নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

জীবনসঙ্গিনী না হলে, মর্মসঙ্গিনী হও

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫০

জীবনসঙ্গিনী না হলে, মর্মসঙ্গিনী হও
---------------------------- ড. রমিত আজাদ

ওরা জানতে চেয়েছিলো,
"তুমি কি কাউকে ভাবো কল্পিত তব, তোমার কাব্য লেখনে?"
"উদাস হয় কি তোমার তামসী কবিমন কাহারো হৃদয় মননে?"
আমি দৃঢ়চিত্তে ওদের বলেছিলাম,
ভাসাইনা আমার কাবিতার তরী, কাহারো ভাবনার জলে,
কারো অবয়ব ভাসেনা আমার কবিতার মায়াজালে।"

আমি ওদের মিথ্যে বলেছি প্রিয়া,
এই অতৃপ্ত মানসে তৃষা-জাগানিয়া,
কবে কোন কবি বলো,
লিখিয়াছে কেবল আপনার লাগি তাহার কবিতাগুলি?
মনের হরষে, আপন গরজে সাজিয়েছে পদাবলী?
মনোহর কেউ যদি মননে না রয়,
সেই কবিতা কি কভু সুকুমারও হয়?
যতক্ষণ যত কবিতা লিখি, জানি আমি জানি কবি,
ততক্ষণ আমার সমুখে ভাসে কেবলই তোমার ছবি।
কবিতার আখর-শব্দে, বাক্য-বাচনে
কথায়-কহনে, ভাষায়-ভাষণে
নিরলস ভাসে তোমার সরসী
নয়নের শোভা মনের সুরভী,
বাগানের ফুল গোলাপের গন্ধে
মনের ময়ুর নাচে কবিতার ছন্দে।

একি শুধু আমিই জানি?
কেন তুমি কি জানোনা? বোঝ না?
‘তুমিই আমার রাণী’।

যতই বলোনা কেন আমাকে গিয়েছ ভুলে,
অনেকদিন আগে পড়া কোন এক গল্পের মতো।
ঢাক-ঢোল পিটিয়ে যতই ঘটা করে
বলোনা তীব্র কন্ঠে কত
আমি বিশ্বাস করিনা!

ঐ উরাল-আন্ডিজ-এর সুউচ্চ-কঠিন পর্বতরাজী
সমতলভুমি হয়ে গেলেও আমি বিশ্বাস করিনা,
সাগানো, মন্টেভের্দে কিংবা আমাজনের সকল বৃক্ষরাজী
পুড়ে অঙ্গার হয়ে গেলেও আমি বিশ্বাস করিনা।
অতলান্তিক-প্রশান্ত কিংবা কোরাল সাগরের উত্তাল সব ঢল
মানস সরোবর, নিয়াসা বা চন্দ্রার টলমল সব জল
প্রচন্ড উত্তাপে বাস্পিভুত হয়ে গেলেও, আমি বিশ্বাস করিনা।

বলতো, এই পৃথিবীতে কবে কে ভুলতে পেরেছে প্রথম প্রেমের স্মৃতি?
বিদ্যুৎশিখা অকস্মাৎ অন্ধকার চিরে জাগিয়ে দেবে এই তো চিরকালীন রীতি,


সেই স্মৃতি নিয়েই তো কবিতা লিখি,
বাসনার অন্তরালে বসি
হৃদয়ের মায়াডোরে চলে কথামালার জালবোনা,
কাব্য পংক্তির বাহুডোরে সাজে বিরহের বেদনা।
আমি সব প্রলোভন ত্যাগ করতে পারি প্রিয়তমা সুদূরিকা,
কেবল ত্যাগিব না তোমার স্মৃতি ওগো চির দূরে থাকা।


প্রিয়তমা আমার,
আমি অনুরোধ করবো,
আমার লেখা কবিতাগুলো পড়ো,
কাব্যসুধার অশ্রুলেখায় আমাকে আবিষ্কার করো,
শাওনো-তিথিতে, বসন্ত-নিশীথে, চম্পক-বনে, খোলা বাতায়নে,
থেমে থেমে, থেকে থেকে, জেগে জেগে ওঠে হৃদয়ের তৃষা,
আমার অভাবে কবিতার ভাবে খুঁজে নিও তবে নতুন পথের দিশা

প্রিয় দূরে গিয়ে আরো প্রিয় হয় জেনো,
প্রথম হাসির প্রথম প্রনতি,
প্রথম প্রেমের প্রথম অনুভূতি,
চিরায়ত হয় মেনো ।
সুরের আসরে, ফুলের বাসরে,
সোনার আখরে, বিবশ প্রহরে,
ওগো বিস্তরি, সুরের লহরী,
স্নিগ্ধ নহরী, স্বপ্ন-সহচরী
জড়িয়েছিলাম সত্য তোমারে সুমধুর প্রণয়ের ডোরে,
বাঁধিতে পারিনি তোমায় কেবল পরিণয়ের মালাডোরে

সুহৃদ আমার, শুভার্থী আমার,
প্রণয়ী আমার, প্রিয়তমা আমার,
নাই বা হলে তুমি জীবনসঙ্গিনী, আমার বাটিকা-গৃহের,
বাতাসে খুলিয়া রাখী,
অন্ততপক্ষে হও মর্মসঙ্গিনী, আমার কবিতারাজীর
আকাশে মেলিয়া আঁখী।










মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক সুন্দর কবিতা । ভালোলাগা রইল ++

কেমন আছেন রমিত'দা ?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৬

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অপূর্ণ ভাই।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । পড়ে ভাল লাগল । :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০১

রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.