নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্রের যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনে তেমনি জোয়ার ভাটা আছে। সমুদ্রের এদিক টার সাথে মানুষের জীবনের বড্ড মিল খুঁজে পাই ...

রামিসা রোজা

রামিসা রোজা › বিস্তারিত পোস্টঃ

কেন মেঘ আসে হৃদয়ও আকাশে ....

১৯ শে মে, ২০২১ রাত ৩:৩৯



৩২-৪০ বয়সটা সব মেয়েদের জন্য খুব কঠিন সময়। এমন কোন মেয়ে নেই যাকে এই একই যুদ্ধের ভেতর পুলসিরাত পার করতে হয়নি ।
- এই বয়সে ম্যাক্সিমামের হয়ত এক দুটো ছানাপোনা হয়ে যায়। কিন্তু একটা জিনিস পাক্কা যে এ বয়সে শরীর আর আগের সেই শেইপে থাকেনা ।
-আয়নায় তাঁকিয়ে নিজের ফ্যাকাসে হয়ে যাওয়া স্কিনের দিকে তাকালেও তখন মেজাজ খারাপ লাগতে শুরু করে। যদি সদ্য বাচ্চা হওয়া মা হয় তাহলে এই সময়টা ভয়ংকর লাগে। হুট করে এত বড় দায়িত্ব নেয়াটাও দম বন্ধের মত লাগে। আবার শারীরিক পরিবর্তনটাও মেনে নিতে কষ্ট হয়ে যায়।
জীবনের লড়াইতে রূপের আগের সে লাবণ্য নস্ট হতে শুরু করে । মন চায় খুব টেনে কাজল দিয়ে রাখি কিন্তু এ বয়সে আপনাকে আপনার আশ পাশের মানুষরাই বারবার তিরস্কার করে মাথায় ঢুকিয়ে দিবে ..."বয়স হৈছে না,টিন এইজ বয়সের মতো ন্যাকামী সাজো । বয়স হইছে বুঝছো বেশি সাজবা না,এবার একটু গম্ভীর হও
দেখো না বয়স্ক বেটির আবার কি শখ !!!
কিন্তু মনের মধ্যে সেই ২০ এর এক রঙ্গিন ছায়া কোথায় যেনো রয়ে যায় ৷ কিন্তু এ বয়সের সখ্যতাকে সবাই ন্যাকামি টার্ম দিয়ে তাকে ভারিক্কি আর জটিলতার আওতায় আসতে বাধ্য করে । সকলের কথা শুনতে হয়৷
এই বয়সে আবদার করা যায় না। আবদারটা কেবল নিজের কাছে নিজের করতে হয়। পরিবার তখন বিয়ে না হওয়া মেয়েটাকে নিয়ে চিন্তিত, আবার সদ্য বিয়ে হয়ে যাওয়া মেয়েটা নতুন পরিবারের সাথে এডজাস্ট করতে করতে বিধবস্ত, সদ্য মা হওয়া মেয়েটা বাচ্চা সামলানো শিখাতে ব্যস্ত আর্ ডিভোর্সি হলেও দুশ্চিন্তা জীবনটা কেনো এই বয়সটা দিয়েছে সেটা চিন্তা করতে করতেই মেয়েটার দম বন্ধ লাগা শুরু করে।

৩২বছর বয়সে চাইলেই নিজের ভুল সিদ্ধান্ত শুধরানোর সময় পাওয়া যায় না। কাউকে বলা যায় না তোমাকে আমার খুব করে চাই ।

