নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্রের যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনে তেমনি জোয়ার ভাটা আছে। সমুদ্রের এদিক টার সাথে মানুষের জীবনের বড্ড মিল খুঁজে পাই ...

রামিসা রোজা

রামিসা রোজা › বিস্তারিত পোস্টঃ

সালমার মহানুভবতা

০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৩






হাসিখুশি প্রাণোচ্ছল মেয়ে সালমা যার আনুমানিক বয়স হবে ১৯/২০। খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছে এবং মা অন্যত্র বিয়ে বসেছে । সালমা যখন কিশোরী তখন থেকেই অন্যের বাসায় কাজ করে । যার বাসায় কাজ করতো তাহলে সালমাকে খুব ভালোবাসতো এবং পরিবারের মত সাপেক্ষে সালমাকে বিয়ে দিয়ে দেন সে গৃহকর্ত্রী । সালমা ভালোই ছিলো কিন্তু সালমার বরের নেশার কারণে সালমার বিয়েটা একটা পর্যায়ে ভেঙে যায় ।কিছুদিন পর সালমা গার্মেন্টস এ কাজ নেয় । গার্মেন্টসে কাজ করার সময় অনেকে সালমাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু সালমা সিদ্ধান্ত নেয় এখন আর হুটহাট করে বিয়ে না করে কিছু পয়সা জমা করবে এবং ভালো কোনো ছেলেকে বিয়ে করবে পরে। তাই সে আবার বাসায় কাজ নেয় যাকে বলে বান্ধা কাজের লোক ।এ সালমা আমাদের বাসায় কাজে আছে দুই বছর যাবত । যেমন বিশ্বস্ত তেমন চুপচাপ ভালো একটি মেয়ে । আমার মা ও বাবাকে নানি নানি বলে সম্বোধন করে । ঘরের যাবতীয় মেইন দায়িত্বগুলো বিশেষ করে রান্নাঘরের সংক্রান্ত কাজ সালমা খুব দায়িত্ব সহকারে এবং বিশ্বস্ততায় পালন করে ।
সালমার সাথে সাহায্যকারী আরেকজন আছেন যিনি প্রতিদিন অল্প সময়ের জন্য আসেন তিনিনি ঘর মুছেন ও বাথরুম ওয়াস করেন । আরেকজনের ঘটনা এ জন্যেই বলছি কারণ এখান থেকেই ঘটনার শুরু । সালমার থেকে বয়সে বড় সেই বুয়া একটু অপরিষ্কার এবং ফাঁকিবাজ । ঘর তেমন পরিষ্কার করে মুছেন না এবং বাথরুম পরিষ্কার হয় না । এক বনে দুই বাঘ থাকলে যে অবস্থা হয় অনেকটা সেরকমই চলছে । কেউ কাউকে সহ্য করতে পারে না এবং সেজন্য আমার মা দুজন কে বললেন কেউ যেন কারো সাথে কথা না বলে । পরিস্থিতি বেশ শান্ত এবং ঠান্ডা ।
হঠাৎ এমন সময় খবর এলো , বুয়ার বাবা খুবই অসুস্থ এবং উনাকে বাড়িতে যেতে হবে । বুয়া বাড়ি থেকে এসে পুনরায় কাজে ফিরলেন।
তখন জানতে পারলাম , বুয়ার বাবার জটিল একটি অপারেশন হবে ও অনেক টাকার প্রয়োজন ।
আমরা সবাই মিলে যে যেরকম করে সাহায্য করার কথা ভাবছি ।
সবচেয়ে অবাক লেগেছে সালমার বিষয়টি , সে বুয়াকে তার এক মাসের পুরো বেতনটা দিতে বললো।
সালমা বলে, খুব ছোটবেলায় সে তার বাবাকে হারিয়েছি । আমার কোনো পিছুটান নেই এবং বিয়ের আগে যা আয় করেছি সব আমার মা ও সৎ বাবা নিয়ে নিয়েছে।
সে বুয়াকে পছন্দ করে না কিন্তু বুয়ার বাবা'র অপারেশন হবে এটা জেনে তার খুব কষ্ট লাগছে ।
আসলেই সালমা বড় মনের অধিকারী ।

