নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
নারীও ছায়ার মতো
--------------------- ডঃ রমিত আজাদ
তুমি কি ছায়া দেখেছো?
আলো আঁধারীর খেলায় ফুটে ওঠা ছায়া?
কেমন পিছুপিছু হেটে যায় তোমার সাথে,
বাতাসে দোল খাওয়া বুনো বেতের মতো দোলে,
তোমার দোল খাওয়া শরীরের সাথে।
আর ঝট করে তুমি দাঁড়িয়ে পড়লে,
সেও থমকে যায় তোমার সাথে।
অটল, অবিচল, এক চুলও নড়বে না কিন্তু!
ছুটে পালাতে চাও?
পালাও তো দেখি কেমন পারো?
তোমার পিছু নেবে ছায়া,
কিছুতেই ছাড়বেনা।
চোখ বন্ধ করলেও
স্পষ্ট দেখতে পাবে তার অবয়ব।
ওহ্ কি জ্বালাতন এই ছায়াটাকে নিয়ে!,
অষ্টপ্রহর আমার পিছু পিছু ছোটে!
মুক্তি পেতে চাও ওর কাছ থেকে?
তোমাকে একটা ট্রিক শিখিয়ে দেই।
ওকে ফলো করো, পিছু নাও ওর।
কি দেখলে?
কেমন ছুটে পালাতে চায় ছায়া তোমার কাছ থেকে!
জেনে রেখো,
নারীও ছায়ার মতো।
যদি তুমি পালাতে চাও তার কাছ থেকে,
সে তোমার পিছু নেবে।
যদি তুমি পিছু নাও তার,
সে ছুটে পালিয়ে যাবে।
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৭
রমিত বলেছেন: ধন্যবাদ।
২| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
অনুপম অনুষঙ্গ বলেছেন: বেশ
০১ লা জুলাই, ২০১৩ রাত ৩:৪৮
রমিত বলেছেন: ধন্যবাদ।
৩| ৩০ শে জুন, ২০১৩ রাত ১১:৩৩
ভারসাম্য বলেছেন: খুব সুন্দর!!!
০১ লা জুলাই, ২০১৩ রাত ৩:৫২
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৪
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ছিমছাম কবিতা ++++++++++