নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

একটি ছবি

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

একটি ছবি



যথাসম্ভব বড় স্ক্রিনে দেখতে পারলে ভাল।স্মৃতির পাতা থেকে মৌন ইতিহাস শেয়ার করা। ১৯৭২ অথবা ১৯৭৩ সালে কোন একসময় এই ছবিটি ঢাকা সেনানিবাসের কোন একখানে তোলা হয়েছিল। ইউনিফর্ম বা পোশাক-এর জামার কাপড়গুলি দুই প্রকারের এবং কাহারও কাহারও জামার হাতা কনুই-এর উপর ভাঁজ করা। এইসব লক্ষন দেখে মনে হয় ছবিটি ১৯৭২ এ তোলা হয়েছিল। “সাদাকালো” নামক একটি সাপ্তাহিক ম্যাগাজিনের সেন্টার-পেইজ হিসেবে ছবিটি ছাপানো হয় এখন থেকে ১০-১৫ বছর আগে একদিন। স্পেয়ার পৃষ্ঠা ও ছিল। ঐরকম একটি পৃষ্ঠা আমার সংগ্রহে বাধাঁনো আছে। ছবিতে বঙ্গবন্ধুর ডানদিকে মানে দর্শকদের দৃষ্টিতে বাম দিক থেকে।



ছবিতে যারা দাড়িয়ে আছেন, বাম দিক থেকে একে একে পরিচয় (সকলের নাম ও সঠিক তৎকালীন র‌্যাংক মনে নাই) নিম্নরুপঃ

(১) ক্যাপ্টেন নাসির উদ্দীন। (২) ক্যাপ্টেন ফজলুল কবির। (৩) লেফট্যানেন্ট অথবা ক্যাপ্টেন কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। (৪) লেফট্যানেন্ট অথবা ক্যাপ্টেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। (৫) ক্যাপ্টেন আজিজুর রহমান বীর উত্তম (৬) মেজর হারুন আহমেদ চৌধুরী বীর উত্তম। (৭) ক্যাপ্টেন অথবা মেজর বজলুল গনি পাটোয়ারী বীর প্রতীক। (৮) ব্রিগেডিয়ার অথবা মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম। (৯) বঙ্গবন্ধুর ডানে একটু পিছনে ক্যাপ্টেন অথবা মেজর খন্দকার আব্দুর রশীদ। (১০) সর্ব মাঝেঃ বঙ্গবন্ধু। (১১) বঙ্গবন্ধুর বামে একটু পিছনে নাম মনে নেই। (১২) ব্রিগেডিয়ার অথবা মেজর জেনারেল কে এম সফিউল্লাহ বীর উত্তম। (১৩) মেজর অথবা লেফট্যানেন্ট কর্নেল মঈনুল হোসেন চৌধুরী বীর বিক্রম। (১৪) কর্নেল অথবা ব্রিগেডিয়ার খালেদ মোশররফ বীর উত্তম। (১৫) ক্যাপ্টেন অথবা মেজর হেলাল মোর্শেদ খান বীর বিক্রম। (১৬) লেফট্যানেন্ট ইসমত আহমেদ চৌধুরী। (১৭) নাম মনে নেই। (১৮) ক্যাপ্টেন অথবা মেজর হাফিজ উদ্দীন বীর বিক্রম। (১৯) মেজর ফারুক রহমান।



বসা অবস্থায় দর্শকদের দৃষ্টিতে বাম দিক থেকেঃ

(১) লেফট্যানেন্ট ওবায়েদ-উল-হক।(২) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট চৌধুরী মোহাম্মদ আলী। (৩) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট জামশেদ অথবা সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট আব্দুল্লাহ। (৪) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট গিয়াস উদ্দীন। (৫) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট হাশমি মোস্তফা কামাল। (৬) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট মইনুল ইসলাম। (৭) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট জয়নুল আবেদীন। (৮) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট আকবর ইউসুফ। (৯) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট ওয়াকার হাসান বীর প্রতীক। (১০) নাম মনে নেই।



বিশেষ দ্রষ্টব্য। কয়েকজন আমাদের অতি ঘনিষ্ট সহকর্মী ও সহযোদ্ধা কেহ কেহ ঐ সময়ে ঢাকা সেনানিবাসে ছিলেন , আবার কেহ কেহ অন্য সেনানিবাসে ছিলেন। উভয় ক্ষেত্রেই কিন্তু ছবিতে অনুপস্থিত অথবা উপস্থিত থাকলেও আমি সনাক্ত করতে পারি নাই বলে দুঃখিত। অন্যকেহ সনাক্ত করে দিতে পারলে, কৃতজ্ঞ থাকব এবং ইতিহাস সমৃদ্ধ হবে। যাদেরকে স্মরন করছি সেই নামগুলি -( সকলের র‌্যাঙ্ক তৎকালীন) যথাঃ

(১) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট সাঈদ আহমেদ বীর প্রতীক,(২)সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট নজরুল ইসলাম ভুইয়্যা বীর প্রতীক,(৩) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট জামিল ডি আহ্সান বীর প্রতীক। (৪) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট মমতাজ। (৫) ক্যাপ্টেন অথবা মেজর মোঃ আইনুদ্দীন বীর প্রতীক। (৬) ক্যাপ্টেন অথবা মেজর আব্দুল গাফ্ফার হালদার বীর উত্তম। (৭) ক্যাপ্টেন অথবা মেজর মোঃ মতিউর রহমান বীর প্রতীক। (৮) মেজর এ এস এম নাসিম বীর বিক্রম। (৯) ক্যাপ্টেন অথবা মেজর আব্দুল মতিন বীর প্রতীক। (১০) ক্যাপ্টেন অথবা মেজর সুবিদ আলী ভুঁইয়্যা।



(মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহম্মদ ইব্রাহীম বীর প্রতীক- এর নিকট থেকে ছবিটি পাওয়া।)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.