নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
সুমধুর মাধুরীতে নির্বান
---------------------- ড রমিত আজাদ
এখানে প্রতীক্ষার প্রহর রঙিন, দ্বিধান্বীত রোমাঞ্চে,
তবুও অকুল আশার ঢেউ ফুঁসে উঠে
দুর্বার আক্রোশে ভেঙে পড়ে মাধুরী তটে।
আমাকে বেধে নাও তুমি ঐ বাহুডোরে
নিবিড় আলিঙ্গনে অমৃতকল্প স্বপ্ন-ছোঁয়ায়,
তোমার আঁখি আরশী পৃষ্ঠে বিম্বিত দৃশ্য পটে,
আমি মোহতানে মোহাবিষ্ট কুহকী সম্মোহনে।
তৃষাতুর চিত্ত ছাপ ফেলে প্রেমাতুর হৃৎ-মৃত্তিকায়,
প্রকৃতির সেরা উপহার ধরা দেয় সীমাহীন মোহঘোরে,
গীতরাগিনীর জাগ্রত চির শীহরণ স্রোতে,
নিষ্কন্ট পুষ্পরাগে ঝংকৃত বেহাগের সুরলাহিরী।
যদি এই বিভাবরী হয় সর্বশেষ মম অসমাপ্ত জীবন-প্রাতে,
এই আলিঙ্গন, এই বাহুডোর, এই বন্ধন হোক শেষ নাট্যদৃশ্য,
আমি উন্মাদ হয়ে ছুটে যাবো সুখে নক্ষত্ররাজীর দেশে,
অধরে অধর সুধা পানে সুমধুর মাধুরীতে হবে নির্বান।
২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৮
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ।
২| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
অন্ধবিন্দু বলেছেন:
প্রেমিক মাত্রই কবি ! তাই না ?
২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৯
রমিত বলেছেন: সেরকমই বোধহয়।
আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৯
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +
শুভেচ্ছা