নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

আজ ঐতিহাসিক পলাশী দিবস

২৩ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৩

আজ ঐতিহাসিক পলাশী দিবস
------------------------ ড. রমিত আজাদ



যে মহান ব্যক্তিটির সাথে আমাদের বাঙালী জাতির ভাগ্য গাঁথা হয়ে গেছে তিনি হলেন নবাব সিরাজউদ্দৌলা। আগ্রাসী কূটকৌশলী ইংরেজ ও দেশীয় বিশ্বাসঘাতকদের হাতে নবাবের পতন কেবল একটি ব্যক্তির পতন ছিলো না, উনার পতনের সাথে সাথে আমাদের জাতিরও পতন ঘটে। একটি জাতির যখন উন্নয়ন ও শ্রীবৃদ্ধি ঘটে তখন জাতিটিকে স্বাধীন জাতি বলা যাবে, কিন্তু জাতিটির যদি ক্রমাগত অবনতি ঘটতে থাকে তখন সেই জাতিটিকে পরাধীন জাতি বলতে হবে। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর থেকে জাতির ক্রমাগত অবনতি ঘটতে থাকে ও আমরাও ধীরে ধীরে শ্রীহীন হয়ে যেতে থাকি। এটাই পরাধীনতা। এভাবেই নবাবের ভাগ্যের সাথে আমাদের ভাগ্য গাঁথা হয়ে গেছে।

নবাব সিরাজউদ্দৌলার নানা আলিবর্দী খান নিজ গুনে সমাজের উঁচু মহলে স্থান করে নিয়েছিলেন এবং কঠোর অধ্যবসায়ের পর একসময় তিনি এদেশের সর্বচ্চো পদ অধিকার করতে সমর্থ হয়েছিলেন। তিনি বাংলাদেশকে ভালোবাসতেন ও প্রজাহিতৈষী ছিলেন। দেশকে তিনি রেখেছিলেন সুশাসনে।

নবাব সিরাজউদ্দৌলার জন্ম এই রূপসী বাংলায় (তৎকালীন রাজধানী মুর্শিদাবাদে)। উনার জন্ম তারিখ ও বৎসর নিয়ে ইংরেজরা অনেক বিভ্রান্তি ছড়িয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, উনার জন্ম ১৯ শে সেপ্টেম্বর ১৭২৭ সালে।

নবাব আলিবর্দী খানের কোন পুত্র সন্তান ছিলনা। নাতিদের মধ্যে মীর্জা মোহম্মদ সিরাজউদ্দৌলাই যোগ্যতম ও দেশপ্রেমিক ছিলেন। তাই আলিবর্দী খান তাঁকেই পরবর্তি নবাব হিসাবে ঠিক করেছিলেন। সিরাজউদ্দৌলাও সবসময় নানার সাথে ছায়ার মতো লেগেছিলেন। তিনি আলিবর্দী খানের সাথে একাধিক যুদ্ধে সরাসরি অংশগ্রহন করে বীরত্ব প্রদর্শন করেছিলেন।

সিরাজউদ্দৌলা তার নানা ইংরেজদের পিলে কাঁপানো কঠোর শুশাসক আলিবর্দী খানকে মৃত্যু শয্যায় কথা দিয়েছিলেন বাংলাদেশকে তিনি সুশাসনে রাখবেন ও যেকোন মূল্যে তাকে রক্ষা করবেন। নানার মতো তিনিও দেশকে ভালোবাসতেন ও প্রজাহিতৈষী ছিলেন।

নবাব সিরাজউদ্দৌলা ও তার নানা আলিবর্দী খান দুজনই শিক্ষিত মানুষ ছিলেন। শিক্ষার প্রতি নবাব আলিবর্দী খান প্রগাঢ় অনুরাগ ছিল। তিনি শিক্ষিতদের সমাদর করতেন ও পৃষ্ঠপোষকতা করতেন। তার আমলে বাংলার ফার্সী সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞান-এর বিশেষ উন্নতি হয়েছিল। ইতিহাসবিদ গোলাম হোসেন তাবাতাবাই লিখেছেন, নবাব আলিবর্দী খান প্রতিদিন দুই ঘন্টা আলেমদের সাথে জ্ঞানালোচনা করে কাটাতেন। মুহম্মদ আলী ফাজিল, হাকিম হাদী আলী খান, নকী কুলী খান, মির্যা হোসেন সেসেবি এবং আরো অনেক পন্ডিত ব্যাক্তি এই আলোচনায় যোগ দিতেন।