মানুষ সৃষ্টির সেরা জীব। কিন্তু এই মানুষই আবার কর্মের কারণে বর্তমান সময়ে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব বলে পরিগণিত। যে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ থাকে না, তাকে মানুষ বলা যায় না। মানুষ বলতে মানুষের ভেতর মানবীয় গুণ থাকতে হয়। মানবিক আচরণ থাকতে হয়। শুধুমাত্র মনুষ্যকূলে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে মানবিক গুণ, নৈতিকতা, সহিষ্ণুতা থাকতে হয়। চিন্তা-চেতনার বিকাশ, বিবেকবোধ, কান্ডজ্ঞান আর বিচার-বুদ্ধির ক্ষমতার কারণে মহান আল্লাহ তা’আলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষ মনুষ্যত্বের অধিকারী হবে সেটাই স্বাভাবিক। মানবতা বা মনুষ্যত্ববোধ না থাকলে মানুষ কখনই মানুষ নয়।

মন্তব্য ৪০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




মানুষের পরিচয় ভাষাতে, কর্মে, ব্যবহারে। ধনী গরিব দরিদ্র হত দরিদ্রতে পরিচয় পাওয়া যায় না। আমি অবাক হয়ে দেখেছি ৯৩ মডেলের করোলা এক্স সেকেন্ডহ্যান্ড রিকন্ডিশন সেলুন কারে সামান্য ধাক্কার কারণে লোকজন ডেকে রিক্সাওয়ালাকে মারধোর করাচ্ছেন এক মহিলা। মহিলার বয়স ৪০ - ৪২। স্থান পূরবী সিনেমা হল, মিরপুর। মহিলা নিজে ড্রাইভ করছিলেন।

০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০২

রামিসা রোজা বলেছেন:
শিক্ষার স্পর্শ হয়তো লেগেছে, কিন্তু সুশিক্ষা ও চারিত্রিক শিক্ষার স্পর্শ হয়তো সেই মহিলা আয়ত্ত করতে পারেননি ।
আমার পোস্টে আপনাকে পেয়ে অসম্ভব ভালো লাগলো, ধন্যবাদ।

২| ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেকের টাকা থাকলেও মন থাকে না
অনেকের অল্প কিন্তু মনটা অনেক বড়।
সালমা সুখে থাকুন আল্লাহ নেক হায়াত দিন

পোষ্ট ভালো লাগলো আপা

০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৩

রামিসা রোজা বলেছেন:
হ্যাঁ আপা আমি ঠিক এই কথাটি বলতে চেয়েছেন যেটা আপনি বলেছেন । অনেকে টাকা আছে কিন্তু মন নেই । অনেক ভালো লাগলো আপনাকে পেয়ে এবং ধন্যবাদ জানবেন।

৩| ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০১

ফয়সাল রকি বলেছেন: সালমার জন্য ভালোলাগা রেখে গেলাম।
পোষ্টে +++

০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৮

রামিসা রোজা বলেছেন:
সালমা জন্মের পর থেকে কষ্টই পেয়ে গেলো । আশা রাখি আগামীর জীবনে ভালো থাকবে ।
মন্তব্যের জন্য অনেক ভালোলাগা ও ধন্যবাদ রইলো ।

৪| ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছোটলেখাটির ভেতরে বড় একটা বিষয় লুকিয়ে আছে। আমি সেটাই অনুভব করছি।
ধন্যবাদ আপনাকে।

০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৫

রামিসা রোজা বলেছেন:
অনেক সময় আমরা মানুষকে মূল্যায়ন করি শিক্ষায় ও পয়সায়।
কিন্তু কিছু কিছু মানুষের মানবিকতা এখনো অনেক উপরে যার কাছে আমরা অনেকেই হেরে যাই।
আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৫| ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:




সালমা জীবনে দুঃখ কষ্ট দেখেছে, পিতা হারিয়ে পিতৃহীন জীবনের কষ্ট সে জানে। মিরপুর টেকনিক্যাল, জার্মান টেকনিক্যাল, ব্রাক টেকন্যিকালে মেয়েদের জন্য বিনা খরচে নানা ধরনের টেকনিক্যাল কাজ শিখার ব্যবস্থা আছে - এবং ট্রেইনিং শেষে চাকরির ব্যবস্থাও। সালমাদের জীবন বদলে যাক তাদের জন্য শুভ কামনা রইলো।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৮

রামিসা রোজা বলেছেন:
উপকারী তথ্য ও মন্তব্যে পুনরায় আসার জন্য আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ ।
সালমার মতো মেয়েদের জীবন ভালো কাটুক, এটা আমাদের সকলের চাওয়া ।

৬| ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৩

মোগল সম্রাট বলেছেন: দুঃখে যাদের জীবন গড়া তাদের মহানুভবতা কি বেশি?

০২ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৪

রামিসা রোজা বলেছেন:
হয়তোবা , সালমার বাবা বেঁচে নেই তাই হয়তো এটা সে হৃদয় দিয়ে অনুভব করেছে।
ধন্যবাদ আপনাকে।

৭| ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৭

ভুয়া মফিজ বলেছেন: গার্মেন্টসে কাজ করার সময় অনেকে সালমাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু সালমা সিদ্ধান্ত নেয় এখন আর হুটহাট করে বিয়ে না করে কিছু পয়সা জমা করে এবং কিভাবে ভালো কোনো ছেলের সাথে বিয়ে করবে না এই লাইনটাতে মনে হয় কোন সমস্যা আছে। ঠিকমতো বুঝি নাই।

এ সালমা আমাদের বাসায় কাজে আছি দুই বছর যাবত। আছি<আছে।

সালমার থেকে বয়সে বড় সেই ভুয়া একটুও পরিষ্কার এবং ফাঁকিবাজ। আজকাল আমার একটা মানসিক সমস্যা দেখা দিচ্ছে। ভুয়া শব্দটা কোথাও দেখলেই মনে হয়, বোধহয় আমার ব্যাপারে কেউ কিছু বলছে। এই লাইনটাতেও সমস্যা আছে। :P

সেজন্য আমরা দুজন কে বললেন কেউ যেন কারো সাথে কথা না বলে। সমস্যা আছে।

আরো আছে, তবে এবার এ'টুকুই দেখালাম। আমাকে আবার ছিদ্রান্বেষী ভেবে বসবেন না যেন। এমন না যে, উল্লেখিত শব্দগুলোে আসলে কি হবে.......আমি বুঝি নাই। বুঝেছি। তবে, যে কোনও লেখা পোষ্ট করার আগে পাঠক হিসাবে একবার পড়বেন। তাহলে ভুলগুলো চোখে পড়বে। লেখায় এমনটা থাকলে পাঠক মনোযোগ ধরে রাখতে পারে না। তবে ভদ্রতা করে অনেকেই আপনাকে কিছু বলবে না। আমি বলছি বলে আবার অন্যভাবে নিবেন না। আমার মনে কিন্তু কোন দুরভিসন্ধি নাই!!! :)

মানুষ সৃষ্টির সেরা জীব। এই কথাটা এখন শুধু কেতাবে আছে। কদাচিৎ সালমার মতো কাউকে দেখলে মনে হয়, না.....আসলে কিছু মানুষ এখনও সমাজে আছে। আপনার শেষের প্যারায় বলা কথাগুলো নিয়ে কোন দ্বি-মত পোষণ করার সুযোগ নাই। অতি সত্য কথা বলেছেন। মানুষ পরিচয় দিতে হলে কর্ম দিয়ে তার প্রমাণ দিতে হয়। আপনাকে একটা প্রশ্ন করি........বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা কতোভাগকে আপনার মানুষ বলে মনে হয়? যাদের মনে হয় না......তাদের অমানুষ করে গড়ে তোলার দায় কার বা কাদের?