এই বয়সের ভুলটা কেউ একসেপ্ট করতে পারে না। সবাই ভাবে এই বয়সেও ভুল করলে আর শুধরাবে কবে! অথচ পুরো জীবনটাই কিন্তু একটা প্রাথমিক স্কুলের মত। শিখতে শিখতেই একদিন মরে যেতে হয়।
এই বয়সে নিজের কোন সিদ্ধান্তে ্ পরিবার কোন দায়িত্ব নিতে চায় না। নিজের ভুল নিজেকে শুধরাতে হবে অথবা পস্তাতে হবে নিরবে। কাউকে প্রকাশ করলেও লজ্জা পেতে হবে। জীবনটা এই বয়সে এসেই ফ্যাকাসে লাগা শুরু হয়ে যায়।
এই বয়সে এসে বছর খানেক হওয়া বিয়েটাও তখন বোরিং লাগা শুরু হয়। তোমার চুল উষ্কখুষ্ক কেনো!? তুমি মোটা হয়ে যাচ্ছ কেনো!? তোমার চোখের নিচে ডার্ক সার্কেল কেনো!? এই কথাগুলো শুনা তখন নিত্য রুটিন হয়ে যায়।
এই বয়সে মেজাজ হঠাৎ খিটমিট করে উঠে,অনেকের কথাই তখন সহ্য হতে চায় না। এই সময়ে সেই ১৬ বছরের মত মাঝে মাঝে আদর পেতে ইচ্ছে করে, আবার মাঝেমাঝে সেটাও খুব অসহ্য লাগে। এটা এক অদ্ভুত অনুভূতি। মুড সুইং করে ক্ষনেক্ষনে।
তারপরও মনটা খুব ভালোবাসা পাবার জন্য কাঁদে । খুব চায় তাকে কেউ বুঝুক খুব করে বুঝে নিক তার চোখ দেখে মন কেউ পড়ে নিক।

আশেপাশে খুজলেই এমন অনেক বেঁচে থেকেও মরে আছে এমন মেয়ে পাওয়া যাবে। আফসোস হয়,কেন তারা নিজেকে ভালোবাসা ভুলেই গেছে !

ছবি : নেট থেকে নেয়া

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২১ ভোর ৪:১৩

অনল চৌধুরী বলেছেন: মাত্র ৩০-৪০ বছর বয়সেই কারোর নিজেকে বৃদ্ধ ভাবা ভুল কারণ জাতিসংঘ ৬২ বছর পর্যন্ত তরুণ বলে ঘোষণা করেছে।
"বয়স হৈছে না,টিন এইজ বয়সের মতো ন্যাকামী সাজো । বয়স হইছে বুঝছো বেশি সাজবা না,এবার একটু গম্ভীর হও দেখো না বয়স্ক বেটির আবার কি শখ !!!-এধরণের বাজে কথা বলা লোকজনের কাছ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ।
কেউ আবার বিয়ে করবে না বন্ধুত্ব করবে সেটা তাকেই ঠিক করতে হবে।
দেশের আইন ভঙ্গ না করা পর্যন্ত কেউ কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না।

০২ রা জুন, ২০২১ রাত ১১:৫৬

রামিসা রোজা বলেছেন:
জাতিসংঘ ( ইউ এন এফ পি এ) অনুযায়ী বাংলাদেশের পুরুষের গড় আয়ু ৭১ আর নারীদের ৭৫ ।
তবে আমাদের দেশে এখনো মনে হয় ৬২ বছর আসলেই কিছু না স্রেফ তরুণ । হুমায়ূন আহমেদ স্যার তো
এ বয়সেই বিয়ে করলেন আবার ।

২| ১৯ শে মে, ২০২১ সকাল ৭:৫৬

রানার ব্লগ বলেছেন: সত্যিকারের ভালোবাসা বা প্রেম যেটাই বলেন ৪০ এর পরই হয়। আপনি সাজুন ইচ্ছা মতো। সংগী যদি তিরস্কার করে তাকে বুঝিয়ে দিন আপনি রুপে গুনে বিদ্যায় বুদ্ধিতে অনুভুতি প্রকাশে কারো থেকে কম না। এই সব ফালতু টন এইজার থিউরি কে দূরে কোন ময়লার স্তুপে ছুড়ে ফেলে দিন।

০৩ রা জুন, ২০২১ রাত ১২:১৯

রামিসা রোজা বলেছেন:
সব সময় সবার কথার জবাব মুখে না দেওয়াটাই হতে পারে শ্রেষ্ঠ উত্তর যদি জবাবটা কাজের মধ্যে দিয়ে দেয়া যায়।
আরে ভাই, পোষ্টের কথাগুলো আমাদের চারপাশে হাজারো মেয়েদের কথা হয়তো আমরা সেটা প্রকাশ করি না।

