নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্রের যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনে তেমনি জোয়ার ভাটা আছে। সমুদ্রের এদিক টার সাথে মানুষের জীবনের বড্ড মিল খুঁজে পাই ...

রামিসা রোজা

রামিসা রোজা › বিস্তারিত পোস্টঃ

আরো একটু সচেতন হই ...

১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩১



দু'দিন যাবত ঢাকায় বেশ ঠান্ডা পড়েছে । গতকাল বিকেলে হাঁটতে বের হয়ে বেশকিছু বিষয় লক্ষ্য করলাম যা আমাকে
ভাবিয়ে তুললো আসলেই আমরা করোনার চেয়ে শক্তিশালী । ছোট ছোট কয়েকটি ঘটনা আমাকে রীতিমতো হতবাক করে
তুললো যদিও মনে হল যে এরকম তো হচ্ছে তাতে আমার কি ? একজন মধ্যবয়স্ক লোক কে দেখলাম রাস্তায় চা পান
সিগারেট নিয়ে হেঁটে বিক্রি করছেন। তখন দুজন ক্রেতা সেই চা'ওয়ালা কাছ থেকে দুজন দুটো সিগারেট নিলেন ।
দু'জনেই ফোনে কথা বলছিলেন তাই চা বিক্রেতা সিগারেটের প্যাকেট খুলে নিজ হাতে দুজনকে দু পিস সিগারেট দিলেন।
চা-বিক্রেতা যেখানে সিগারেটটা ধরলেন ঠিক সে জায়গাতেই ধূমপান করা হয় । অথচ এই চা বিক্রেতা কতজন কে চা ,
পান , সিগারেটখাওয়াচ্ছেন টাকা লেনদেন করছেন । সে ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা দুইজন ব্যক্তির সচেতন হওয়া উচিত
চা বিক্রেতা ক্ষুদ্র ব্যবসায়ী উনার তো একটা কিছু করে খেতে হবে । এখন শীতকাল রাস্তার মোড়ে মোড়ে ভাপা পিঠা চিতই
পিঠা অহরহ বিক্রি হচ্ছে দেখলাম কেউই সচেতন নয়, যিনি বিক্রি করছেন এবং যিনি কিনছেন । আমি নিজেও রাস্তার
মুড়ি , চটপটি ফুচকা এসব খেতে পছন্দ করি কিন্তু এখন আর খাইনা । এই ক্ষুদ্র ব্যবসায়ীদের অসচেতনতা হয়তো চোখে পড়ায় একটু খারাপ লাগছে কিন্তু অনলাইনে খাবার অর্ডার করে খাচ্ছি, রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি আমরা হতে দেখছি না সেখানে আমরা কতটুকু নিরাপদ খাবার খাচ্ছি ।
করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশে আগের কঠোরতা আর নেই। করোনাভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণ করার আগেই ব্যবসায়ীদের চাপে গার্মেন্ট ফ্যাক্টরি খুলে দেওয়া, লকডাউন তুলে নেওয়া, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব সাধারণ মানুষ কর্তৃক মেনে না চলা, কথায় বলে- কেউ দেখে শিখে, কেউ ঠেকে শিখে। আমরা দেখে শিখিনি, ঠেকেও শিখিনি।
গ্রামের মানুষের মধ্যে অসচেতনতার মাত্রা অনেক বেশি। অন্য সময়ের মতোই অপ্রয়োজনে ঘুরে বেড়াচ্ছে এবং আড্ডা দিচ্ছে। তারা হয়তো এই ভাইরাসের ভয়াবহতা এখনো উপলব্ধি করতে পারেনি অথবা যা হওয়ার হবে এই মনোভাব।
শহুরে মানুষ কোভিড-১৯–এর বিষয়ে তুলনামূলকভাবে সচেতন এবং বেশ আতঙ্কগ্রস্ত। আতঙ্ক থেকে সচেতনতা বৃদ্ধি পাওয়া খুবই ভালো, কিন্তু আতঙ্কিত হয়ে এমন কোনো কিছু করা উচিত না যেন অন্যের কষ্ট ও ভোগান্তি দুটোই বাড়ে। বাংলাদেশে এখন মাস্ক ও স্যানিটাইজারের রমরমা ব্যবসা চলছে৷ সাধারণ মানুষ করোনা থেকে বাঁচতে বিভিন্ন ধরনের মাস্ককে উপায় হিসেবে বিবেচনা করছেন৷ আর হাত পরিষ্কার রাখার জন্য সানিটাইজার৷
আসুন নিজে সচেতন হই, অন্যকে সুস্থ রাখতে সাহায্য করি; প্রত্যেকেই যার যার অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করি এবং ঐক্যবদ্ধভাবে কোভিড-১৯ মোকাবিলা করি। আর সবশেষে টিকার জন্য অধীর অপেক্ষায় আছি ।

