কিছু নেই।

২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪১

রামিসা রোজা বলেছেন:
আপনি আমাকে মূল্যবান উপদেশ দিয়েছেন সেজন্য ধন্যবাদ । আমি আপনার কথা মাথায় রাখবো এবং চেষ্টা চালিয়ে যাবো ।
আপনাদের কাছ থেকে ব্লগের অনেক কিছুই শেখার আছে ।

১৩| ২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৩

মা.হাসান বলেছেন: অনেক কিছুই ভাবছিলাম, শেষটা দেখে থমকে গেলাম। মন ছুয়ে গেলো।
অনেক শুভ কামনা।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫৪

রামিসা রোজা বলেছেন:
কিছু ভাবনা লেখায় দিলাম জানিনা কে কেমন ভাবে সেটা নেবে । এখন আপাতত কিছুটা হলেও ভালো লাগছে আপনাদের অনুপ্রেরণা
পেয়ে । পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

১৪| ২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রচেষ্টা অব্যাহত রাখুন। আমার কাছে চিন্তভাবনাটা অভিনব লাগলো।

পোস্টে লাইক।

শুভেচ্ছা নিয়েন আপু।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫৫

রামিসা রোজা বলেছেন:
সামান্য লেখায় অনেক বড় অনুপ্রেরণা পেলাম , তাই অনেক ভালো লাগছে । আজ যেমন-ই হোক আগামীতে ভালোলখার প্রচেষ্টা থাকবো । পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

১৫| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার লেখায় অনেক গুলি + + + + + + । খুব ভালো লেগেছে।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০৮

রামিসা রোজা বলেছেন:
আপনার এতো এতো প্লাসে আমারও ভীষণ ভালো লাগছে ।
আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন ।

১৬| ২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:২৬

ঢুকিচেপা বলেছেন: হাতটা নিশপিশ করছিল কিন্তু শেষের লাইন পড়ে বরফ হয়ে গেলাম। তাড়াতাড়ি নতুন পোস্ট না দিলে বরফ কিন্তু গলবে না।

ভাবনার উৎসগুলোর আহ্বান ভালো লেগেছে তবে সৃষ্টিকর্তার কাছে অবশ্যই আত্মসমর্পণ করা উচিৎ।

২৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

রামিসা রোজা বলেছেন:
মনে মনে আপনার জন্য অপেক্ষা করছিলাম । দুঃখিত একটি কাজে আটকে যাওয়ায় প্রতি মন্তব্য করতে দেরি হলো ।
আমার প্রিয় মানুষ বরফ হয়ে বসে থাকবে এটা তো আমি মানতে পারিনা । যত তাড়াতাড়ি সম্ভব নতুন পোস্ট দিবো।
ভাবনার উৎসগুলোর আহ্বান ভালো লেগেছে তবে সৃষ্টিকর্তার কাছে অবশ্যই আত্মসমর্পণ করা উচিৎ।
--- এত সুন্দর চমৎকার মন্তব্যে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানবেন ।

১৭| ২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৭

আহমেদ জী এস বলেছেন: রামিসা রোজা,




দারুন , দারুন এবং দারুন।
ভাবনারা যখোন ভিড় করে আসে তখন তাদের আতশবাজীর মতো ছড়িয়ে দিতে পারার এমন ক্ষমতাই হলো "মুন্সিয়ানা" । সবার
তা থাকেনা।
আপনি আয়নার মতোই দেখিয়ে দিয়েছেন , নিজের ভাবনার মুখখানিকে কিভাবে দেখতে হয়। মনের কবাটখানি বন্ধ করে রাখেন নি।

২৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৪

রামিসা রোজা বলেছেন:
প্রথম আগমনের জন্য অভিনন্দন !!
সুন্দর ভাবনাগুলোকে প্রশ্রয় দিয়ে এরপর কিছুটা সাকসেসফুল ভাবে জীবনকে বড্ড উপভোগ করতে ইচ্ছে করে ।
আমার নিজের মনের ভেতরের অনুভূতিগুলোকে উপস্থাপনা আপনার ভালো লেগেছে এটা আমার জন্য অন্যরকম ভালোলাগা।
আপনি আয়নার মতোই দেখিয়ে দিয়েছেন , নিজের ভাবনার মুখখানিকে কিভাবে দেখতে হয় --
চমৎকার একটি কথা বলেছেন।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন ।