৩| ১৯ শে মে, ২০২১ সকাল ৮:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: পুরুষ বা নারী উভয়কেই শরীরের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যে প্রতি বেশী মনোযোগ দিতে হবে। শিশুকাল হোক, যৌবনকাল হোক কিংবা বৃদ্ধ বয়স হোক জীবনের প্রত্যেকটা অংশই গুরুত্বপূর্ণ। বয়স অনুযায়ী জীবণ যাপন করতে হবে।

০৩ রা জুন, ২০২১ রাত ১২:২১

রামিসা রোজা বলেছেন:
এই লেখায় কোনোভাবেই পুরুষতান্ত্রিক মনোভাবের ছায়া প্রকাশ করি নাই । তবে একজন বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে আপনার কথাগুলো সঠিক ।

৪| ১৯ শে মে, ২০২১ সকাল ৯:৫০

আহলান বলেছেন: পুরুষ নারী উভয়ের জন্যেই .... বিশ্বাস আর বিশ্বস্ততা বজায়ে রেখে আজীবন একত্রে পথ চলাটাই একটা কঠিন চ্যালেঞ্জ

০৩ রা জুন, ২০২১ রাত ১২:২২

রামিসা রোজা বলেছেন:
এই কঠিন চ্যালেঞ্জটা বিশ্বাস আর বিশ্বস্ততার সম্পর্কের মূলমন্ত্র ।

৫| ১৯ শে মে, ২০২১ সকাল ১০:০১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ।

০৩ রা জুন, ২০২১ রাত ১২:২৩

রামিসা রোজা বলেছেন:

সর্বক্ষেত্রেই এটির প্রয়োজন ।

৬| ১৯ শে মে, ২০২১ সকাল ১০:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপা আপনি কই। কত খুঁজি আপনারে, এভাবে মন খারাপ করে দিয়ে আপনি হুটহাট নাই হয়ে যান। খেলতাম না ।

এই লিখাগুলো যেন আমারই মনের কথা। সব ঠিক বলেছেন। মানুষে না বললেও কাছের মানুষগুলো আপনাকে বুড়া বানিয়ে ছাড়বে ।

ভালো লাগলো লিখা। জাজাকিল্লাহ খাইরান

০৩ রা জুন, ২০২১ রাত ১২:২৬

রামিসা রোজা বলেছেন:
খেলতাম না ----(হা হা) আমিও হাত ছাড়বো না আপনার । আপা আপনি প্লীজ রাগ করবেন না আমার উপর।
লেখাটা ভাল লাগাই আমার অনেক ভালো লাগলো। চলার পথে বিভিন্ন সমস্যার সম্মুখীন অনেকাংশে শুধু
মেয়েদেরকেই ফেস করতে হয় ।

৭| ১৯ শে মে, ২০২১ দুপুর ১:৩১

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমি কিতা কইতাম - কওনের ভাষা নাই। শুধু কমু "কেন মেঘ আসে হৃদয় আকাশে "?

তা কি শুধু হৃদয় আকাশে কষ্টের মেঘের ভেলা তথা অন্ধকারের প্রতিনিধি হতে নাকি মেঘের পরে আলো ঝলমলে শুভ্র-সতেজতার বার্তা তথা নতুন জীবনের আহববান জানাতে?

অতৃপ্তি মানুষের জীবনের এক নীরব ঘাতক তথা সকল অশান্তির মূল।পাওয়া না পাওয়ার আনন্দ-বেদনা মানুষকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়।তারপরেও এসবের মাঝেই জীবন বহমান।তবে একটা বিষয় সত্যি,তা হলো ভালবাস!! তা সবাই চায়। যে কোন বয়সে ,যে কোন পরিস্থিীতে।যদি একটু সত্যিকারের ভালবাসা একজীবনে মিলে যায় তবে জীবনের অনেক সমস্যারই সমাধান হয়ে যায়।আর তা যদি না মিলে তবেই জীবন হয়ে উঠে ----------------------ময়।

