নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্রের যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনে তেমনি জোয়ার ভাটা আছে। সমুদ্রের এদিক টার সাথে মানুষের জীবনের বড্ড মিল খুঁজে পাই ...

রামিসা রোজা

রামিসা রোজা › বিস্তারিত পোস্টঃ

উপলব্ধি

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৮



আমি আমার জীবনে একটি শিক্ষা খুব ভালোভাবে পেয়েছি ....

এ জীবনে আমি সবাইকে অসংখ্য ভালোবাসা ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছি । তবে রিটার্নে ফিরতি ভালোবাসাগুলো আমি এ মানুষগুলো থেকে খুব কমই পেয়েছি ।
আগে না আমি এর কারণ খুঁজতাম,আরে ভালো করলে তো নাকি কর্ম ভালো রিটার্নই দেয় তো কই তাহলে ?
অবশেষে খুঁজতে খুঁজতে একদিন পেয়ে গিয়েছি আরে ঐ, ভালোবাসাগুলো তো ফেরত পেয়েছি তবে আমার আপনজন থেকে নয়,বরং বাইরের দূরের কারো থেকে।
- আবার দেখেন খুব বাইরের কেউই হয়তো আপনার জন্য গলা সমান পানিতে নেমে পড়েও করছে তার মানে কি ?
সে তো আপনার আপন কেউও না । পর মানুষ থেকেই আপনি সেই ভালোবাসা প্রতিদানে পাচ্ছেন যা আপনি অন্যকে দিয়েছেন ।
আমাদের জীবনের প্রতিটি কর্মের হিসেব সমীকরণ বড় শক্ত ।
আমি আমার জীবনে সবচাইতে বেশি আপন থেকে পর মানুষদের ভালোবাসা বেশি পেয়েছে ।
যা সত্যি আমাকে পূর্ন করে রেখেছে । তার মানে কি পৃথিবীতে আমরা কেউই একা না বা সাপোর্ট হীনও না ।
কেউ না কেউ কোথাও না কোথাও থেকে এসে জুড়ে প্রতিনিয়ত আমাদের জীবনকে পরিপূর্ন করে রাখছে । আমাদের প্রয়োজন শুধু উপলব্দি করার ...

আমি এবার গ্রামে গিয়ে সবার এত্তো আদর পেয়েছি আমার বুকটা পুরা ভরে গেলো ।এখনো মনে হয় যেন আন্তরিকতার কাছে ছুটে যাই।
অন্তত তাও ভালো ফেইক মানুষের মতো তো না ।
উনারাও অবাক আমি এতো মিশুক হবো ভাবতে পারেনি । আমি শুধু এটা খাবো বলার দেরী আর করার দেরি । দই কতবার বানিয়েছে আমি হাতের দই পিঠা পছন্দ করি বলে ।
কিন্তু আমি নিজেকে প্রশ্ন করছিলাম এতো আমার দাদা বাড়ীর আপন কেউ করার কথা ছিল । পরে দেখলাম কার কাছে আবদার করবো ? দাদাই যে বেঁচে নেই ।
কিন্তু দেখলাম আল্লাহ ঠিকই দাদুর বয়সী বুড়ো এক নানু মিলিয়ে দিলো যিনি আমাদের জন্য এতো বেশী করেছেন l সত্যি নিজের প্রতি প্রশ্ন করছিলাম, " আমি হলে কি এতো করতাম তো ?"
আমি খুব আবেগে আপ্লুত হয়েই ঠিক করেছি আমি এ ভালোবাসার মর্যাদা সারাজীবন রাখবো ।

আমি সবসময় মানুষের মাঝে মিশে যেতে পারি । তবে এটুকু বয়স পর্যন্ত আমার জীবনে যতখানি অভিজ্ঞতা সব দিয়ে দেখেছি ভালোবাসা কখনো বিফলে যায় না । এটা কারো না কারো দ্বারা সৃষ্টিকর্তা পাঠিয়েই দেন،،
তাই সবসময় সব শেষে আমি বলি , "আলহামদুলিল্লাহ " যা পেয়েছি তোমার দরবারে ঢের পেয়েছি"

মন্তব্য ৩৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার লেখা ভালোবাসা নিয়ে আজ আপনার অভিমত জেনেছি। আজ তারিখ: ০৭-১২-২০২০। যদি বেঁচে থাকি সুস্থ থাকি ০৭-১২-২০২১ এ আবার জানতে চাইবো। কারণ সময়ে ভালোবাসার সংজ্ঞা পরিবর্তন হয় - হতে বাধ্য।

