নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

ছোট মেয়েটির হাত ধরে তুমি

১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪২


ছোট মেয়েটির হাত ধরে তুমি
--------------------------------------------------- ড. রমিত আজাদ

হাসি-কান্নার ঝুলনে-দোলনে, যামিনীর কোলে বেদনা-বিহনে,
তোমার আঁখির চাওয়ার হাওয়ায়, হিয়া শিহরণে, মৃদু সমীরণে,
যতনা শঙ্কা তার চেয়ে বেশি খুশি, তব মধু অঙ্গনে,
রঙ্গ বিহঙ্গ গোধুলিলগনে মম প্রণয়ের প্রাঙ্গনে,
পুষ্প পসারিনি, বনের হরিণী, সুনীল সাগরপার,
আপন হয়ে তুমি এসেছিলে কাছে, তবু রয়ে গেলে চির পর।

কান পেতে পেতে শুনেছি তখনি তব নুপুরের সুর,
কাজের মাঝারে লুকিয়ে-চুরিয়ে হারিয়েছি বহুদূর।
মিলনের মালা তোমার গলায় পরানোর ছিলো আশঁসন,
মাণিক জ্বালা সন্ধ্যাতারার কত কলরবে, কি সে বরষণ!
দারুণ রৌদ্রে আবৃত গগণে, নিভৃত তারার ব্যাথা,
মেঘলা নিশির তমসা ছাপিয়ে, একাকী চাঁদের কথা।
পুষ্প পসারিনি, বনের হরিণী, সুনীল সাগরপার,
আপন হয়ে তুমি এসেছিলে কাছে, তবু রয়ে গেলে চির পর।

দিন গিয়েছিলো এক এক করে, পার হয়ে শত তিথি,
তোমাকে হারায়ে দেখিনি তোমার প্রতুল পুষ্প বিথী।
জানিনা তোমার মনে কি ছিলো, কি ছিলো তোমার কথা,
আমিতো কেঁদেছি তোমার বিরহে, যামিনীর আকুলতা!
আমার বাঁশরী কাঁদিয়া ফিরেছে তোমার বনের বায়ে,
একবার শুধু চেয়েছি দেখিতে, কাজল চোখের মায়ে।
অবশেষে আজ দেখেছি তোমায়, কৃষ্ণচূড়ার ছায়ে,
লাল পাঁপড়ির ঝরা পথে হেটে চলেছ চপল পায়ে।
একা নও তুমি, দুজনার কেতা, বৈভব সম, মাতা ও দুহিতা,
হাতে ধরা ঐ ছোট মেয়েটির রূপে, তোমারই মুখের শোভা!

মনে পড়ে আজ? একদিন আমি বলেছি তোমার কানে,
জায়া থেকে যবে হবে রে জননী, কালের স্রোতের টানে,
রবো নাকো আমি আর তোমার মনেতে, হবো না জলের খেলা,
সত্যিই আজ ভুলেছ আমাকে, না করো আধি, না হও উতলা।
যাই হোক তাও ভালো থেকো প্রিয়া দুহিতার হাত ধরে,
লুকানো স্বপ্ন, সাজানো পুষ্প, রাখিও জীবন ভরে।
পুষ্প পসারিনি, বনের হরিণী, সুনীল সাগরপার,
আপন হয়ে তুমি এসেছিলে কাছে, তবু রয়ে গেলে চির পর।




মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৬

মাঝিবাড়ি বলেছেন: আপন হয়ে তুমি এসেছিলে কাছে, তবু রয়ে গেলে চির পর।

দারুন

১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫২

রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

রমিত বলেছেন:

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১১

তৌফিক মাসুদ বলেছেন: ভাল লাগলো, শুভকামনা রইল।

১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪২

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৪

মনিরা সুলতানা বলেছেন: আশঁসন
এই শব্দ টা বুঝি নাই....

অনেক কঠিন, কিন্তু ভাল লেগেছে

১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ। আশঁসন শব্দের অর্থ Expectation, আকাঙ্ক্ষা, অভিলাষ ইত্যাদি।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯

রমিত বলেছেন: কবিতাটিকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০১

ফ্‌জলূল করিম বলেছেন:
দিন গিয়েছিলো এক এক করে, পার হয়ে শত তিথি,
তোমাকে হারায়ে দেখিনি তোমার প্রতুল পুষ্প বিথী।


========== সত্যি ভাল লাগল================


রংধনুকের পথে পথিক হারিয়েছিল পথ যেমন করে ।

শুভ কামনা রইল।

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪১

অন্ধবিন্দু বলেছেন:
রবো নাকো আমি আর তোমার মনেতে, হবো না জলের খেলা,
সত্যিই আজ ভুলেছ আমাকে, না করো আধি, না হও উতলা।


আহা ! উতলা করে দিলেন, রমিত।

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫১

রমিত বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৮| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ।

৯| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩১

Shaiful islam majumder বলেছেন: সত্যই দারুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.