০২ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০০

রামিসা রোজা বলেছেন:
আমি মাত্রই ভুল গুলো কারেকশন করেছি আর সাথে সাথে আপনার এই মন্তব্য।
আপনার মন্তব্যে ফিরছি একটু পরে কিন্তু তার আগে আন্তরিক ধন্যবাদ নিন।

০২ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৪

রামিসা রোজা বলেছেন:
বাংলাদেশের শতকরা ভালো মানুষের চেয়ে মন্দ মানুষের সংখ্যাই বেশি আমার কাছে মনে হয় । আর কিছু মানুষ মন্দ ও বিবেকহীন হওয়ার কারণ আমাদের এদেশের সঠিক বিচার হয় না যা দেখে অপরাধ দিনকে দিন বাড়ছেই ।
আমি যখনই ভেবেছি লেখাটা ঠিক করে নিবো ঠিক তখনই মন্তব্য পেয়ে ভুলে গিয়েছিলাম । আর ভুলগুলো ঠিক করার সাথে সাথেই আপনার এই সুন্দর মন্তব্য । ভালো লাগলো আপনি মনোযোগ সহকারে পড়ে আমাকে জানানোর জন্য ।
ধন্যবাদ আর অনেক অনেক শুভকামনা আপনার জন্য ।

৮| ০২ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৮

মেহবুবা বলেছেন: এই সব সালমারা আছে বলে পৃথিবী এখনও অসুন্দর হয়ে যায় নি।
আল্লাহ্ সালমাকে সুখে রাখুক সেই দোয়া করি আল্লাহর কাছে ।

সিডরের পর আমার স্কুল পড়ুয়া ছেলে মেয়ে তাদের জমানো টাকা থেকে প্রথম আলোর তহবিলে দেবে বলে যখন জানাচ্ছিল তখন আমার বাসার কিশোরী সাহায্য কারী মাসুদা বলেছিল দিতে এবং দিয়েছিল টাকা মহাউৎসাহে।

০২ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৮

রামিসা রোজা বলেছেন:
এই প্রথম আপনাকে আমার লেখায় পেয়ে স্বাগত ও অভিনন্দন !!

আমিও ঠিক তাই মনে করি সালমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে । মানবতা ও মনুষ্যত্বের বিষয়টি পুরোপুরি মানুষের চিন্তা চেতনা ও দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল । আপনার স্কুলের ছেলে মেয়ে এবং বাসায় সাহায্যকারী মাসুদা এদের সকলের মানবতার ঘটনায় খুশি হলাম ।
ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পেয়ে এবং আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৯| ০২ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

সত্যিকার মানুষ আমাদের সমাজে কম। মানুষ মুসলমান হয়, ধার্মিক হয় কিন্তু মানবিক হয় না।

০২ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৯

রামিসা রোজা বলেছেন:
সত্যি বলেছেন আমাদের সমাজে মানবতার বড্ড অভাব । মানুষের চেয়েও মানুষের সংখ্যাই বেশি।
আপনার মন্তব্যে পেয়ে ভালো লাগলো এবং ধন্যবাদ ।

১০| ০২ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৬

নেওয়াজ আলি বলেছেন: এইতো জীবন । কখনো কখনো সাধ থাকে স্বার্থ থাকে না । শুভ কামনা সালমার জন্য

০২ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১২

রামিসা রোজা বলেছেন:
ধন-সম্পদ নাই মানুষদের মন মনে হয় একটু বড়ই হয়ে থাকে । সালমারা ভালো থাকুক এটা আমাদের সকলের চাওয়া ।
আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১১| ০২ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৩

মিরোরডডল বলেছেন:



স্যালিউট টু সালমা ।
ইন্সপায়ার করার মতো স্টোরি আপু ।
থ্যাংকস ফর শেয়ারিং ।


০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০২

রামিসা রোজা বলেছেন:
কিছু কিছু ঘটনা খুব ছোট হলেও আমাদের মনকে ভীষণভাবে নাড়া দেয় । সময় নিয়ে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

