নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
ভর করিয়াছে আত্মা অশরীরি
--------------------------- ড. রমিত আজাদ
মুমূর্ষু ধরা, দিগন্ত জোড়া, রাঙা মেঘ ছেয়ে মগ্নি,
মেঘ নয় ওযে ভয়াল দত্যি, লেলিহান শিখা অগ্নি।
না হয় ফসল, নকল-আসল, না ফোটে গোলাপ আর,
ম্লান মুখে নেই প্রাণের ছোঁয়া, চারিদিকে হাহাকার।
শীতার্ত-ক্ষুধার্ত, চাউনি ভয়ার্ত, কাঁপিছে ধরণী স্বর্গ-মর্ত্য,
শীর্ণ দেহের বিদীর্ণ বক্ষ, শালিক যুগল ব্যাধের লক্ষ্য,
লক্ষীপ্যাঁচার অশুভ শর্ত, আসিতেছে কোন বিপদ মুহূর্ত,
জোনাকী নাচের ছন্দ-আনন্দ কবে যে হয়েছে ম্লান,
অশান্ত বসন্তে ফুলের অজান্তে কোকিল ভুলেছে গান।
তন্দ্রা হারিয়ে তমসা হয়েছে, তিমির প্রহর রাত্রী,
উদ্দাম ঝড়ে ভগ্ন জাহাজে দিশাহীন কিছু যাত্রী।
শুধু আশঙ্কা রণের ডঙ্কা বাজাবে কি বীর কান্ড লঙ্কা?
বীরের স্মৃতি, নারীর আকুতি, অশুভ প্রেতাত্মা, খোলা তরবারী,
ভুত-প্রেত দানো, এলোচুল ভারী, ভর করিয়াছে আত্মা অশরীরি।
মায়ের মমতা, বোনের স্নেহতা, প্রীয়তমা নারীর পরম আকুলতা,
রহিবে কি বেঁচে পিতার দৃঢ়তা, নারীর সম্ভ্রম, মেয়ের শ্লীলতা?
ক্রীতদাস হাসে বিদ্রুপ হাসি, রাজমুকুটে যেন পড়াবে সে ফাঁসী!
রহিবে না সে বন্দী কাহারো, ঘোষণা করিবে মুক্তি,
ছিনিয়া আনিবে আকাশের চাঁদ, সূর্যে জ্বালিবে নতুন প্রভাত,
এখানেই আজ, হয়ে যাক সাজ, লড়াই করিবে সত্যি।
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০২
রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ হয়েছে। বাস্তবতায় ভরপুর