নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

বসন্ত দিনের দুঃখ, তোমার জন্মদিনে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১

বসন্ত দিনের দুঃখ, তোমার জন্মদিনে

----------------- ডঃ রমিত আজাদ





পাতায় পাতায় রঙিন দিনের স্বপ্ন আঁকি

মিষ্টি মাখা মধুর সুরে কোকিল ডাকি

নবীন ফুলের গন্ধ নিয়ে মাতামাতি

শিশির-ঝরা কলমীফুলে হাসির রাশি,

বাতাস যখন আসে ধেয়ে পাশাপাশি,

উতলা মন বুঝতে পারে,

নদীর পারে, বনের ধারে

আসলো হাসি, আসলো ফাগুন,

হাতছানি দেয়, রোদের আগুন,

তীব্র শীতের দুঃখ বিলীন,

বসন্ত দিন, অন্য রঙিন

ফিরে এলো এই সুযোগে,

তোমার শুভ জন্মদিন। ।



প্রিয়তমা!

কখনো কখনো মনে হয়,

ভুলে যাই তোমার জন্মদিন,

কি হবে আর মনে রেখে?

কিন্তু ভোলা হয়না,

ভুলে যেতে দেবেনা বলেই বোধহয়,

মেয়েরা বাসন্তি রঙ শাড়ী পড়ে,

হালকা প্রসাধনে মুখে আনে কোমল স্নিগ্ধতা,

ফাগুনের আগুন রঙে জ্বলে বসন্তের অনল,

উৎসবের মাতামাতিতে, মৃদু হাসির ঝিলিক,

তরুণীদের ঠোট ছুঁয়ে ছড়িয়ে যায়

অজস্র ফুলের পাঁপড়িতে,

ওরা বসন্ত বরণ করে তোমার জন্মদিনে।



আমি

চোখের ভাষায় মনের আকাশ দেখি

নিশব্দে কৃষ্ণচূড়া ঝরে,

বাতাসে দোল খায় বাগান বিলাস,

আমার জীবন আর বর্ণালী নয়,

গানের খাতা মলিন হয়েছে সেই কবে!

ভালোবাসা কেমন সর্বনাশা!

আজ এমন বসন্তে

তুমি পাশে থাকলে,

আমি আরোও উদাস হতাম।

না তুমি পাশে নেই,

তাই বসন্ত উৎসব নয়,

কেবলই বসন্ত দিনের দুঃখ

খুঁজে পাই তোমার জন্মদিনে





শুভ জন্মদিন তোমাকে!

আমার কথা একদম ভেবোনা কিন্তু,

এমন বসন্ত দিনে,

কি হবে অপ্রয়োজনে মনটা খারাপ করে?

দামী ইরেজার দিয়ে মুছে ফেলো স্মৃতি,

অতীত নয়, বর্তমানই সব,

আনন্দে উদ্ভাসিত করে হৃদয়,

দীপ্তিভরা আঁখির কোলে তৃপ্তি নিয়ে,

তুমি বসন্ত বরণ করে নাও আপন সুখে।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

বোকামন বলেছেন:
দামী ইরেজার দিয়ে যদি মুছে দেওয়া যেতো তবে হয়তো এই কবিতা লিখাই হতো না ! সুন্দর কবিতা। ভালোলাগা রইলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ইরেজার দিয়ে মুছে ফেলা গেলে ভাল হতো। নতুন আশ্রয়ের সন্ধান সে যে তার কাঙ্খিত মুক্তি দেয়ার আকুতি সেটা তো বুঝা উচিত। উল্টো চরিত্রহীনতার অপবাদ । :(

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১

রমিত বলেছেন: ইন্টারেস্টিং মতামত!
আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.