নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্রের যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনে তেমনি জোয়ার ভাটা আছে। সমুদ্রের এদিক টার সাথে মানুষের জীবনের বড্ড মিল খুঁজে পাই ...

রামিসা রোজা

রামিসা রোজা › বিস্তারিত পোস্টঃ

আপন মনের ভাবনাগুলো...

২৮ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:০৮



সূর্যের বিপরীতে আলোকিত হয়ে ভালোবাসা ছড়িয়ে দেয়া মানুষ আমরা....ভালোবাসতে জানি আবার কোথায় থামতে হবে
তাও জানি । তাই জীবনের সাদা/কালো মুহূর্তগুলো প্রত্যেককে ঘিরে ধরতে চাইবে...ততোই নিজেকে আলোকিত করে
ফেলতে পারি সূর্যের মতো । জীবন যতোই রং দেখাক,সে রংকে নিজের রংয়ে রাঙিয়ে তোলার শক্তি নিজের মাঝে ধারণ
করার ক্ষমতা রাখি ।সূর্য নিজেও ভোরবেলা দুর্বল থাকে, ধীরে ধীরে তার শক্তি সঞ্চার করে।তেমনি কষ্ট পেয়ে নিজেকে
তৈরী করে বীরের মতো মাথা উঁচু করে যাতে বাঁচি ।

সবার জন্য সব করেন কিন্তু নিজের জন্য কতটুকু সময় দেন? বলুন তো !!!
নিজের মাঝের আমি টাকে বাঁচিয়ে রাখতে হয় । কখনো কখনো জীবনে এতো মানুষের ভিড়ে নিজেকে সময় দিতে হয় । নিজের জন্য মন খুলে বাঁচতে হয় । এতো শব্দের ভিড়ে নিজের মনের আওয়াজ শুনতে সময় দিতে হয় । নিজেকে নিজে সামলানো জানতে হয় । তবেই তো আমরা অন্যের দৃষ্টিভঙ্গীকে ধারণ করতে পারবো । অন্যের চোখে নিজেকে দেখতে যাওয়া কি বোকামী না ? আমি আমার সাথে সারাক্ষন থাকছি তাহলে আমার চাইতে আমাকে আর কে বেশি চিনবে ? অন্য কে বেশি ভালোবাসতে পারবে ? এই নিজেকে সুবিবেচনাপ্রসূত নিয়ন্ত্রণ করে নেয়া শিখে আমরা তখনই আমরা আমাদের সব কষ্টকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারি । এতো দ্রুত তখন মুড্ সুইংও হবেনা,নিজেকে একাও লাগবেনা, হতাশাও আসবেনা কিংবা কারো অবহেলায় পড়েও যেতে হবেনা ।
কারণ আমার সাথে আমার সখ্যতা যতো বেশি শক্ত,ততোই শক্ত আমার অস্তিত্বের বৃত্ত।
তাই নয় কি ? নিজের সাথে নিজের কানেকশন যদি শক্ত থাকে , তবেই বলতে পারি "আমি আমাকে ভালোবাসি " ‌।


ছবি : গুগল থেকে

মন্তব্য ৩৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার সবচেয়ে আপন কে?
উত্তরঃ আপনি নিজে।

যিনি নিজেকে ভালোবাসতে জানেন তিনি পরিবার, সমাজ, দেশকে ভালোবাসতে জানেন। নিজেকে নিজে উপলব্দি করতে পারা জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা। ভালো লিখেছেন, ধন্যবাদ। +++

২৮ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:২১

রামিসা রোজা বলেছেন:
শুভ সকাল ।
আপনার চমৎকার মন্তব্যের অনুপ্রাণিত হ'লাম ।
জীবনের পথ সব সময়ই কঠিন। যদি নিজের ওপর বিশ্বাস না রাখতে পারি , তাহলে এগিয়ে যাওয়া হবে খুবই কঠিন।
ধন্যবাদ সহকারে কৃতজ্ঞতা জানবেন ।

