নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
প্রেমে দ্রোহে গর্জে ওঠা সৈনিক আজ নিথর নীরব
------------------------------- ডঃ রমিত আজাদ
প্রেমে দ্রোহে গর্জে ওঠা সৈনিক আজ নিথর নীরব,
ঘুমাও সৈনিক, ঘুমাও নীরবে, ঘুমাও,
আমি জেগে রব অবিরত নির্ঘুম,
আর অভিশাপ দেব ঐ সব পশুদের,
যাদের গভীর ষড়যন্ত্র
অকালে ঝরিয়েছে তোমাদের প্রাণ
মাথার খুলিতে মদ পান করেছে, যেসব নষ্ট মাতাল পশু,
হন্তারক কো্ন্ নতুন মীর্জাফর।
তোমার নির্ভীক নিশঙ্ক কন্ঠ আজ রুদ্ধ কেন সৈনিক?
তোমাদের জীবন্ত চোখে অনেক স্বপ্ন ছিলো,
তোমাদের অন্তিম বাসনাগুলো এক এক করে সাজালে,
বসন্তের ফুল হয়ে ফুটবে।
এমন বসন্তের আগুন রাঙা রঙ, মানুষের রক্তে রঙিন হলো!
আর মানুষের আলখেল্লার পিছনে দাঁড়িয়ে উল্লাস করেছে
হিংস্র পশুর রূপ, ভয়াবহ এক ষড়যন্ত্রের কোপানলে,
একি ষড়যন্ত্র না অঘোষিত কোন যুদ্ধ?
যে রমনী অলস অবসরে তোমার বাহুডোরে বন্দী হয়ে সুখ খুঁজে পেত,
সে আজ কলঙ্কের টিপ কপালে ধারন করে শিউরে উঠেছে
প্রিয় রমণীর তপ্তশ্বাসের উষ্ণতা আর নেই,
তোমার জন্য কাঁদে মেঘবতী নারী,
বৃষ্টি ঝরে ডাগর কালো চোখে!
হাহাকার করে উঠেছে,
ফুটপাতবাসী শীতার্ত কিশোর,
বয়সের ভারে ন্যুজ হয়ে যাওয়া বৃদ্ধ রহীম,
বুড়িগঙ্গার মাঝি ইয়াকুব মোল্লা,
মাদ্রাসার পরহেজগার শিক্ষক আবদুল করিম
শ্রমে ও ঘামে ঠেলে নেয়া জীবন,
বিপন্ন, বিদ্ধস্ত, জননী ও জন্মভূমি,
পৃথিবীর সব অস্ত্রাগার নিশ্চুপ রইলো,
সৈনিকের দক্ষ হাতে, কেবলই ছিলো শূণ্যতা,
হে কাপুরুষ, তুই নিরস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধরলি!
এক অন্তর্ভেদী চিৎকারে
আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে চাই,
তুমি কি আর জাগবে না সৈনিক?
দেখনা চেষ্টা করে,
যদি লিখতে পারো আরেকটি নির্মম কবিতা,
শিরায় শিরায় ধমনিতে ধমনিতে,
প্রবাহিত লাল রক্তে আর একবার জেগে উঠুক দ্রোহ!
আমার কন্ঠস্বর রুদ্ধ নয়,
কেবল চেপে ধরে আছে কে যেন!
দেখবি একদিন প্রবল শক্তিতে
সেই হাত ছাড়িয়ে নেব,
যদি শক্তি থাকে কারো
সেদিন আমাকে ফেরাস্।
(রক্তাক্ত বিডিআর বিদ্রোহের (পিলখানা হত্যাকাণ্ড) চতুর্থ বার্ষিকী আজ ২৫ ফেব্রুয়ারী, সেই নির্মম হত্যাকান্ডে নিহত সকল শহীদদের আমার এই কবিতাটি উৎসর্গ করলাম)
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০০
রমিত বলেছেন: ধন্যবাদ।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
ইসপাত কঠিন বলেছেন: কবিতা পড়ি না। কিন্তু আপনার কবিতা আমার ভেতরটাকে দুমড়ে-মুচড়ে দিলো। আবার শেষাংশে এসে ক্ষতটাকে শপথে পরিনত করলো।
আমার কন্ঠস্বর রুদ্ধ নয়,
কেবল চেপে ধরে আছে কে যেন!
দেখবি একদিন প্রবল শক্তিতে
সেই হাত ছাড়িয়ে নেব,
যদি শক্তি থাকে কারো
সেদিন আমাকে ফেরাস্।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
রমিত বলেছেন: ধন্যবাদ।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
হাসান কালবৈশাখী বলেছেন: প্রশ্নগুলোর উত্তর এখানে পাবেন
- কি ঘটেছিল সেদিন দরবার হলে?
Please read This in 3 part
Part 1
Click This Link
part2
Click This Link
Part 3
Click This Link
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
রমিত বলেছেন: ধন্যবাদ।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫
এইচ. এম. মেহেদী হাসান বলেছেন: অনেকদিন পর হঠাৎ কেন যেন মনে হল শহীদ দের উৎসর্গ করা আপনার কবিতাটি পড়তে.।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঘুমাও সৈনিক, ঘুমাও নীরবে, ঘুমাও,
আমি জেগে রব অবিরত নির্ঘুম,
আর অভিশাপ দেব ঐ সব পশুদের,
যাদের গভীর ষড়যন্ত্র
অকালে ঝরিয়েছে তোমাদের প্রাণ
মাথার খুলিতে মদ পান করেছে, যেসব নষ্ট মাতাল পশু,
হন্তারক কো্ন্ নতুন মীর্জাফর।
অসাধারন!
পুরোটাই কোট করার মতো।
কোনটা রেখে কোনটা বলব?
তুমি কি আর জাগবে না সৈনিক?
দেখনা চেষ্টা করে,
যদি লিখতে পারো আরেকটি নির্মম কবিতা,
শিরায় শিরায় ধমনিতে ধমনিতে,
প্রবাহিত লাল রক্তে আর একবার জেগে উঠুক দ্রোহ!
++++++++++++++++++
১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
রমিত বলেছেন: প্রবল দুঃখ, ক্ষোভ আর আবেগ থেকে কবিতাটি লিখেছিলাম।
আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
এইচ. এম. মেহেদী হাসান বলেছেন: ভাল লাগলো