নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
অবশেষে স্নিগ্ধ সকাল
-------------------- ড. রমিত আজাদ
অবশেষে স্নিগ্ধ সকাল নিয়ে আসে মৃদু মোলায়েম রোদ,
নিটোল পাহাড়ী ঝর্ণার কোমল নিস্বন গভীর অন্তস্রোতে।
অবশেষে স্নিগ্ধ সকাল মুছে ফেলে শীতল নিরুত্তাপ রাত,
নির্মেঘ অন্তরীক্ষে সূর্যকরোজ্জ্বল চুনূরি দু্যতির ক্রীড়া।
এখানে প্রিপাত্রী উৎসবে বন্য-আহলাদ বসন্তের অরণ্যে,
এখানে সজীব বৃক্ষপত্রে বিহ্বল সমীরণ নিরত বিভোর।
এখানে বিশৃংখল উর্বীরূহ তান্ত্রিক নিয়ন্ত্রণে দুর্বোধ ত্তলটান।
এখানে আয়ুষ্কাল জ্যোতিস্কপুঞ্জে নির্বাসিত ঋষির পরিত্রাণ।
বিক্ষুদ্ধ নক্ষত্রের উন্মাদনায় নিবাত চন্দ্রের সৌম্যতা,
প্রণয়ের ছিটেল সিনোটাফে নিশাচর ঋক্ষের অর্চনা।
তোমার নিবিড় কণ্ঠস্বরে ঝরা ষদুষ্ণ অকপট একরার,
সীমাহীন বদলে দিলো আমার ভুবন অমিত অপার!
২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৩
অন্ধবিন্দু বলেছেন:
রমিত,
গভীর অন্তস্রোতে আমাদের ভুবন সত্যিই অমিত অপার হতে পারছে কি ?
২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬
রমিত বলেছেন: কঠিন প্রশ্ন!!!
মন্তব্যার জন্য ধন্যবাদ।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩
তুষার কাব্য বলেছেন: এখানে প্রিপাত্রী উৎসবে বন্য-আহলাদ বসন্তের অরণ্যে,
এখানে সজীব বৃক্ষপত্রে বিহ্বল সমীরণ নিরত বিভোর।
এখানে বিশৃংখল উর্বীরূহ তান্ত্রিক নিয়ন্ত্রণে দুর্বোধ ত্তলটান।
এখানে আয়ুষ্কাল জ্যোতিস্কপুঞ্জে নির্বাসিত ঋষির পরিত্রাণ।
চমৎকার !
২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭
রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪২
শায়মা বলেছেন: খুবই সুন্দর!!!
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬
রমিত বলেছেন: