নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

বাবা বিশ্বাসঘাতক কি?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩

বাবা বিশ্বাসঘাতক কি?

------------- ডঃ রমিত আজাদ



গতকাল আমার এগারো বছরের ছেলেটিকে আর্কিমিডিসের কাহিনী পড়ে শোনাচ্ছিলাম। জ্ঞানী বিজ্ঞানী আর্কিমিডিস অভূতপূর্ব বিজ্ঞানকে ব্যবহার কেমন শিক্ষা দিয়েছিলেন ভেজাল মুকুট বানানো ঠগ স্যকরাকে। আর কেমন জব্দ করেছিলেন মহাপরাক্রমশালী রোমান সৈন্যবাহিনীকে। আর্কিমিডিস তার স্প্রিং কামানের সাহায্যে বড় বড় পাথর ছুঁড়ে ছুঁড়ে ক্ষত-বিক্ষত করেছিলেন রোমানদের জাহাজ; লিভার, কপিকলের সাহায্যে শূণ্যে তুলে ছুঁড়ে দিয়েছিলেন পেল্লায় জাহাজগুলোকে, আর অবতল আয়নার সাহায্যে পুড়িয়ে ছাই করেছিলেন জাহাজের পাল মাস্তুল সব। আমার ছেলেটি এই কাহীনি শুনে বারবার রোমাঞ্চিত হচ্ছিলো



ছেলেঃ ও বাবা! একজন মানুষ পুরো একটি বাহিনীর সাথে লড়েছিলো! কি সাংঘাতিক!

আমিঃ হ্যাঁ বাবা, জ্ঞান পেশীর চাইতেও শক্তিশালী।

ছেলেঃ তারপর বাবা? রোমানরা যুদ্ধে হেরে ফেরৎ চলে গিয়েছিলো?

আমি হতাশ হয়ে বলললাম

আমিঃ না বাবা। কিছু বিশ্বাসঘাতকদের কারণে, শেষ পর্যন্ত রোমানরা সিরাকিউজে প্রবেশ করেছিলো। আর এক রোমান সৈন্যের হাতে জ্ঞানী আর্কিমিডিস নিহত হয়েছিলেন।



এমন মহান বিজ্ঞানীর হত্যাকান্ডে ব্যাথিত হয়ে ছেলে চোখ বড় বড় প্রশ্ন করলো

ছেলেঃ বাবা বিশ্বাসঘাতক কি?

আমি একটু থমকে গেলাম। কি জবাব দেব?

আমিঃ কিছু লোক আছে, যারা নিজের দেশকে অন্য দেশের কাছে বিকিয়ে দেয়। ফলে তাদের নিজেদের দেশ অন্যের দখলে চলে যায়।

ছেলে আরও বড় চোখ করে দ্বিগুন অবাক হয়ে প্রশ্ন করলো

ছেলেঃ ওরা এরকম কেন করে?

এতটুকু শিশুর এই প্রশ্ন শুনে আমি স্থবির হয়ে গেলাম। ঠিক কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। সত্যিই তো ওরা এরকম করে কেন?





মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: আম্বালিগ হাম্বালিগ বিম্পিদল সব বিশ্বাস ঘাতক
চলছে বিক্রি আর ক্ষেমতার নাটক

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২

রমিত বলেছেন: হায়রে অভাগা দেশ!!!

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬

আমরা তোমাদের ভুলব না বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: আম্বালিগ হাম্বালিগ বিম্পিদল সব বিশ্বাস ঘাতক
চলছে বিক্রি আর ক্ষেমতার নাটক

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

রমিত বলেছেন: হায়রে অভাগা দেশ!!!

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৪

মাহমুদুর রাহমান বলেছেন: আপনি কি + নেয়ার মত লেখা গুলি লিখেন সব সময় ? কোন চালুনি দিয়ে ছাকেন স্যার।

+ :)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

রমিত বলেছেন: ধন্যবাদ

৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৫

অজয় বলেছেন: বাবা হতে পারিনি এখনো তবে এখন ভয় পাচ্ছি........কি জবাব দিতাম????
নচিকেতার একটা গান এর কথা মনে পরছে....
যে পৃথিবীতে আনলাম তোকে বাসযোগ্য হয়নি সে আমারি.......
শুধু মুহু মুহু রক্তের লোভ আর প্রচলিত সম্ভোগ এই ত কারন এটাই জেনে রাখ ......চাঁদ মামাই স্বপন এঁকে যাক.....

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

রমিত বলেছেন: সুন্দর মন্তব্য! ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.