নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
ব্যবসায়ীদের কবলে রাজনীতি' না 'রাজনীতিবিদদের কবলে ব্যবসা'?
----------------------------------------------------- ড. রমিত আজাদ
এক বৎসর আগের কথা। প্রবেশ করলাম ঢাকার গুলশানের ব্যাটন রৌজ রেস্টুরেন্ট-এ। উদ্দেশ্য, আমার আমেরিকা প্রবাসী এক বন্ধুর সাথে কিছু সময় কাটানো ও ডিনার করা। এ সময় একজন বয়ষ্ক ব্যক্তি আমাকে প্রশ্ন করলেন, "আপনি কি আমাকে খুঁজছেন?" প্রবীন ব্যাক্তি তাই সালাম দিয়ে বললাম, "না, আপনাকে খুঁজছি না, আমার এক বন্ধু আসার কথা তাকে খুঁজছি।" তারপর সৌজন্যবশতঃ তাঁকে প্রশ্ন করলাম, "আপনার নাম কি?" তিনি আমার দিকে যেভাবে তাকালেন, তার মুখভঙ্গী দেখে মনে হলো যে, তাকে চিনতে পারছি না বলে তিনি বিব্রত। তারপর তিনি বললেন, "আমার নাম 'এক্স'। নামটি একজন খ্যাতিমান রাজনীতিবিদের নামের সাথে মেলে। আমি তাঁর দিকে ভালো করে তাকালাম। ঐ ব্যক্তিটিকে আমি দেখেছিলাম বছর পচিশেক আগে। তখন তরুণ ছিলেন। এরপর দীর্ঘকাল বিদেশে থাকার কারণে, অনেকেরই বর্তমান রূপ-চেহারার সাথে আমি পরিচিত নই। উনিই তিনি কিনা, সেটা নিশ্চিত হওয়ার জন্য আরেকটি প্রশ্ন করলাম, "আপনি কি করেন?" তিনি যদি বলতেন যে তিনি রাজনীতি করেন তাহলে আমি নিশ্চিত হতে পারতাম। কিন্তু তিনি উত্তর দিলেন, "আমি ব্যবসা করি"। আমি আবার সন্দেহে পড়ে গেলাম, ইনিই তিনি তো? যাহোক, প্রশ্ন করলাম, "আপনার অফিস কোথায়?" তিনি আবারো বিব্রত ভঙ্গীতে বললেন, "গুলশানে।" আমি বললাম, "ভালো ভালো! আমারো বনানীতে অফিস।" কিসের ব্যবসা সেটা আর জানতে চাইলাম না। একটু পরে আমার বন্ধু প্রবেশ করলেন, আমি পরিচয় করিয়ে দিলাম, "এইযে আমার বন্ধু, আমেরিকায় চাকুরী করেন। আর এই মুরুব্বী ব্যবসায়ী, গুলশানেই উনার অফিস।" সেই মুরুব্বী দেখলাম আরো বিব্রত হলেন।
আমরা অন্য একটি টেবিলে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর যাদের ভিতরে প্রবেশ করতে দেখলাম ও ঐ প্রবীন ব্যক্তিটির সাথে বসতে দেখলাম, তাতে আমার আর কোন সন্দেহ রইলো না যে, ইনিই সেই রাজনীতিবিদ। এবার প্রশ্ন, তিনি আমার কাছে তার পরিচয় রাজনীতিবিদ হিসাবে না দিয়ে ব্যবসায়ী হিসাবে দিলেন কেন?
(কিছুদিন আগে এস.এ.টি.ভি.-তে একটা প্রোগ্রাম করছিলাম, শিরোনাম 'ব্যবসায়ীদের কবলে রাজনীতি'। এখন ভাবছি কোনটা ঠিক? 'ব্যবসায়ীদের কবলে রাজনীতি' না 'রাজনীতিবিদদের কবলে ব্যবসা'।)
২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৯
রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ
২| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩১
শিশিরবাবু বলেছেন: ব্যবসায়ীদের কবলে রাজনীতি' না 'রাজনীতিবিদদের কবলে ব্যবসা'-এর কোনটাই আসল ব্যাপার নয়। প্রকৃত বাস্তবতা হল ব্যবসা, রাজনীতি, পেশা সবই আজ দূর্ণীতিবাজ দুর্বৃত্তদের কবলে। গোটা দেশটাকেই আজ সশস্ত্র হিংস্র দুর্বৃত্তরা গিলে ফেলেছে। আমরা ব্যবসায়ী, রাজনীতিবিদ, চাকুরেজীবি, পেশাজীবি, ছাত্র, বেকার সবাই মিলে নিজ দেশকে বাঁচাতে পারি কি না তাই দেখার বিষয়।
২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২০
রমিত বলেছেন: জ্বী, ঠিকই বলেছেন।
৩| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪২
ঢাকাবাসী বলেছেন: শিশিরবাবু, দেশকে আর বাঁচানো সম্ভব না মনে হয়!
২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২০
রমিত বলেছেন: অবস্থা খুব খারাপ
৪| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৯
শেখ মফিজ বলেছেন:
রাজনীতিই হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা ।
২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৯
রমিত বলেছেন: সহমত
৫| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৩
অপূর্ণ রায়হান বলেছেন: শেখ মফিজ এর সাথে একমত । কেমন আছেন আপনি ?
২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২০
রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
৬| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৭
অপূর্ণ রায়হান বলেছেন: ভালই আছি
৭| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৫
রিফাত হোসেন বলেছেন: দুইটাই
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:২১
রমিত বলেছেন: ঠিক।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৪
অন্য জগৎ বলেছেন: সামহোয়্যার ইন ব্লগের মত দোস্তবিডি নামে একটা নতুন ব্লগ চালু হয়েছে।এটা সবার জন্য উন্মুক্ত ।স্বাধীন , পরিচ্ছন্ন ও শতভাগ নিরপেক্ষ হওয়ায় এখানে আপনি আপনার মুক্ত চিন্তা প্রকাশ করতে পারেন । দোস্তবিডিতে আপনাকেও স্বাগতম।
দোস্তবিডি - http://www.dostbd.com