নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
বিপন্ন জনপদ
---------------------- ড. রমিত আজাদ
নিঝুম রাতের নিস্তদ্ধতা ভাঙে অলুক্ষুণে হুতুম প্যাঁচা,
কার খন্ডিত মস্তক যেন আধারের আবছায়ায় ডুকরে কেঁদে ওঠে
একি মেঘের গর্জন, নাকি রাইফেলের গর্জে ওঠা?
অন্তিম নিশীথে আজ হেমন্তের রিক্ততা যেন,
অর্ধমৃত আর্ত রাত্রিতে নক্ষত্ররা কম্পমান,
নীমের শাখায় বসা ভীত শংকিত দোয়েল,
নীলান্ত আকাশের চাঁদে আজ রাহুর আগ্রাসন,
নদীও প্রসস্ত নয়, যে সেখানে গাইবে গাঙচিল,
ভাসবে কবির বজরা, কবিতার 'সোনার তরী',
পদ্মার ক্ষীণ স্রোত আজ তিস্তায় সংক্রমিত হয়,
সহস্র আঁখিতে প্রতিফলিত হয় ধুসর প্রকৃতি।
বিপন্ন জনপদ তুমি ক্ষুধা ও তৃষ্ণার অন্তহীন ঢল,
রাঙা রাজকন্যা নয়, নববধুর বেশে
কাটাতারে ঝুলন্ত কিশোরীর দেহ।
পুরনো হৃদয়ে আজ আর প্রেম জাগেনা,
নারীর নিবিড় শরীরও হয়ে ওঠে আকর্ষণহীন,
তথাকথিত ভদ্রলোকেরা উপেক্ষা করে যায়,
অশ্রুভেজা, সিক্তবসনা নারীরা প্রতীক্ষা করে।
ধীরে ধীরে মস্তিষ্কের ভিতরে যে বীজ হয়েছিলো গাঁথা,
তার শিকড় আজ অনেক গভীরে,
আজ আর আমরা ব্যাথাকে ব্যাথা বুঝিনা,
প্রেমকে প্রেম বুঝিনা,অপমানকে প্রশংসা ভ্রম করি!
এক ভয়ংকর মিথ্যায় ধরা দিয়ে,
চুম্বনের স্বাদও ভুলে গিয়েছি সেই কবে!
হে অধম!
ড্রাকুলার চুম্বনে প্রেম থাকেনা,
ঐ ক্রুর চুম্বন উপহার দেয় রক্তহীন ফ্যাকাশে শরীর।
আমাদের নীরবতায় বাড়ে তাদের ধৃষ্টতা!
এগিয়ে আসতে আসতে হঠাৎ ঝাঁপিয়ে পড়বে ।
না, ঝাঁপাতে দেয়া যাবেনা,
ঠিক তার আগেই টুটি চেপে ধরতে হবে,
এ পাপ ক্ষমাহীন! একদিন ঠিকই মাশুল গুনবে।
হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চাও?
না ব্যাথা নয়, জেগে উঠবে দ্রোহ।
এই গুমোট গরমে আর কতদিন?
ঝড় দেখবে ঝড়, রুদ্র কালবোশেখী নৃত্য!
কৃষক প্রার্থনায় নতজানু হয় স্রষ্টার কাছে,
ফসলের আকাঙ্খায়।
লুন্ঠন, চৌর্যের লোভে নয়!
কি করে আমি তাকে তুলে দেই শকুনের হাতে?
এইটুকুই তো কেবল রয়েছে আমার বাকী, আমার শেষ সম্বল,
আমার বসত-বাড়ী, পবিত্রভূমী, সে যে আমার স্বদেশ!
ছিনিয়ে নিয়ে যেতে চায় আমার জন্মভূমী,
কি দুঃসাহস! কত বড় স্পর্ধা!
জেন রেখো শকুন,
সাম্রাজ্য গড়ে, সাম্রাজ্য ভাঙে,
রোম ও পারস্যও একদিন ধ্বসে গেছে,
সীজারের দেহ আজ শুধুই মৃত্তিকা,
ইতিহাস কেবলই শৃঙ্খল নয়,
সেখানে আরো রয়েছে শিকল ভাঙার গান।
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৭
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।
২| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩১
অন্ধবিন্দু বলেছেন:
আমাদের নীরবতায় বাড়ে তাদের ধৃষ্টতা!
কথা সত্য। কথা সত্য।
চলুন, সবাই মিলে গেয়ে উঠি শিকল ভাঙার গান।
ধন্যবাদ, রমিত।
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩০
রমিত বলেছেন: ধন্যবাদ অন্ধবিন্দু।
চলুন, গেয়ে উঠি শিকল ভাঙার গান।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কিছু কথা বলে দিলেন।ভাল হয়েছে ।
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৪
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৭
অদৃশ্য বলেছেন:
চমৎকার লেগেছে লিখাটি...
শুভকামনা...
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৪
রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ
৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৫
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পদ্মার ক্ষীণ স্রোত আজ তিস্তায় সংক্রমিত হয়,
সহস্র আঁখিতে প্রতিফলিত হয় ধুসর প্রকৃতি।
ড্রাকুলার চুম্বনে প্রেম থাকেনা,
ঐ ক্রুর চুম্বন উপহার দেয় রক্তহীন ফ্যাকাশে শরীর।
দারূন কবিতা লিখেছেন রমিত । অনেক ভালোলাগা । ++
সময় হলে আমার ব্লগ ভিলেজে আসুন ।
২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০২
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনার লেখা কয়েকটা কবিতা পড়েছি। খুব সুন্দর!
৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
কি করে আমি তাকে তুলে দেই শকুনের হাতে?
এইটুকুই তো কেবল রয়েছে আমার বাকী, আমার শেষ সম্বল,
আমার বসত-বাড়ী, পবিত্রভূমী, সে যে আমার স্বদেশ!
দারুণ কবিতা।
+++++
২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৬
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ
৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৯
রমিত বলেছেন: কবিতাটি নির্বাচিত পাতায় দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।
৮| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৯
মাথা ঠান্ডা বলেছেন: ভালো লাগলো।
২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
রমিত বলেছেন: ধন্যবাদ।
৯| ২২ শে মে, ২০১৪ দুপুর ১২:০০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনার ফেবু একাউন্ট টা একটু দেয়া যায়? আপনার সাথে একটু কথা বলার দরকার ছিল .........
বিরক্ত হলে দুঃখিত........
২৪ শে মে, ২০১৪ সকাল ১১:০৪
রমিত বলেছেন: Ramit Azad
আপনি বোধ ইতিমধ্যে আমাকে ফেইসবুক মেসেজ পাঠিয়েছেন। আমি উত্তর দিয়েছি।
ধন্যবাদ
১০| ২২ শে মে, ২০১৪ রাত ১০:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ফেইসবুকে আপনাকে কোন নামে পাওয়া যাবে? যাই হোক, ফেইসবুকের এ স্টেটাসটি পড়ার জন্য অনুরোধ করছি। শীঘ্র রিসপন্স করবেন আশা করি।
সম্ভব হলে আমাকে আপনার ফ্রেন্ডলিস্টে এ্যাড করুন।
শুভেচ্ছা।
২৪ শে মে, ২০১৪ সকাল ১১:০৬
রমিত বলেছেন: https://www.facebook.com/ramit.azad
রেসপন্স করেছি।
আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের নীরবতায় বাড়ে তাদের ধৃষ্টতা!
এগিয়ে আসতে আসতে হঠাৎ ঝাঁপিয়ে পড়বে ।
না, ঝাঁপাতে দেয়া যাবেনা,
ঠিক তার আগেই টুটি চেপে ধরতে হবে,
এ পাপ ক্ষমাহীন! একদিন ঠিকই মাশুল গুনবে।
হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চাও?
না ব্যাথা নয়, জেগে উঠবে দ্রোহ।
এই গুমোট গরমে আর কতদিন?
ঝড় দেখবে ঝড়, রুদ্র কালবোশেখী নৃত্য!
++++++++++++++++++++++++++++
উলোট পাল্ট হয়ে যাবে লুটেরাদের স্বপ্ন! কোটি জনের স্বপ্নে ভেঙ্গে তুমি সূখের স্বপ্ন পেতে চাও?! তা কি করে হয়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আসুক ঝড়।
প্রলয় নাচনে, লন্ডভন্ড করে দিক যত লুটেরা, সাম্রাজ্যবাদী আর মিরজাফরদের!!!!