নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
আঁখীর কোলে হাসি, মনের ঘরে কান্না
-------------------- ড. রমিত আজাদ
তোমার আঁখীর কোলে হাসি জ্বলে,
মনের ঘরে কান্না,
তোমার কপোল জুড়ে চাঁদের দ্যুতি,
হৃদয় মাঝে বন্যা।
বাইরে থেকে যে দেখেছে,
সুখী তুমি সেই ভেবেছে,
বুকের ভিতর দুঃখ জমে কেমন ক্ষত,
কে জেনেছে?
তোমার কেশের রাজি রৌদ্রছায়ায়,
মেঘের মায়ায়,
এলোচুলের ঐ কবরী, মন বাহারী,
কুসুম শুকায়।
দেখেছিলে স্বপ্ন তুমি যাকে নিয়ে,
মনের পরে, আপন ঘরে,
ভালোবাসা সেই তিথিতে,
খুব গোপনে গুমরে মরে।
তোমার মুখে ফোটে বোশেখের রোদ,
একটুও ছায়া নেই,
কেউকি বুঝেছে আড়ালে তাহার,
বেদনা লুকায়ে,
মনটাতো ভালো নেই?
স্মৃতিটাতো কাঠে-কার্বনে গড়া
সাদামাটা পেন্সিলে লেখা নয়,
ইরেজারে যার রেখা,
অতি সহজেই মুছে ফেলা যায়।
যে ফুল দলিয়াছে সে, তব নিষ্ঠুর পায়,
তারই হাহাকার জাগি কাঁদে বুকের তলায়।
উদাসী বাতাসী, সোনার গোধূলী,
বিরহে আভাসে, বেদনা উথলী,
ঠোটে থেকে যাওয়া ঐ প্রিয় স্বাদ,
আজো নিশীথের সাথে জাগে, সেই পুরাতন চাঁদ।
জানি তুমি রেখেছ ক্ষোভময় বুকে,
তোমার পুরাতন তাকে,
আমার সকাশ তোমার জীবনে,
কোন কি অর্থ রাখে?
তবু শুধু একবার বলি,
আমিও তোমাকে চাই,
তোমার হৃদয়ে আমার কায়ার,
হবে কি একটু ঠাই?
সে দিয়েছে তোমার বুকেতে,
প্লাবনের ভরা দুখ,
আমি দিতে চাই তোমার মনেতে,
ফাগুনের রাঙা সুখ।
একবার শুধু দুঃখ ভুলিয়ে, এই হাতে রাখো হাত,
তমশার রাত কেটে গিয়ে হবে, নতুন প্রভাত।
০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৭
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৮
মিজানুর রহমান মিলন বলেছেন: চমৎকার ! খুব ভাল লাগল।