ব্যাখ্যা ভালো হয়েছে পোস্টে প্লাস।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২০

রামিসা রোজা বলেছেন:
ধন্যবাদ আপনাকে প্রথমেই চমৎকার অভিব্যক্তি পাওয়ার জন্য ।
কর্মে ও ভাগ্যে বিশ্বাসী কিন্তু মাঝেমধ্যে কোথায় যেন অনেক কিছু গরমিল হয়ে যায় । জীবন নিয়ন্ত্রণ করি অথবা জীবন আমাদের কে নিয়ন্ত্রণ করে হিসাব-নিকাশ আমার কাছে খুব কঠিন তবে আমি আত্মবিশ্বাসী । সময়ের সাথে অনেক কিছুই বদলে যায় অথবা আমরা নিজেরাই বদলাই প্রয়োজনে ।
আগামী বছর যদি বেঁচে থাকি , তাহলে ভাই আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ ।

আবারো ধন্যবাদ আপনাকে।

২| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


সব বাংগালী এই ধরণের কথা বলেন, ইহা আমাদের সংস্কৃতি, নতুন কিছু নয়।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৩

রামিসা রোজা বলেছেন:
আমি না হয় আমার মতো করেই বাঙালি কোন মানুষ হিসেবে পুরনো কিছু কথা বললাম ।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১০

নেওয়াজ আলি বলেছেন: গ্রামের মানুষ সহজ সরল । তারা অকৃত্রিমভাবে ভালোবাসে। কিন্তু গ্রামের মানুষকে দুর দুর করে

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৬

রামিসা রোজা বলেছেন:
যারা গ্রামের মানুষদের দুর দুর করে ,
আমি মনে করি তাদের কোনো শেকড় নেই এবং বড়ই দুর্ভাগা তারা ।
মন্তব্যে আপনাকে পেয়ে ভালো লাগল এবং ধন্যবাদ ।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২২

মনিরা সুলতানা বলেছেন: আপনি গ্রামে ওদের মত করে মিশবেন, দেখবেন আপনাকেই সবচাইতে বেশি ভালবাসবে।
চমৎকার লেখা।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৩

রামিসা রোজা বলেছেন:
আমাদের এখনো গ্রামে কিছু আত্মীয় আছেন যাদের আন্তরিকতা এবং আপ্যায়ন কোনদিনই ভুলবার নয় মনিরা আপা । আর একটি কথা না বললেই নয় যদিও গ্রামে এখন ঘরে ঘরে সিলিন্ডার গ্যাস কিন্তু মাটির চুলায় রান্না এবং সেই চুলার পাশে বসে খাওয়ার স্বাদ খুব অমৃত ।
মন্তব্যে আপনাকে পেয়ে অনেক ভালো লাগলো এবং আন্তরিক ধন্যবাদ ।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




রোজার ঈদে - কোরবানীর ঈদে ঢাকা শহরের এতো এতো মানুষ কেনো ঢাকা ছাড়েন? কেনো বাড়ির অভিমুখে এতো এতো কষ্ট করেও দৌড় দেন? কারণ, মাটির মায়া, আত্মীয় পরিজনের প্রতি মায়া মমতা ভালোবাসা। আমার বাড়ি হতে ট্রেন দেখতে পাই, দুই ঈদ সহ যে কোনো সরকারি বন্ধে মানুষ কিভাবে বাড়িতে যান তা আমি জানি।

মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকুক চিরো অম্লান চিরো অটুট।
আপনাকেও ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০০

রামিসা রোজা বলেছেন:
এজন্যই তো আমরা বাঙালি আর আমাদের মধ্যে এতো মায়া মমতা ।
ঈদে কতো কষ্ট করে শুধুমাত্র প্রিয়জনের সাথে ঈদ করার জন্য শহর থেকে লাখ লাখ মানুষ চলে যায় গ্রামে -- সঠিক বলেছেন এবং আমরাও এর ব্যতিক্রম নই ।
গ্রামে গিয়ে পুকুরে গোসল , মাটির চুলায় রান্না করা খাবার , গাছের ফরমালিন বিহীন শাকসবজি সর্বোপরি ওখানকার আত্মীয়দের
অন্তরের টানে মাটিতে মিশিয়ে নেয় ।
অনেক অনেক ভালো লাগলো ভাই আপনাকে আবারও মন্তব্যে পেয়ে এবং আমার আন্তরিক ধন্যবাদ নিন।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: সুন্দর উপলব্ধি।
মানুষের জীবনের সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে ভালোবাসা। মানুষকে শুধু ভালোবেসে যাওয়া উচিত। ভালোবাসার কাছে মানুষকে একদিন না একদিন নত স্বীকার করতেই হয়।