ছবি : গুগল

মন্তব্য ৪৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: সামাজিক সচেতনতামূলক পোস্টের জন্য ধন্যবাদ। আসলে করোনার ব্যাপারে সচেতন হতে তেমন টাকা পয়সা খরচ হয় না। গরীবদের একটু সমস্যা হয়তো হয়। সরকার গরীব মানুষদের জন্য বিনা মূল্যে প্রচুর মাস্ক বিলি করতে পারতো। সেনিটাইজার কম দামে দিতে পারতো। ওষুধ কোম্পানিগুলি তাদের প্রমোশনাল বাজেট থেকে তাদের লোগো সহ মাস্ক ফ্রী দিতে পারতো। এখন আমাদের সচেতনতা বজায় রেখে অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। করোনা আর অভাব দুইটা থেকেই বাচতে শিখতে হবে।

১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৬

রামিসা রোজা বলেছেন:
সম্পূর্ণ লকডাউন থাকা অবস্থায় সরকারি / বেসরকারী প্রতিষ্ঠান / ব্যক্তিগত উদ্যোগে যা সাহায্য বিতরণ করা হয়েছিল তাকে পেয়েছে আবার কেউ এখান থেকেই অনেকাংশে দুর্নীতি করেছে । আমরা আশা করি অনেকটাই দুর্যোগ কাটিয়ে উঠতে পেরেছি এখন শুধু কিছুটা সচেতনতা অবলম্বন করলেই বেঁচে যাই।
এখনো অনেকাংশ লোক রাস্তাঘাটে মাক্স ব্যবহার করেনা । মনে হয় না আর মাস্ক/ সেনিটাইজার বিতরণ করা হবে ।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য ।

২| ১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:




সচেতনতা কি কেনো কিভাবে তা হয়তো আমরা এখনও বুঝতে শিখিনি জানিও না। আর পাঠ্য বইয়ে তো মাশাল্লাহ এসব বিষয়ে কিছুই লেখা নেই। আমরা শিখবো কার কাছে? জাতি হিসেবে আমরা মূর্খ ছিলাম আজোও তাই আছি। মূর্খ থাকবো চিরোকাল।

১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৮

রামিসা রোজা বলেছেন:
ধর্মীয় বিশ্বাসে আমি নিজেও বিশ্বাসী । কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা কথায় কথায় ধর্মের দোহাই দেখায় তখন মনে হয় সচেতনতা বলতে কিছুই নাই ।
ধন্যবাদ আপনাকে , ভালো থাকুন ।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০২

ইসিয়াক বলেছেন: আসুন সচেতন হই।নিজে বাঁচি অপরকে বাঁচাই।

১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

রামিসা রোজা বলেছেন:
হ্যাঁ সেটাই অন্তত এক পক্ষ সচেতন হয়ে আরেক পক্ষকে সচেতন করি ।
অনেক ধন্যবাদ আপনাকে ।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৩

মো. বাকীবিল্লাহ বলেছেন: কিছুদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। মাস্কপরা দেখে অনেকে মনে করেছে আমি অসুস্থ!!!