মুহম্মদ আলী ফাজিল ধর্ম, দর্শন প্রভৃতি শাস্ত্রে ব্যুৎপন্ন ছিলেন। হাকিম হাদী আলী খান চিকিৎসা শাস্ত্রে খুব খ্যাতি অর্জন করেছিলেন। তাকে সে যুগের গ্যালেন আখ্যায়িত করা হয়েছিল। হাকিম তাজুদ্দিন মুর্শিদাবাদের আরেকজন বড় চিকিৎসা বিশারদ ছিলেন। কাযী গোলাম মুজাফফর, মুহম্মদ হাযিন, শাহ মুহম্মদ হাসান, আবুল কাশিম ও সৈয়দ মুহম্মদ আলী সেই সময়ের খ্যাতনামা পন্ডিত ছিলেন। ইতিহাস লেখক ইউসুফ আলী নবাবের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। বিখ্যাত ইতিহাস গ্রন্থ 'সিয়ার-উল-মুতাক্ষেরীণ' রচয়িতা গোলাম হোসেন তাবাতাবাইও নবাব আলীবর্দী ও সিরাজউদ্দৌলার অনুগ্রহ লাভ করেছিলেন। নবাব আলীবর্দী এতই সুশাসক ছিলেন যে তার সময়ে বাংলা ঐশ্বর্য্যশালী হয়ে উঠেছিল। সেই ঐশ্বর্য্যশালী বাংলাকে রক্ষা করারই প্রাণান্ত চেষ্টা চালিয়েছিলেন তার আদরের নাতি নবাব সিরাজউদ্দৌলা মনসুর-উল-মুল্ক। কিন্তু গুটিকতক বেঈমানের হঠকারিতায় সেই ঐশ্বর্য্য পড়ে শঠ-প্রতারক-লোলুপ ইংরেজদের হাতে। শুরু হয় লুন্ঠনের এক নবযুগের সূচনা - প্রটেস্টান্ট সাম্রাজ্যবাদ। বাংলার সকল ঐশ্বর্য্য স্থানান্তরিত হয়ে যায় ইংল্যন্ডে।

সিংহাসনে আরোহনের পর ১৪ মাস ১৪ দিন নবাব সিরাজউদ্দৌলা পাগলের মতো ছুটে বেড়িয়েছিলেন এই বাংলার পথে-প্রান্তরে। মুর্শিদাবাদ থেকে কাশিমবাজার, কাশিমবাজার থেকে আলীনগর (কোলকাতা), আলীনগর থেকে পলাশী, সহস্রাধিক কিলোমিটার তিনি ছুটে বেড়িয়েছিলেন। সেই হিসাবে উনার গতিবেগ ছিলো আলেকজান্ডারের চাইতেও বেশী।

ক্ষমতার দখলের লড়াই ও দ্বন্দ্ব চিরন্তন তবে ১৭৫৭ সালে যা ঘটেছিলো তা একেবারেই ব্যাতিক্রমী। এখানে তরুণ নবাবের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছিলো কেবল দেশীয় ক্ষমতালিপ্সুরাই নয় বরং সুচারুরূপে সেখানে ঢুকে পড়েছিলো ইংরেজ বেনিয়ারা। ঘটনাটা সেখানেই। দেশীয় ষড়যন্ত্রকারীরা হয়তো ভেবেছিলো ইংরেজদের দিয়ে একটি নাটক করিয়ে তারা নবাবকে হটিয়ে নিজেরা রাজ্য দখল করে নেবে। আর ইংরেজ মনে মনে ঠিক করে রেখেছিলো, 'সূচ হয়ে ঢুকবো ফাল হয়ে বেরিয়ে যাবো।' এবং তারা সেটাই বাস্তবায়িত করেছিলো। মূর্খ মীরজাফররা বুঝতে পারেনি যে, আমার ঘরের চাবি যদি অন্যের হাতে চলে যায়। সে আমাদের আলমারী খুলে সর্বস্ব লুটে নেবে। আমার ঘরে অপরের প্রবেশাধিকার যদি অবাধই হয়ে থাকে তাহলে আর আমরা দরজা তালা-চাবী ইত্যাদির ব্যবস্থা করতাম না।