২| ২৮ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কবি যে বলে গেছেন,‘আপনাকে লয়ে বিব্রত রহিতে———।’এটা ঠিক যে এখন আর সেই যুগ নাই।
প্রত্যেকেই যদি পরের চিন্তা করতাম তা হলেই মনে হয় ভাল হতো।তবে সেটা হতে হবে যুক্তিপূর্ণ।

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৫

রামিসা রোজা বলেছেন:
আপনি আপনার অবস্থান থেকে দ্বিধামুক্ত মনে নিজের প্রতি অবিচার না করে অন্য চিন্তা করা তো দোষের কিছু নয়।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য ।

৩| ২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম নিজেকে ভালোবাসতে হয়
সময় দিতে হয়

যদিও বেশির ভাগ মেয়েরা নিজেদের সময় দেয় না। সকল আনন্দ ইচ্ছে সংসারে জলাঞ্জলি দিয়ে দেয়

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৭

রামিসা রোজা বলেছেন:
কাজে দক্ষতা, সময়ানুবর্তীতা, সাংসারিক জীবন আপনার ভালো দিকের তালিকা অনেকটাই দীর্ঘ। তবে সবকিছু ছাপিয়ে নিজের জন্য আলাদা সময় বের করে নিয়ে নিজেকেও কিছুটা সময় দেয়া দরকার ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ভালোলাগা সহ কৃতজ্ঞতা ।

৪| ২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩১

নীল আকাশ বলেছেন: লেখার মূল বক্তব্যের সাথে স হ ম ত।
কেউ নিজেকেই ভালোবাসতে না পারলে, আরেকজনকে পারবে কিভাবে?

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২৬

রামিসা রোজা বলেছেন:
কোনো খারাপ কিছু ঘটলেই নিজেকে খুবই একা মনে হয়, নিজের চিন্তাভাবনা, বিশ্বাসের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেন অনেকে। নিজের অসফলতা বা ব্যর্থতার ঘটনাগুলো খুঁজে বের করা একদমই সহজ। তাই সব কিছুর অভিজ্ঞতা মনে সঞ্চয় করে নিজেকে নিজের ভালোবাসতেই হবে ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো।

৫| ২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: হাজারো মানুষের মনের কথা লিখেছেন।

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৭

রামিসা রোজা বলেছেন:
আমি আমার মতো করে ভেবেছি তাই লিখেছি ।
ধন্যবাদ আপনাকে ।

৬| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: আত্মসমালোচনা কিংবা আত্মমূল্যায়ন করে নিজেরকে পুনর্গঠন করতে পারলে মনে করতাম মানব জীবন সার্থক। তবে মানুষ সবচেয়ে বেশি নিজেকে যে ভালোবাসে, এটাই কারো জীবনের মূখ্য।
পোস্টে ভালোলাগা।
শুভেচ্ছা জানবেন।

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৯

রামিসা রোজা বলেছেন:
আত্মসমালোচনা কিংবা আত্মমূল্যায়ন করে নিজেকে শুধরে নেয়া যায় । কিন্তু নিজের কট্টর সমালোচক হয়ে নয় বরং নিজের প্রতি সহানুভূতিশীল হয়ে নিজেকে সাহায্য করাই উত্তম।
আর নিজর প্রতি অবিচার না করে অবশ্যই ভালোবাসা উচিত নিজেকে ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানবেন ।

৭| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৯

নেওয়াজ আলি বলেছেন: সাধারণ মানুষের সাধারণ ভাবনা। সহজ সরল ভাবনা

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫২

রামিসা রোজা বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদসহ কৃতজ্ঞতা রইলো ।

৮| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আত্মউন্নয়নের বইয়ে ছোটকালে পড়তাম যে আত্মপ্রেম খুব দরকার। অনেক নিজের মূল্য বুঝতে পারে না। তাই মানুষের ভিড়ে নিজের জন্য সময় প্রয়োজন। তবে এর বিপরীতে কিছু মানুষ আছে যাদের আত্মপ্রেম নিজের ও সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে যায়। এই রোগের নাম নারসিসিজম। হিটলার, সাদ্দাম হোসেন, ডোনালড ট্রাম্প, গাদ্দাফি, চার্চিল, এল্ভিস প্রিসলি, পাবলো পিকাসো এরা নিজেদের এতো বেশী ভালবাসতেন যে অন্যের কথাকে গুরুত্ব দেয়ার প্রয়োজন বোধ করতেন না। তাই আত্মপ্রেমের ভারসাম্য থাকা প্রয়োজন।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১৪