১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

রামিসা রোজা বলেছেন:

হা হা তাইতো গ্রামে আবার করোনা কি? কিছুদিন আগে আমিও গিয়েছিলাম গ্রামে সেখানে স্বঘোষিত করেছে গ্রাম করোনামুক্ত ।
ধন্যবাদ আপনাকে ।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



আমাদের সমাজে পাঠান-মুল্লুক ও মগের মুল্লুকের সমন্ময় ঘটেছে

১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৫

রামিসা রোজা বলেছেন:
কি আর করা আমরা গরিব দেশের মানুষ , মাস্ক পড়তে না কি শরম লাগে

৬| ১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

খায়রুল আহসান বলেছেন: সমাজ সচেতনতামূলক পোস্টের জন্য আন্তরিক ধন্যবাদ।
ব্যক্তিগতভাবে প্রত্যেকের একটু একটু করে সচেতনতা এবং সতর্কতা সামষ্টিকভাবে সমাজকে করোনার থাবা থেকে রক্ষা করতে সহায়ক হবে।
হাঁটার সময় আমিও চারপাশের অনেক কিছু দেখি, দেখতে ভালবাসি, সেসব নিয়ে লিখতেও ভালবাসি। এ ব্লগে আমার হাঁটার সময়ে দেখা দৃশ্যাবলী, মানুষের কথোপকথন নিয়ে কিছু পোস্ট আছে।
পোস্টে তৃতীয় ভাল লাগা + +।

১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৭

রামিসা রোজা বলেছেন:
যারা প্রতিটা মুহূর্তে জীবনের সাথে বেঁচে থাকার জন্য সংগ্রাম করছেন তাদের জন্য খুব কষ্ট ও মায়া হয় ।
ব্যক্তিগতভাবে প্রত্যেকের একটু একটু করে সচেতনতা এবং সতর্কতা সামষ্টিকভাবে সমাজকে করোনার থাবা থেকে রক্ষা করতে সহায়ক হবে --- জ্বি আপনার সাথে সহমত ।
সময় করে আপনার সেই পোস্ট গুলো অবশ্যই পড়ে নিবো ।
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম এবং আন্তরিক ধন্যবাদ জানবেন।

৭| ১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

কল্পদ্রুম বলেছেন: করোনার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটাই বদলে গেছে। আমরা এর বিপদটা এখন আর অনুভব করতে পারছি। যারা লিডিং পর্যায়ে ছিলেন তাদের গাফিলতিতে এই অবস্থা।

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:২৩

রামিসা রোজা বলেছেন:
লিডিং পর্যায়ের লোকজন অনেক আগেই ঘোষণা দিয়েছেন " আমরা করোনার চেয়ে শক্তিশালী"
অথচ তখনও করোনা নিয়ন্ত্রণে আসে নাই ।
আর সাধারণ জনগণকে বিপদের মুখে ঠেলে দিয়ে ,
উচ্চ মুনাফালোভী ব্যবসায়ীদের দৌরাত্ম্য ছিলো চোখে পড়ার মতো ।
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ।

৮| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৩

মিরোরডডল বলেছেন:



পিঠা বিক্রেতা বা চা ওয়ালা কতটুকুইবা জানে বা বোঝে, যেখানে শিক্ষিত সমাজের অনেকেই সচেতন না । আসলে প্রায় একবছর হতে চললোতো, তাই মানুষ এখন আর কনোকিছুই সেইভাবে মেইনটেইন করছে না । বলতে পারো অনেকটা গিভআপ করেছে । যদিও এটা ঠিক না । নিজের ভালোর জন্য সবার জন্য মাস্ট সচেতন হতে হবে ।



২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৩

রামিসা রোজা বলেছেন:
যেখানে শিক্ষিত সমাজের অনেকেই সচেতন না সেখানে আমাদের এই কষ্ট করে খেটে খাওয়া মানুষ আর কতটুকু সচেতন হবে , ঠিকই কথাটি আমি বলতে চেয়েছি ।
নিজের ভালোর জন্য সবার জন্য মাস্ট সচেতন হতে হবে --- সহমত ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

৯| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৭

ঢুকিচেপা বলেছেন: বর্তমান অবস্থায় অল্প কিছু মানুষের মুখে মাস্ক দেখে মনে হয় করোনাকাল চলছে, তাছাড়া সব আগের মতই।