১২| ০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০২

জুন বলেছেন: সালমার মত মহৎ হৃদয় অনেক ধনী শিক্ষিত লোকের মাঝেও নেই রামিসা। সত্যি অসাধারণ মেয়ে সালমা। আমার ঘরের দুই বুয়া সাপে নেউলে সম্পর্ক কিন্ত স্বার্থের সময় এক। এটা অবশ্য ভালোই একদিকে। তাদের স্বার্থ রক্ষা হয়।
ভালো লাগা রইলো অনেক।
+

০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৬

রামিসা রোজা বলেছেন:
অনেক ভালো লাগছে আপনাকে পেয়ে । সালমার মতো মহৎ হৃদয় অনেক ধনী শিক্ষিত লোকের মাঝেও নেই --একদম সত্য ও সঠিক কথা বলেছেন আপনি । আপনি তাহলে ভালই ড্রামা উপভোগ করেন দুই বুয়ার । কিছু কিছু ক্ষেত্রে আরো অনেক স্বার্থপর হয় জানি আপা ।
আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৪

মনিরা সুলতানা বলেছেন: সত্যি ই অনন্য এক দৃষ্টান্ত রাখল সালমা !
এই নিদারুণ সময়ে খুব জরুরী মানুষের পাশে দাঁড়ানো।

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩১

রামিসা রোজা বলেছেন:
নিঃস্বার্থভাবে সালমার এই অবদান মনে রাখার মতো । মনুষ্যত্বে আজ হয়তোবা একেবারেই নির্বাসনে চলে যায়নি । এই করোনাকালে দেখেছি আপা, ত্রাণ দেওয়ার নামে ছবিবাজি। ছবি তোলার মাধ্যমে যেন তাদের সার্থকতা ।
ভালো লাগলো আপনাকে মন্তব্যে পেয়ে এবং ধন্যবাদও ।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সকাল ৮:২১

নীল আকাশ বলেছেন: আমরা নিজেদের মানুষ বলে গর্ববোধ করি। কিন্তু কোন কারনে মানুষ বলে দাবী করি?
মানুষ বলতে কেবল দুই হাত, দুই পা, দুই চোখ, নাক, মুখ আছে বলেই কোন প্রানী মানুষ নয়। মানুষ হল তার স্বভাব, তার আচারন, তার কর্ম, সব কিছুর সমষ্টি।আর একজন মানুষের সব কিছু নিয়ন্ত্রিত হয় তার মনুষত্ব বা বিবেক দ্বারা।

হাত, পা, চোখ, কান, মুখ এসব অন্য প্রানীদের মাঝেও আছে, কিন্তু তাদের মানুষ বলি না, কারন তাদের মাঝে এই বিবেক বোধটা নাই।
যে কারনে মানুষকে মানুষ বলা হয়, ঠিক সেই কারনটাই হল মনুষত্ব বোধ, বিবেক বোধ, যা একমাত্র মানুষ ব্যতিত অন্য কোন প্রানীর মাঝে নেই। মানুষের আরেকটি বিশেষ পরিচয় তার কর্মে। কেননা, মানুষের কর্ম তার বিবেক বোধ দ্বারা পরিচালিত।
প্রত্যেকটি মানুষের চিন্তা, চেতনা, অনুভূতি ভিন্ন বলেই, প্রত্যেকের মাঝেই ভিন্ন ভিন্ন গুন- বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। কিন্তু এই ভিন্নতা পরিলক্ষিত হওয়া স্বত্তেও অতি সামান্য কোন না কোন বিষয়ে একটু হলেও সবার মাঝেই মিল রয়েছে।
কোথায় সে মিল? প্রকৃত অর্থে মানুষ বলতে কি বোঝায়?
যদি প্রত্যেকটি মানুষের আচারন ও গুন বৈশিষ্টের সাদৃশ্য খুঁজতে যাওয়া হয়, তবে বেশ কিছু গুন বৈশিষ্টের মাঝে, একটি প্রধান গুন বৈশিষ্টের মিল সবার মাঝেই খুঁজে পাওয়া যাবে।
তা হল বিবেক। প্রত্যেকটি মানুষই, এই বিবেকের নিকট কম বেশি পরাধীন।