রামিসা রোজা বলেছেন:
নিজেকে নিজেই যদি সম্মানের অবস্থানে না রাখি অন্যকেও তাহলে কিভাবে সম্মান করবে ?
তবে সবদিক মিলিয়েই চলতে হয় ।
হিটলার, সাদ্দাম হোসেন, ডোনালড ট্রাম্প তাঁরা সাধারণ মানুষ নন , অসাধারণ ।
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ।

৯| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমি আমার মতো করে ভেবেছি তাই লিখেছি ।
ধন্যবাদ আপনাকে ।

ভালো থাকুন।
করোনার টিকা কি নেবেন?

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১৬

রামিসা রোজা বলেছেন:
অবশ্যই টিকা নেয়ার ইচ্ছা আছে ।
আপনিও ভালো থাকুন ।

১০| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৭

আহমেদ জী এস বলেছেন: রামিসা রোজা,






নিজেকে চিনে ওঠা হয়তো খুব সহজ একটি কাজ নয়! এর জন্যে সর্বাগ্রে প্রয়োজন, নিজের ভেতরেই নিজের একান্ত একটি ভূবন তৈরী করে নেয়া যেখানে অন্যকারো প্রবেশাধিকার থাকবেনা; আর মাঝে মাঝে তাতে ডুব দেয়া।
দিনান্তের সব সুখ-দুঃখ, প্রাপ্তি-অপ্রাপ্তি ঝেড়ে ফেলে সে ভূবনে ডুব দিয়ে উঠতে পারলেই নিজের পরিস্কার অবয়বের দেখা মিলবে!

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২০

রামিসা রোজা বলেছেন:

দিনান্তের সব সুখ-দুঃখ, প্রাপ্তি-অপ্রাপ্তি ঝেড়ে ফেলে সে ভূবনে ডুব দিয়ে উঠতে পারলেই নিজের পরিস্কার অবয়বের দেখা মিলবে! ---- এত চমৎকার কথায় মনটা পুরো আলোকিত হয়ে গেলো ।
নিজের শক্তিশালী ও দুর্বল দিকগুলো জানতে পারলে দুর্বল দিকের উন্নয়ন করা সম্ভব ,
নিজেকে তখনই সম্পূর্ণভাবে জানতে পারা রপ্ত হবে আশা করি ।
ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানবেন ।

১১| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০০

কল্পদ্রুম বলেছেন: নিজেকে ভালোবাসা জরুরি। নিজেকে ভালোবাসতে হলে নিজেকে চিনতে হয়। নিজের পছন্দ, অপছন্দ, শক্তি, দুর্বলতা সম্পর্কে নিশ্চিত হতে হয়। এগুলো নিশ্চিত হতে পারলে নিজেকে পরিবর্তিত করে একজন পূর্ণ মানুষ হওয়া যায়। তবে সমস্যা হচ্ছে নিজেকে চেনাও খুব কঠিন হয়ে যাচ্ছে বর্তমান সময়ে। আমরা একটা দ্রুত পরিবর্তনশীল সমাজে বাস করছি। বিশেষত বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে তরুণ প্রজন্ম ট্রেন্ডের সাথে তাল মিলাতে গিয়ে নিজের দৃঢ় ব্যক্তিত্ব তৈরি করতে পারছে না।

৩০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৪

রামিসা রোজা বলেছেন:
নিজের ক্ষমতা সম্পর্কে নিজস্ব ধারণা শক্তিশালী করে তুলতে নিজস্ব বিশ্বাস এর উপর নির্ভর করতে হয় নিজেকে । আর নিজের ভালো থাকাটা কখনোই অন্যের উপর ছাড়তে নেই এটা তারাই বুঝবে যারা যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে ।
সেলফ রেস্পেক্ট এর অর্থ বর্তমান যুগের ছেলে মেয়েরা বুঝবে না ।
আপনার আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো ।

১২| ৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:৩২

বলেছেন: আমার আমিকে আজও খুঁজে ফিরি !!!!