১৮| ২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগ বলেই মনের কথা জানা গেল। কিন্তু এটা পোস্ট হিসেবে তেমন ভাল লাগেনি।

২৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৯

রামিসা রোজা বলেছেন:
লেখা ভালো লাগতেই হবে এমন কোন কথা নেই । আশারাখি পরের লেখা ভালো লাগবে ।
পাশে থাকবেন, ধন্যবাদ আপনাকে ।

১৯| ২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:২৩

নীল আকাশ বলেছেন: খুব সুন্দর উপলব্ধি নিয়ে লেখা। আত্ম উপলব্ধির চেয়ে বেশি জরুরী আর কিছু হতে পারে না।
আমাদের সবাইকেই শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার কাছেই ফিরে যেতে হবে। এটাই আমাদের আসল পরিচয়।
ফিনিস খুব ভালো হয়েছে।
আরো বেশি বেশি করে লিখুন। মনের ভাবনাগুলি লেখাত প্রস্ফুটিত করুন।
শুভ কামনা রইলো।

২৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

রামিসা রোজা বলেছেন:
আপনার আগমনে অনেক প্রীত হলাম । অনেক সময় মনে হয় কি জানেন, আমরা মনে হয় নিজের উপর কিছুটা অবিচার করি ।
তাই সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে নিজের মনকে প্রফুল্ল ও নিজেকে ভালো রাখার উচিত ।
আমাদের সবাইকেই শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার কাছেই ফিরে যেতে হবে ---
আপনার চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইলো ।

২০| ২৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৯

মেটালক্সাইড বলেছেন:
কয়েকবছর আগে মালয়েশিয়ায় এক ইসলামিক সামিট কিউ&এ সেশনে জিম্বাবুয়ের প্রসিদ্ধ ইসলামিক মুফতি মেনক একান্ত ইচ্ছাভাবনার উত্তরে বলেছিলেন, জান্নাতে গভীরতম সমুদ্রের পানির নিচে তার অন্তরংগ বন্ধু আরেক প্রসিদ্ধ উপস্থিত স্কলারকে নিয়ে বারবিকিউ পার্টি করবেন।
দেড় ঘন্টার ওই সেশনটির আর কোন কথা আমার স্মৃতিতে নেই শুধু মেনক এর ইচ্ছাটা ছাড়া।

লেখাটা পড়ার পর ভাবনার গভীরতা ভাবতে গিয়ে স্কলারের অদম্য ইচ্ছাটার গভীরতা উপলন্ধি করতে পারলাম।

একান্ত ভাললাগার জন্য প্রিয় করলাম।

২৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৭

রামিসা রোজা বলেছেন:
প্রথম আগমনে অভিনন্দন !
আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ারের জন্য ধন্যবাদ । উপলব্ধি করতে পেরেছেন আমারে এই লেখাটা একদম মনের ভেতর থেকে সেজন্য আমার অনেক ভালোলাগা ও কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ।

২১| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৪৯

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ অনুভূতির কাব্যিক প্রকাশ। শুভেচ্ছা নিরন্তর।

২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:১৭

রামিসা রোজা বলেছেন:
স্বাগতম আপনাকে প্রথম আগমনের জন্য ।
মন্তব্যে অনুপ্রেরণা পেলাম এবং অনেক ধন্যবাদ।

২২| ২৮ শে জুলাই, ২০২১ সকাল ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: আপনার এসব চমৎকার ভাবনাগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। বিশেষ করে শেষের লাইনটি খুব ভাল লেগেছে। + +

আপনি অনেকদিন ধরে ব্লগে অনুপস্থিত। আশাকরি, ভালো আছেন?

পোস্টে ত্রয়োদশ ভাললাগা। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.