নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
তোমার মন কি উন্মনা হয় না?
------------------------------------- ড. রমিত আজাদ
হঠাৎ ঘুম ভেঙে যাওয়া কোন এক কাক ডাকা ভোরে,
অথবা মন উদাস করা কোন পড়ন্ত রোদের বিকেলে,
আমার কথা মনে করে তোমার মন কি উন্মনা হয় না?
তুমি কি জানো, আমি প্রতিদিনই তোমার কথা কয়েকবার মনে করি?
ঐ অন্তরঙ্গ মুহূর্তগুলো স্মৃতি হলেও হতে পারে,
কিন্তু তুমি কোনক্রমেই স্মৃতি নও,
আমার জীবনে তুমি আজকের দিনটির মতোই বর্তমান।
০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১০
রমিত বলেছেন: ধন্যবাদ
২| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০৮
বেলা শেষে বলেছেন: আমার জীবনে তুমি আজকের দিনটির মতোই বর্তমান।
....beautiful, i like it , i feel it , i touch it.....
০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১০
রমিত বলেছেন: ধন্যবা।
৩| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৫২
দুরনত পথচারী বলেছেন: মনের না বলা কথা লেখনিতে সুন্দরভাবে উপস্থিত হয়েছে । ভাল লাগলো পড়ে ।
০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:০৬
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০২
মাহবুবুল আজাদ বলেছেন: চির অম্লান চির অমর ভালবাসা-ভাল