নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

ছায়াছায়া কায়া

০৪ ঠা মে, ২০১৫ ভোর ৫:২০

ছায়াছায়া কায়া

---------- ড. রমিত আজাদ





কত নির্ঘুম রাত্রি, এভাবেই কাটিয়েছি আমি,

বুনো চাঁদ আর তারাদের সাথে,

তোমার পায়ের শব্দ শুনবো বলে।



জোনাকীর প্রভা ঝিকমিক,

ঝিঁঝিঁর কলরবে মুখর বিভাবরী,

এতটা বিষন্ন কেন তবু?

প্রিয় তুমি কি আসবে না আর?



এখানে হৃদয় কাঁদে,

জীবনের অমোঘ উমেদ,

বাসনার অন্ত:পুরে উতক,

ডাকিনী পতত্রী নেত্রলোকে প্রাবরণ।





আঁধারের বুক চিরে উঠে আসা ছায়াছায়া কায়া,

কে তুমি চন্দ্রাবতী?

আমার প্রতীক্ষার সফলতা আজ চিৎকার করে মাঠে,

বিপুল হর্ষধ্বনী পেক্ষাগৃহে, তুমুল করতালি জনসভায়,

বর্ণিল বোশেখী মেলার উৎসব যেন দেশে,

অবশেষে তুমি এলে?

না কি এও এক কুহকী ইন্দ্রজাল,

প্রখর খরতাপে রুক্ষ মরুস্থলের নিষ্ঠুর আঁখিভ্রম?

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৫ ভোর ৬:৫১

মন ময়ূরী বলেছেন: ভাল লাগলো।

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ২:০৭

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ

২| ০৪ ঠা মে, ২০১৫ ভোর ৬:৫৬

কালের সময় বলেছেন: অসাধারন কাব্য রচনা । ভালো লাগলো । শুভ সকাল ।

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ২:০৭

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

শতদ্রু একটি নদী... বলেছেন: বেশ ভালো লেগেছে ভাই। :)

০৫ ই মে, ২০১৫ দুপুর ২:৫৮

রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ১২ ই মে, ২০১৫ রাত ১২:০১

সাদিয়া আক্তার বলেছেন: সবসময়ই ভালো লিখেন তবে এটা বেশি ভালো লাগলো।

১৭ ই মে, ২০১৫ দুপুর ২:১৪

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ সাদিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.