৩০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৮

রামিসা রোজা বলেছেন:
প্রয়োজন এবং চাওয়া-পাওয়ার পার্থক্যের হিসাব বড় বেহিসেবি ।
শুভকামনা সহ কৃতজ্ঞতা রইলো ।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৯

ফয়সাল রকি বলেছেন: ইদানিং নিজের জন্য সময় বের করাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে বরাবরের মতোই এখনো নিজের সম্পর্কে খুব উচ্চ ধারণা পোষণ করি যা নিতান্তই বোকামী। যেভাবে নিজেকে ভাবতে ভালোবাসি সেভাবে উপস্থাপন করতে পারি না। মাঝে মাঝে খুব অসহায় বোধ হয়। ভুল শোধরানোর চেষ্টা করি, গড়ার চেষ্টা করি, নতুন পথ খুঁজি কিন্তু দিন শেষে পূর্বের আমিতেই ফিরে আসি। চক্র চলতেই থাকে, থাকবে।
লেখায় +++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৭

রামিসা রোজা বলেছেন:
আমরা নিজেদের আবেগ ও বিবেকের কারণে নিজের প্রতিই মনে হয় অন্যায়টা বেশি করে ফেলি ।
ভুল শুধরিয়ে নিজেকে নতুনভাবে গড়ার প্রচেষ্টা ক'য়জনই বা করতে পারে ? আপনার সুন্দর আহ্বানে ভালো লাগা রইলো।
অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানবেন ।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩৮

সোহানী বলেছেন: ঠিক এই কথাই আমি সবাইকে বলি। পরের মাঝে নিজেকে বিলিয়ে দাও, ঠিক আছে। কিন্তু নিজের জন্যও এক টুকরো সময় রেখো দিন শেষে। নতুবা দেখবে তুমিও বিলিন হয়ে গেছো পরের মাঝে।

চমৎকার ভাবনায় ভালো লাগা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৩

রামিসা রোজা বলেছেন:
অনেক সময় বুঝতে পারিনা যে নিজের ভালো থাকা নিজের উপরে নির্ভর করে সেজন্য সব দিক থেকে নিজের যত্ন এবং
কিছুটা সময় অবশ্যই বের করে নিতে হয় । চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ শুভ কৃতজ্ঞতা জানবেন ।

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১১

করুণাধারা বলেছেন: ভাবনাগুলো ভালো লাগলো। নিজের জন্য কোন সময় নেই আমার। চেষ্টা করব এখন থেকে কিছু সময় বের করবার।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৯

রামিসা রোজা বলেছেন:
আমরা নিজের প্রতি সহানুভূতিশীল হয়ে নিজেকে প্রদর্শন করতে পারিনা , শুধু খেটেই মরি ।
এই স্বার্থপর যুগে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেরই ভাবতে হয় । অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ,
ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানবেন ।

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু কেমন আছেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪২

রামিসা রোজা বলেছেন:
ছবি আপা ,
আছি আলহামদুলিল্লাহ কোন এক রকম ।
খোঁজ নেয়ায় অনেক ভালো লাগলো , খুশী হলাম ।

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৮

ওমেরা বলেছেন: খুব সুন্দর বলেছেন আপু। আগে নিজেকেই ভালোবাসতে হবে । আমিই যদি না থাকি তাহলে ভালোবাসার মানুষগুলোক্ ভালোবাসব কেমন করে ।
ধন্যবাদ আপু।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪১

রামিসা রোজা বলেছেন:
আসলেই , নিজেকে যদি নিজে ভালো রাখতে না পারি এটাতো নিজের প্রতি অবিচার করা হবে ।
আপনার আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদসহ কৃতজ্ঞতা রইলো ।

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৭

ঢুকিচেপা বলেছেন:

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩০

রামিসা রোজা বলেছেন:
সুন্দর নজরুল গীতি শুনানোর জন্য অনেক ধন্যবাদ ।
দুঃখিত , মন্তব্যের উত্তর দিতে করে ফেললাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.