নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
পিঙ্গলনয়না - ১
---------------ড. রমিত আজাদ
কোন এক পিঙ্গলনয়নাকে নিয়ে
একটি কবিতা লিখতে চাই,
লিখবো লিখবো করে আর লেখা হয় না।
কচি পাতার ঘ্রান মিলিয়ে গিয়ে যেন,
ভেসে ওঠে গুমোট খড়ের গন্ধ।
খড়ের গাদার উপর বসে থাকা দোয়েল,
মেঘের স্পর্শ লেগে থাকা বিস্তীর্ণ নীল অম্বরে,
এই পাখা মেললো বলে।
বৃষ্টিস্নাত তৃষ্ণা মাঝে মাঝে জেগে ওঠে
তৃষাতুর মনে,
মনের আবেগ উথলে
একটি কবিতা ভেসে উঠতে চায়।
রাশ রাশ কাঁশফুল
হাতছানি দিয়ে ডাকে,
পিঙ্গলনয়না তুমিই কি সেই শুভ্রতার কন্যা?
যে আমাকে মুঠো মুঠো সুখের স্বপ্ন দেখায়?
নাহ! তোমাকে নিয়ে
একটি কবিতা লিখতেই হবে।
০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৭
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ
২| ০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০১
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++
এই কবিতাটাও খুব ভালো লাগলো রমিত'দা ।
ভালো থাকবেন
০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৮
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে অপূর্ণ।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:৩২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ভাললাগা কবিতা ।