অল্প বয়সে বাবাকে হারানো সালমার বিবেকবোধ খুব সচেতন ছিল। সে বুঝেছিল টাকা পয়সার ব্যবস্থা না করতে পারলে বুয়ার বাবাও তার বাবার মতো অকালে হারিয়ে যাবে।

ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০১

রামিসা রোজা বলেছেন:
আপনি এত সুন্দর করে মন্তব্য করেছেন আমি এজন্য আপনার কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম ।
প্রত্যেকটি মানুষের চিন্তা, চেতনা, অনুভূতি ভিন্ন বলেই, প্রত্যেকের মাঝেই ভিন্ন ভিন্ন গুন- বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। কিন্তু এই ভিন্নতা পরিলক্ষিত হওয়া স্বত্তেও অতি সামান্য কোন না কোন বিষয়ে একটু হলেও সবার মাঝেই মিল রয়েছে।
কোথায় সে মিল? প্রকৃত অর্থে মানুষ বলতে কি বোঝায়?
যদি প্রত্যেকটি মানুষের আচারন ও গুন বৈশিষ্টের সাদৃশ্য খুঁজতে যাওয়া হয়, তবে বেশ কিছু গুন বৈশিষ্টের মাঝে, একটি প্রধান গুন বৈশিষ্টের মিল সবার মাঝেই খুঁজে পাওয়া যাবে তা হল বিবেক
--- অনেক চমৎকার করে এই কথাগুলো বলেছেন । মানুষের বিবেক -ই হলো আসল । বিবেক যদি না থাকে সে তো অমানুষ ।
সালমা কখনো বাবার আদর পায় নাই আর মা থেকেও তো নেই।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

আহমেদ জী এস বলেছেন: রামিসা রোজা,




কি করে "মানুষ" হয়ে ওঠা যায় তারই একটা মেসেজ দিয়েছেন সালমার মহানুভব আচরণের মধ্যে দিয়ে।

শেষের প্যারাটি সুন্দর লিখেছেন যা আপনার চিন্তা-চেতনার স্বচ্ছ-সুন্দর দিকটিই তুলে ধরেছে।

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৭

রামিসা রোজা বলেছেন:
আপনার স্বচ্ছ ও আলোকিত মনের এতো সুন্দর মন্তব্য অনুপ্রাণিত ।
কিছু মানুষের ভেতর এখনো মনুষ্যত্ববোধ বিলীন হয়ে যায়নি সালমা তাদের মধ্যে একজন ।
সবকিছুর পরেও মানবতার জয় হোক এটাই আমাদের চাওয়া ।
আপনাকে পেয়ে অনেক খুশি হলাম এবং অনেক অনেক ধন্যবাদ।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৯

ঢুকিচেপা বলেছেন: ডান পাশের বিল্লিটা যেভাবে কটমট করে তাকিয়ে আছে দেখেই তো ভয়ে অস্থির!!!!!!!
আপনি লিখেছেন সেই ভরসায় বুকে ফু-টু দিয়ে ঢুকলাম।

সালমার মহানুভবতায় চোখে জল এসে গেল। একজন মানুষের মন কতটা বড়/উদার হলে এমন কাজ করতে পারে। সবচেয়ে কষ্টের বিষয় হলো এই মানুষগুলোই সমাজের কাছ থেকে নিগৃহীত হয়। সালমার জন্য মন থেকে দোয়া রইল।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

রামিসা রোজা বলেছেন:
ডানপাশের বিড়ালের চোখ দেখে এই অবস্থা ভয়ের? আমি কিছুদিন আগে এক বাসায় বেড়াতে গিয়েছি হঠাৎ দেখি ড্রয়িং রুমের সামনে একটা সাদা ধবধবে বিড়াল এসে দাঁড়ালো যার দুই চোখ দুটি কালারের । সেদিন আমি বেশ ভয় পেয়েছিলাম পরে শুনেছি ওটা তার্কিশ বিড়াল ছিলো ।

আসলে আমাদের সমাজে এখনও ,
মুখোশের আড়ালে কিছূ ভালো মানুষ আছে । আমরা হয়তো অনেকেই তাদের চিহ্নিত করতে পারিনা । সালমার এ বিষয়টি আমার কাছে শিক্ষণীয় মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

