নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
জানালা ও আপেক্ষিকতা
---------------- ড. রমিত আজাদ
স্মৃতি একটি খোলা জানালা,
যার এপাশ-ওপাশ হয়
জোৎস্নায় মাখামাখি,
অথবা উজ্জ্বল রৌদ্রের মাতম।
জানালার এপাশে আমি,
আর ওপাশে তুমি,
এপাশটা বর্তমান,
আর ওপাশটা অতীত।
আবার ওপাশ থেকে যদি তুমি দেখো,
তাহলে ওপাশটা বর্তমান,
আর এপাশটা অতীত।
সবকিছুই আপেক্ষিক!
তোমার কি মনে পড়ে,
আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা নিয়ে,
কেমন গভীর আলোচনায় ডুবে যেতাম আমরা!
আইনস্টাইন বলেছিলেন, 'সময় আপেক্ষিক,
কোন কাঠামোতে সেটা কম,
কোন কাঠামোতে সেটা বেশি।'
এই নিয়ে আমরা হাসতাম,
আইনস্টাইন-এর বোধহয়
আমাদের মতো অভিজ্ঞতা হয়েছিলো,
নিরস ক্লাসরূমে সময় কিছুতেই শেষ হয়না,
আর যখন আমরা দুজন একান্তে,
অন্তরঙ্গ সময় কাটাই তখন
ঝড়ের গতিতে কেটে যায় কয়েক ঘন্টা
সময় ফুরিয়ে যায় এতো দ্রুত যেন,
কয়েক মিনিট পার হলো মাত্র!
এখন জানালার ওপাশে
সময় কেমন কাটে আমি জানিনা,
এপাশে সময় একদম কাটতে চায়না জানো,
'ডাইলেশন! টাইম ডাইলেশন।'
কতটুকু বিস্তৃত হবে জানিনা,
মৃত্যুর বিন্দুটাতেই যদি থেমে যায়,
তাহলে বেশ হবে!
তা নইলে তো বিস্তৃত হবে অনন্তকাল,
সেই সাথে অনন্ত যন্ত্রনা!!!!!!!
২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩
রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭
বাউল আলমগী সরকার বলেছেন: সুন্দর কবিতা----
২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪০
বলেছেন: ভালো লাগল++++
২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪
অন্ধবিন্দু বলেছেন:
ডাইলেটেড হয়ে গেলুম, রমিত। ধন্যবাদ নিন।
২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪
রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৮
কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো কবিতায় ।
২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১০
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দারুন লাগলো,কবি।