জয়তু, ভাল ভালবাসা।

০৩ রা জুন, ২০২১ রাত ১২:২৮

রামিসা রোজা বলেছেন:
চারপাশে একটু তাকিয়ে দেখেন না যেকোন ঘটনা দুর্ঘটনা যেটাই হোক না কেন নারীরাই সমালোচিত হয় বেশি । মনে হয় আমাদের দৃষ্টিভঙ্গি ।

৮| ১৯ শে মে, ২০২১ দুপুর ১:৪২

শায়মা বলেছেন: আমার সাজেশন- নো পাত্তা

সবার আগে আনন্দে বাঁচো কাজেই কারো কোনো কথাই - নো পাত্তা

নিজের যা ভালো লাগে তা ক্ষতিকর না হলে অন্যের কারো- নো পাত্তা

নিজের আনন্দের উপরে কিচ্ছু নাই সো - নো পাত্তা

যত্ত খুশি তত্ত সাজো- নো পাত্তা

লাল নীল সোনালী রূপালী যত্ত সাজো- নো পাত্তা


:)

সবার উপরে নিন্দুক আর নাক গলানো মানুষের কথায় - নো পাত্তা.......

দরকার হলেই লুকানো খড়গ বের করে গলাটা কেটে নেবে। সারাজীবনের জন্য যেন চুপ হয়ে যায়।

কারণ চুপ থাকাকেও - নো পাত্তা


:)

০৩ রা জুন, ২০২১ রাত ১২:৩২

রামিসা রোজা বলেছেন:
আমার সাজেশন নো পাত্তা --- এই কথাটি ১০০ ভাগ সঠিক । কিন্তু আমরাই কিছু কিছু অনিয়মকে নিয়মের কাতারে অবিবেচনাপ্রসূত
ঠেলে দিচ্ছি । ভালো থেকো আপু ।

৯| ১৯ শে মে, ২০২১ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

০৩ রা জুন, ২০২১ রাত ১২:৩৩

রামিসা রোজা বলেছেন:
ধন্যবাদ আপনাকে ।

১০| ১৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১৩

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ , মুগ্ধতা রেখে গেলাম ।

০৩ রা জুন, ২০২১ রাত ১২:৩৩

রামিসা রোজা বলেছেন:
ধন্যবাদ আপনাকে ।

১১| ১৯ শে মে, ২০২১ রাত ৯:২২

ঢুকিচেপা বলেছেন: “কেন মেঘ আসে হৃদয়ও আকাশে”
হৃদয়ে জলীয়বাষ্প বেশী হয়ে গেছে, দেখি ছাতাটা বের করে রাখি কখন বুঝি বৃষ্টি হয়।

মানুষকে খোঁচা দেয়ার কাজটা আমরা খুব ভালোভাবেই পারি।
যাইহোক এটা মেয়েলী ব্যাপার স্যাপার আপনারা পুলসিরাত পার করেন অসুবিধা নাই শুধু মিষ্টি পেলেই হলো।
শায়মাপু যে প্রেসক্রিপশন দিয়েছেন ওটাই তিন বেলা খাবেন। খাওয়ার আগে ২ বড়ি এবং খাওয়ার পরে ২ বড়ি।

০৩ রা জুন, ২০২১ রাত ১২:৩৫

রামিসা রোজা বলেছেন:
মানুষকে খোঁচা দেয়ার কাজটা আমরা খুব ভালোভাবেই পারি ---
সর্বক্ষেত্রে জন্য খাঁটি একটি কথা বলেছেন । মিষ্টি আপনাকে এমনি এমনি দেওয়া যাবেনা আগে গান শোনান । যেখানে সীমান্ত তোমার ..
চমৎকার গেয়েছেন এইগানটি আপনি ।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩০

ঢুকিচেপা বলেছেন: আপনার তো ডুবুরী হওয়া উচিৎ। কোন সাগরে ডুব মেরে আছেন ?
যাইহোক মানিক, মুক্তা, জহরত পেলে অল্প কিছু দিয়েন।

১৩| ১৩ ই মার্চ, ২০২২ সকাল ৮:৫১

সোহানী বলেছেন: বছর খানেক ধরে তুমি নেই ব্লগে। তাড়াতাড়ি ফিরে আসো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.