নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
চুম্বনের স্বাদ
------------ ড রমিত আজাদ
আনত নয়নের তলে মিশে থাকা উদগ্র বাসনা,
তুলে ধরে পানপাত্র নেশাগ্রস্ত অধর মদিরার,
সর্বাঙ্গে গাহিয়া ওঠে গান প্রাচীন ঝর্ণার,
ধরা দিয়ে বাহুডোরে তৃষিত হৃদয় রাখে অধরে অধর।
কঠিন দেহের আলিঙ্গনে দুটি কোমল কুসুম,
হৃদয়ের ব্যকুলতা বাসনা হয়ে মিশেছে অধর মিলনে,
ঘণিভূত কুয়াশা ঝরেছে শিশির হয়ে ওষ্ঠদ্বয়ের স্পর্শরেখায়,
প্রণয়ে লাজ ভেঙে সজল আবেগে হয়েছে বিলীন ঐ চুম্বনের স্বাদে।
দু'টি রাঙা শতদল, অধরে অধর লাগি, বাজি ওঠে যৌবনসঙ্গীত,
কম্পমান মানব-মানবী ভাষাহীন প্রেমের ঘোরে মিটায় চির তৃষা,
অধর মিলনে খুঁজে পায় প্রশান্তি চির পিপাসিত যৌবন অবশেষে,
বক্ষ মাঝে জ্বলে ওঠা বহ্নিশিখা নিভে যায় অধরস্পর্শে।
লতায়ে পড়িছে দেহ, লভিছে আদর, বসন্তের সৌরভে,
অধরের তুলি টানি আঁকিবে রঙিন ছবি অধরের পটে,
কুলুকুলু সুরধ্বনী বাজি উঠে অধরবীণায়, ধরা দিয়ে বাহুপাশ,
কি এক রহস্যের আভাস, মর্তলোকে টেনে আনে স্বর্গের উচ্ছাস।
এ এক এমন সুধা, যেখানে ঘুঁচিছে তৃষা, বিরহ-বেদনা, দুঃখ-বিষাদ,
হোক সে ছলনা, তবুও কামনা, সুখের স্রোতেতে বয়ে যায় চুম্বনের স্বাদ,
বিদ্যুৎ চমক ঝলকিয়া ওঠে, আঁখি চায় আঁখিপাতে, অধরে অধর,
মানব-মানবীর সেই পুরাতন ক্রীড়া, চলিয়াছে, চলিতেছে, চলিবে জীবন ভর।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার। অনেক ভাল লাগল ++++++
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬
শাহ আজিজ বলেছেন: পুরাতন ক্রীড়া কেন?
নব নব কাম রতিক্রিয়া
উথাল পাতাল হতেছে হিয়া
আহা চুম্বনের সেকি স্বাদ
আনন্দধামে শুধুই বজ্রনিনাদ
--------------------------!!
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩
অন্ধবিন্দু বলেছেন:
স্বাদ পাইছি না গো ...
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++
ভালো থাকবেন