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১১

রামিসা রোজা বলেছেন:
চমৎকার মন্তব্যের জন্য আপনাকে শুরুতেই ধন্যবাদ।
ভালবাসার যত ব্যাখ্যা দাঁড় করাই না কেন , যারা মানুষ তারা অবশ্যই নত স্বীকার হবেই।
আসলেই , ভালোবাসা দিয়ে অনেক কিছুই জয় করা সম্ভব ।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: গ্রামের মানুষের ভালোবাসা থেকে শহরের মানুষদের অনেক কিছু শেখার আছে। আশা করি অচেনা মানুষের কাছ থেকে আপনার এই ভালবাসা পাওয়ার অনুভুতি আপনার স্রিতিতে চিরস্থায়ী হবে। পল্লী কবি জসিমুদ্দিনের আত্মজীবনী ( জীবনকথা) পড়ছি। সেখানে এই রকম অনেক ভালবাসার কথা তিনি বলে গেছেন।

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৩

রামিসা রোজা বলেছেন:
আন্তরিকতা ও ভালবাসার সাথে যে একাগ্রতা সেই সরল মানুষগুলো আসলেই অন্যরকম মনে হয় যেন অন্য মাটি দ্বারা তারা তৈরি । আমার ভালোলাগা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম এবং ধন্যবাদ জানবেন ।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি ওদের দেখে নাক সিটকাবেন আর ওরা আপনাকে ভাল ভালবাসবে,এটা গ্রামেও সম্ভব না ,শহরেও সম্ভব না।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪২

রামিসা রোজা বলেছেন:
আপনার মন্তব্যো বুঝতে পারলাম না ।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪২

মোহামমদ কামরুজজামান বলেছেন: চমতকার উপলব্ধি।

শেষ লাইনেই এক কথায় সব বলে দিয়েছেন,"আলহামদুলিললাহ,যা পেয়েছি তোমার দরবারে ঢের পেয়েছি"।এই আলহামদুলিললাহ বলতে পারাই সকল না পাওয়ার বেদনা ঘুচিয়ে দেয়।

তারপরও আললাহ সবকিছুরই যথাসময়ে ও সঠিক বিনিময় দেন তা ভাল মন্দ যাই হোক না কেন । তবে আমরা যেভাবে বা যখন চাই তখন বা সেভাবে হয়ত পাওয়া যায়না,এই যা।

আর কাউকে ভালবাসলে বা তার জন্য গলা পানিতে নামলেই যে তার কাছ থেকে প্রতিদান পাওয়া যাবে এমন নয় তবে সেটা অবশ্যই ফেরত পাওয়া যাবে অন্য কারো কাছ থেকে অন্য কোথাও।

০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮

রামিসা রোজা বলেছেন:
আমাদের জীবনের অনেক কিছুতেই জানি সফলতা আসে না বা যেভাবে যেটা চাই সেভাবে সেটা হয়তো হয়ে ওঠে না । কিন্তু তারপরও আমি মনে করি ধৈর্যসহকারে আল্লাহর উপর ভরসা রেখে নিজের বুদ্ধিমত্তা অনুযায়ী সামনের দিকে এগুনোই বুদ্ধিমানের কাজ । ভাগ্য বলে যা আছে তা তো ফেলতে পারিনা ।
আপনার এতো চমৎকার মন্তব্যে আমি অনুপ্রাণিত হলাম এবং ধন্যবাদ ।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালবাসা মনে হয় এমনই কখন কার থেকে পাওয়া যাবে বলা ‍মুশকিল।

০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০০

রামিসা রোজা বলেছেন:
হয়তো তাই !!
সুন্দর মন্তব্যের জন্য অনেক ভালোলাগা ও ধন্যবাদ ।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন সুস্থ থাকুন,। করোনা থেকে সাবধান থাকুন।