আপনাকে আমার লেখায় পাশে পেয়ে ধন্যবাদ সহকারে কৃতজ্ঞতা রইলো ।

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৯

ফটিকলাল বলেছেন: অসাধারন গল্প।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০০

রামিসা রোজা বলেছেন:
শুভকামনা ও ধন্যবাদ দুটো'ই রইলো ।

১৮| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:১৭

ওমেরা বলেছেন: মানুষ মানুষের বিপদে এগিয়ে আসবে, সাহায্য করবে এটাই প্রকৃত মানুষের গুন।

ধন্যবাদ আপু ।

০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৪

রামিসা রোজা বলেছেন:
সেই শুরু থেকেই আপনার মন্তব্যে আমি অনুপ্রাণিত হই । ছোট্ট কথায় বড়লেখার সারমর্ম তুলে ধরেছেন
সেজন্য আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ ।
একটা বিষয় আমি প্রায়ই খেয়াল করি , আমাদের অনেকেরই মধ্যে আন্তরিকতা ও সহযোগিতার কিছু ঘাটতি থাকলেও সালমাদের মতো কিছু মানুষের ক্ষেত্রে ঠিক তার বিপরীত । একজন মানুষ হিসেবে একজন মানুষের বিপদে এগিয়ে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু ক'জনই যায় বলুন?
অ,ট: গতকালসকালে আপনাকে প্রতিমন্তব্য দিয়েছিলাম কিন্তু এখন দেখি সেটা যায় নাই , দুঃখিত আপু দেরি হয়ে গেলো ।

১৯| ০১ লা জানুয়ারি, ২০২১ ভোর ৫:৪২

সোহানী বলেছেন: একসাথে অনেক লিখা পড়লাম আপুনি। আগে অফিসে যেতে ট্রেনে বসে লিখা পড়তাম। কিন্তু হোম অফিস হবার কারনে ব্লগে ঢোকা মানে নিজের কিছু লিখা আর মন্তব্যের দায়ভার শেষ করা। তাই অনেকের অনেক লিখা মিস করেছি। যেমন তোমারগুলো।

আজকে তুমি যে পোস্ট দিয়েছো ওখানে মন্তব্য করার আগে তোমার লিখা সম্পর্কে এনালাইসিস করছি ।...

তোমার দু'টো জিনিস ভালো লাগছে, এক, আমার প্রিয় বিষয় নিয়ে লিখছো। আমার কথা হলো, আমরা যদি মেয়েদেরকে নিয়ে না লিখি, ওদের সমস্যা তুলে না ধরি তাহলে কে ওদের নিয়ে ভাববে?

দুই, মেয়েরা মেয়েদেরকে দেখতে পারে না। এ ধারনার বিশ্বাসীদের বিপরিতে কাজ করেছো।

অনেক ভালো থাকো সবসময়।

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ২:১৬

রামিসা রোজা বলেছেন:
সোহানী আপু, আমি ভীষণ দুঃখিত এই মন্তব্য আমি খেয়াল করি নাই ।
আপনি আমার লেখা এনালাইসিস করছেন এটাই আমার বড় অর্জন । আমরা নারীরা শ্রেণীভেদে বিভিন্ন রকমভাবে অনেকেই হয়তো কোনো না কোনো নির্যাতনের শিকার । আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে অনেকেই নিরবে সয়ে যাচ্ছি অথবা প্রতিবাদ করছি অথবা আর পারছিনা । সবশেষে দোষটা নারীর-ই হয় । আপু সাজেশন দিবেন ভালো লাগবে ।
নতুন বছরের শুভেচ্ছা রইলো ।

২০| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:০১

খায়রুল আহসান বলেছেন: সালমাকে সালাম!!!!
ছোট্ট একটা গল্পে অনেক বড় একটা বার্তা দিয়ে গেলেন, আপনাকে ধন্যবাদ।
বেশ কিছুদিন হয়ে গেল, আপনি ব্লগে অনুপস্থিত। আশাকরি, ভালো আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.