কিছুদিন আগে কোথায় যেন পড়লাম, করোনার ভয়ঙ্কর রূপ নিম্নগামী হওয়ায় ৫ টাকায় ৩টা মাস্ক পাওয়া যাচ্ছে। আগে যার দাম ছিল ৩০-৬০ টাকা।

যাইহোক চোখ বন্ধ করে থাকুন, আমাদের সাহস দেখে করোনা পালাবে।

“ আর সবশেষে টিকার জন্য অধীর অপেক্ষায় আছি ।”
আপনার কপালটা মাপ দিয়ে জানায়েন।

২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৬

রামিসা রোজা বলেছেন:
মাস্ক নিয়ে এত মজার তথ্য কোথায় পান বলেন
তো ? আপনার কাছ থেকে বরাবরই ব্যতিক্রমধর্মী মন্তব্য পাই আমার খুব ভালো লাগে ।
করোনা আমাদেরকে ভয় পেয়ে চলে গেছে কিন্তু সামনে আসছে টিকা নিয়ে নতুন চমক কারণ এই কপালে টিকা নামক মুকুট কবে জুটবে কে জানে?
ধন্যবাদ আপনাকে আর টিকা নেয়ার আগ পর্যন্ত করোনা মুক্ত থাকুন এই শুভকামনা রইলো ।

১০| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২৮

নেওয়াজ আলি বলেছেন: এখন মানুষ মনে হয় ভুলে গিয়েছে যে একটা মহামারীর ভিতর আছে। মানুষও করবে আজ পৌরসভা নির্বাচন দেখলাম । মারামারি করলে সচেতন হয়ে কি হবে আর।

২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৮

রামিসা রোজা বলেছেন:
এখন তো তাও আগের তুলনায় আমাদের দেশের অবস্থা অনেক ভালো । কিন্তু যখন মহামারী আকারে ছিলো তখনো একপক্ষ কিন্তু উদাসীন ছিলো । ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১১| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: সেদিন চাঁদগাজী এক পোষ্টে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, দেশের মানুষ যদি ঠিক মতো নিয়ম মেনে মাস্ক পড়তো তাহলে টিকার দরকার হত না।

এই ঢাকা শহরের মানুষ গুলো প্রচন্ড অসভ্য।

২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:১০

রামিসা রোজা বলেছেন:

অধিকাংশ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সচেতনতা নাই বললেই চলে ।
ধন্যবাদ আপনাকে ।

১২| ১৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ নেওয়াজ আলী ভাই- মারামারি করলেও মাস্ক লাগিয়ে, করোনা সচেতনতা বজায় রেখে, হ্যান্ড সেনিটাইজার হাতে মেখে মারামারি করতে হবে।

১৩| ১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জন সচেতনতামূলক পোস্ট। যা বড্ড প্রয়োজন।

২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:১১

রামিসা রোজা বলেছেন:

লেখাটি পড়ার ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকুন সবসময় ।

১৪| ১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৮

ভুয়া মফিজ বলেছেন: আপনার আহ্বান ঠিক আছে। তবে একটা ব্যাপার আমাদের সবাইকে আগে বুঝতে হবে। যেই দেশের কর্তাব্যক্তিরা ঠিক না, সেই দেশে জনগন কোনদিনও ঠিক হবে না। কোন দেশে, কোন কালেই জনগনের আগে ঠিক হওয়ার নজির নাই।

শক্ত আইন আর আইনের সঠিক প্রয়োগই হলো চাবি-কাঠি।

২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৭

রামিসা রোজা বলেছেন:
শক্ত আইন আর আইনের সঠিক প্রয়োগই হলো চাবি-কাঠি ---সহমত । তবে কর্তা ব্যক্তিরা ওই
কঠিন সময়ে বিদেশে চলে যেতে পারেন নাই।
এ বিষয়ে সঠিক আইনের প্রয়োগ হবে বলে মনে
হয় না আর যদিও হয় তাতে থাকবে দুর্নীতিতেও এগিয়ে। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

১৫| ১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:২১

রানার ব্লগ বলেছেন: আইন করুন মাস্ক না পরে বাড়ির বাহির হলে ১০০০ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদণ্ড , শুধু আইন করলেই হবে না আইন করে এর বাস্তবায়ন করুন কঠোর ভাবে, রাস্তায় প্রায় দেখা যায় সার্জেন্টরা মাস্ক ছাড়া,

দেখবেন মাস্ক ছাড়া মানূষ পাওয়া দুস্কর হয়ে যাবে।

২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:২০

রামিসা রোজা বলেছেন:

কিছুদিন আগেও বেশ প্রচলিত ছিলো "নো মাস্ক নো সার্ভিস" অথচ দেখেন ক'জন মানছে এই নিয়ম ?
শুধু সার্জেন্ট কেন, পোশাকে ভালো ভদ্র বেশি লোকজন মাক্স ব্যবহার করেনা । কঠোর আইন করা উচিত ছিলো প্রথম থেকেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ।

১৬| ১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৯

করুণাধারা বলেছেন: সচেতনতা বাড়ানোর কোন বিকল্প নেই। কিন্তু কাকে বলবো? আমার দোকানে যাওয়া হয় শুধু ওষুধ কিনতে। সবসময় দেখেছি সেলসম্যানরা থুতনিতে মাস্ক নামিয়ে রাখে। আমি বলি মাস্ক পড়ার পর ওষুধের অর্ডার দেব...

সচেতনতা মূলক এই পোস্টের জন্য অনেক ধন্যবাদ রামিসা রোজা।

২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:২১

রামিসা রোজা বলেছেন:
আপা ,
ফার্মেসির সেলসম্যানদের এই তান্ডব দেখে আমিও অবাক হয়েছি । এরা অন্তত এতো নিশ্চিত হয় কিভাবে করোনা পেশেন্ট দোকানের নাও আসতে পারে ? সুন্দর একটি উদাহরণ দিয়েছেন ।
কিছু সামান্য সংখ্যক ব্যক্তি ছাড়া সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে আমাদের।
ভালো লাগলো আপনাকে মন্তব্য পেয়ে এবং ভালো থাকুন সব সময় ।

১৭| ১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গ্রামে গিয়ে দেখি কেউ মাস্ক পড়ছেনা করোনা নামের মহামারি যে দুনিয়াতে আছে কেউ যেন জানেনা, শুনেনাই এমনভাবে চলছে সবাই। সচেতনতা খুবই কম শহর এলাকা ছাড়া।

২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৩

রামিসা রোজা বলেছেন:
২ নও প্রতিমন্তব্যে ঠিক এ কথাটাই আমিও বলেছি ।
ভাই কিছুদিন আগে আমিও গ্রামে গিয়েছিলাম , গিয়ে মনে হল না দেশে করোনা বলতে কিছু আছে।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

১৮| ১৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০২

নীল আকাশ বলেছেন: সামাজিক সচেতনতামূলক পোস্টের জন্য ধন্যবাদ। আসলে করোনার ব্যাপারে এইদেশের মানুষ একেবারেই সচেতন নয়। সরকার আইন করে এইসব জনগনকে শেখাতে পারবে না। এইসব লোকজন তো দূরের কথা শিক্ষিত সমাজের অনেকেই সচেতন না। সুন্দর জনসচেতনতামূলক একটা পোস্ট লিখেছেন।

প্রবন্ধ লেখার সময়ে প্যারাগুলির মাঝে একলাইন হলেও গ্যাপ দেবেন। প্রেজেন্টেশন সুন্দর হবে এবং পাঠকদের পড়তেও সুবিধা হবে। লেখা আরো সুন্দর করার জন্য সরকারী স্বাস্থবিধিগুলি দিয়ে দিলে আরো ভালো হতো।
শুভ কামনা রইলো।