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৫

রামিসা রোজা বলেছেন:
আবারো ফিরে এসে ধন্যবাদ জানানোর জন্য আপনাকেও আমার ধন্যবাদ ।
পরিবারের সকলকে নিয়ে সুস্থ ও ভালো এবং থাকুন ।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৩

ফয়সাল রকি বলেছেন: ভালো উপলব্ধি।

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৬

রামিসা রোজা বলেছেন:
সময় করে এসে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি ভাগ্যবান যে গ্রামে আপনি অগাধ ভালোবাসা পেয়েছেন। পছন্দের দই পিঠে খাইয়ে যার প্রমাণ রেখেছেন। একনম্বর কমেন্টে ঠাকুর মাহমুদ ভাই খুব ভালো কথা বলেছেন।
মোটের উপর পোস্টে ভালোলাগা। আপনার সুন্দর উপলব্ধিকে জানাই সম্মান। পোস্টে লাইক।
শুভেচ্ছা জানবেন।

০৯ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

রামিসা রোজা বলেছেন:
জীবনে যাদের কাছ থেকে প্রাপ্ত ও প্রত্যাশিত ভালোবাসা পাওয়ার কথা ছিলো তার চেয়ে অনেকগুণ বেশি পেয়েছি অন্য কোন আপনজনদের দারা । আমাদের বাংলাদেশের গ্রামীণ সমাজের আন্তরিকতা তুলনাহীন । প্রথম কমেন্ট এর সাথে সমর্থন করায় আপনাকে ধন্যবাদ ।

আপনার চমৎকার মন্তব্যে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫২

ওমেরা বলেছেন: নিজ ভালো তো জগত ভালো একটা কথা আছে মনে হয়। শহর আর গ্রাম আপনি ভালোবাসলে সবাই আপনাকে ভালোবাসবে। ভালোলাগা লিখায়।

০৯ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪০

রামিসা রোজা বলেছেন:
আপনি সরল মনের অধিকারী তাই সুন্দর মন্তব্য করেছেন ।
আপনার উপস্থিতি আমার খুব ভালো লাগে , শুভকামনা রইলো ।

১৫| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১০

প্রামানিক বলেছেন: গ্রামের মানুষের ভালোবাসা পেতে হলে গ্রামের মানুষের মতই সবার সাথে আপন হতে হয় তাহলে আর অসুবিধা থাকে না। ধন্যবাদ লেখাটির জন্য।

১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৪

রামিসা রোজা বলেছেন:
স্বাগত আপনাকে !!
আপনার মূল্যবান উপলব্ধি ও সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ । ভালো থাকুন সবসময় ।

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১২

ঢুকিচেপা বলেছেন: রিটার্ন পাওয়ার যে ধারণা আপনার মনে তৈরী হয়েছে সেটা বাস্তব। আত্মীয় নন বা অপরিচিত মানুষের কাছ থেকে বিভিন্ন সময় সহযোগীতা পাই।
বর্তমান গ্রামকে আমি মিনি শহর বলে থাকি, তারপরও গ্রামের লোকজন সরল এবং অতিথিপরায়ণ। এই সরল লোকগুলো গ্রামে শষ্য ফলায় বলে আমরা আরামে খাই অথচ এই মানুষগুলো যখন শহরে আসে তখন আমরাই তাদের ঠকাই।

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৯

রামিসা রোজা বলেছেন:
অনেক ক্ষেত্রে দেখবেন নিজের সবচেয়ে কাছের ও আপন মানুষরাই বেইমানি করে অথচ পর কিংবা একটু দূরের মানুষকে আপনি যা দিবেন তার থেকে ক্ষেত্রবিশেষ ফলাফল ভালো হয়ে থাকে । আর আমাদের গ্রামের মানুষের মন মানসিকতা সবুজের মতো স্নিগ্ধ ।
শহরের ইট পাথরের মত এরা কখনোই এত শক্ত হবে না ।
ভালোলাগলো আপনাকে পেয়ে এবং ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানবেন।

১৭| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: "আমাদের প্রয়োজন শুধু উপলব্ধি করার" - এটাই মূল কথা, কিন্তু আমাদের মধ্যে খুব কম লোকই এটা করে থাকেন।

"ভালোবাসা কখনো বিফলে যায় না" - সত্য কথা।

পোস্টে সপ্তম ভাললাগা। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.