২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩০

রামিসা রোজা বলেছেন:
আমাদের দেশে যদি আইনের শাসন সঠিকভাবে প্রয়োগ হতো তাহলে আইন সবাই মেনে চলতো।
এদেশের অন্তত সচেতনতার জন্য আইন তৈরী করে কোন লাভ হবে না , সেটা ভাই বুঝি ।
অনেক মূর্খ গরিব মানুষদের চেয়ে বেশি আফসোস ,
কিছু শিক্ষিত জনগোষ্ঠীর চলাফেরা দেখে ।
আমি ভেবেছিলাম একবার প্যারা করে লিখি কিন্তু ছোট লেখা তাই আসলে বুঝতে পারি নাই।
টিপস দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ ।
অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে
এবং সবসময় ভালো থাকুন ।

১৯| ১৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ সচেতনতামূলক এ পোস্টের জন্য।

নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন হতে বলি।আমাদের সবারই সচেতন হওয়া খুব জরুরী।

২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩২

রামিসা রোজা বলেছেন:
এখনো দেশ সম্পূর্ণ করোনা মুক্ত হয় নাই কবে হবে তা আমরা কেউই জানিনা । অবশ্যই একপক্ষকে অন্তত সচেতন হয়ে অন্যদেরকেও সচেতন করতে হবে । মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২০| ১৯ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৩

স্প্যানকড বলেছেন: যে দেশে কোটি টাকার নিয়ন পুড়ে তার নীচে একজন নারী হয় বেশ্যা! সে দেশে সচেতনতা বিষয় টা কিরম হলো না!
সাধারণ গরীব মাইনষের কথা বাদ দেন বহু শিক্ষিত মানহুশ কতটা মানে সোশ্যাল ডিসটান্সিং? ভালো থাইকেন।

২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪২

রামিসা রোজা বলেছেন:
সব নারী খারাপ হয় না । এতো অশালীন উদাহরণ টেনে আনলেন কেন ?

২১| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:০৬

রামিসা রোজা বলেছেন:
আমি অত্যন্ত কষ্টের সাথে জানাচ্ছি জানুয়ারীর সতের
তারিখে আমার মামা মারা গিয়েছেন এবং সেজন্যই আমি
ব্লগে উপস্থিত হতে পারি নাই। আপনাদের অনেকের মন্তব্যের
উত্তর সঠিক সময়ে দিতে পারি নাই সে জন্য আমি আন্তরিক
ভাবে দুঃখিত ।

২২| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:২৯

ঢুকিচেপা বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
খুবই দুঃখজনক!
আপনার এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।
করুণাময় আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করুন।

২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৫

রামিসা রোজা বলেছেন:
হার্টের রিং পরানো ছিলো অনেক আগ থেকেই ,
কিন্তু তারপরও মামা সুস্থ ছিলেন । হঠাৎ করে মারা গেলেন এখনো বিশ্বাস হচ্ছে না । দোয়া করবেন।

২৩| ২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৪

মনিরা সুলতানা বলেছেন: আর বইলেন না, আমি হতাশ।
আল্লাহ আমাদের সবাই কে নিরাপদে রাখুন।

২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৩

রামিসা রোজা বলেছেন:
আসলেই আপা আল্লাহর অশেষ রহমত আছে আমাদের উপর এটা মানতেই হয় ।
ভালো থাকুন সবসময় , ধন্যবাদ ।

২৪| ২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৯

শায়মা বলেছেন: রামিসামনি

ভয়ে আছি কখন স্কুল খুলে দেয় করোনার মধ্যে।:(

২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৬

রামিসা রোজা বলেছেন:
ভয় পেয়েন না আপু স্কুল মনে হয় আপাতত স্কুল খুলবে না ,
দোয়া রইলো ।

২৫| ২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২১

পদাতিক চৌধুরি বলেছেন: সচেতনতা মূলক পোস্ট। ধন্যবাদ আপু আপনাকে। কিন্তু প্রতিমন্তব্যের মধ্যে দেখলাম আপনার এক মামা না ফেরার দেশে চলে গেছেন। উনার মাগফিরাত কামনা করি।

সাবধানে থাকবেন আপু।
শুভেচ্ছা নিয়েন।

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১০

রামিসা রোজা বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ লেখাটি পড়ার ও মন্তব্য করার জন্য । হঠাৎ মৃত্যু খুব কষ্টদায়কবলে বুঝাতে পারবো না।
দোয়া করবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.