এখন প্রশ্ন হলো, কেন নবাবের পতন ঘটলো? উত্তরটা এক কথায়ই দেয়া যায়, মীরজাফর ও তার সহযোগীদের বেঈমানীর কারণে। মীরজাফর যদি মসনদের লোভে ইংরেজদের সাথে গোপন ষড়যন্ত্রে লিপ্ত না হতো তবে আমরা দেশ হারাতাম না। আমাদের বাহুবল, অর্থবল কোনটারই কোন অভাব ছিলো না। পলাশীর প্রান্তরে নবাব সমাবেশ ঘটিয়েছিলেন পঞ্চাশ হাজার পদাতিক ও আঠারো হাজার অশ্বারোহীর। বিপরীতে ইংরেজদের ছিলো মাত্র তিন হাজার সৈন্য। এই তিন হাজারের মধ্যে আবার মাত্র আটশত ছিলো ইউরোপীয় সৈন্য, বাকীরা ছিলো স্থানীয় ভাড়াটে সৈন্য। আমাদের আটষট্টি হাজার সৈন্য কেবল তীর ছুঁড়ে মারলেই ঐ তিন হাজারের দফা রফা হয়ে যেত। কিন্তু তীর তো দূরের কথা কমান্ডের অভাবে তারা ঢিলও ছুঁড়ে মারেনি। হাজার হাজার সৈন্য পুতুলের মতো দাঁড়িয়ে ছিলো। এই নীরবতা নিশ্চুপতার সুযোগ নিয়ে ঐ তিন হাজারই তিন/চার কোটি মানুষের দেশ দখল করে নিলো।

১৭৫৭ সালের ২৩শে জুন যুদ্ধ নামক এক ষড়যন্ত্রে তিনি পরাজিত হন। এরপর তিনি পাটনা যাচ্ছিলেন সৈন্য-সামন্ত জোগাড় করে আবারও যুদ্ধ করে স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। কিন্তু আমাদের কপালের দোষ, নৌকাযোগে পাটনা যাওয়ার পথে বাংলাদেশের রাজশাহী মহানগরীর ওপারে ভগবানগোলায় স্ত্রী লুৎফুন্নিসা ও কণ্যা উম্মে জোহরা সহ হাতে তিনি ধৃত হন। অতঃপর তিনি নিহত হলেন ২রা জুলাই ১৭৫৭ সালে। তাকে জনসমক্ষে বিচার করে জনমত যাচাই করে ফাঁসি দেয়া হয়নি। ইংরেজদের ষড়যন্ত্রে মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে কাপুরুষের মত তাকে হত্যা করে সিরাজের আশ্রিত সিরাজের সাথে একই থালায় ভাত খাওয়া বেঈমান মোহম্মদী বেগ। আমাদের কপালের লিখন, আমাদের নবাবকে বাঁচাতে পারলাম না। আর এর খেসারত আমাদের দিতে হয়েছে পরবর্তি দু'শো বছর।



এরপর ইংরেজরা নবাবের চরিত্রে নানাভাবে কলঙ্কলেপন করতে থাকে। সিরাজউদ্দৌলার চরিত্রে কলঙ্ক লেপন করে কলকাতায় একটা মনুমেন্ট তৈরী হয়েছিল। তার নাম ছিল হলওয়েল মনুমেন্ট। পরবর্তিতে নেতাজী সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে, ৩রা জুলাই, ১৯৪০ এ হলওয়ের মনুমেন্ট অপসারণের জন্য সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিলেন । বাঙালী হিন্দু ও মুসলমানেরা এক ঐক্যবদ্ধ আন্দোলন করে ইংরেজদের বাধ্য করে ঐ হলওয়ের মনুমেন্ট তুলে নিতে। পরবর্তিতে পরবর্তিতে নেতাজী সুভাষচন্দ্র বসু, কবি কাজী নজরুল ইসলাম, মওলানা আকরাম খাঁ ও অন্যান্য দেশপ্রেমিক বুদ্ধিজীবিরা যথাযোগ্য মর্যাদায় ২৩ শে জুন পলাশী দিবস পালন করার উদ্যোগ গ্রহন করেন।


শুধুই কি মীরজাফর? না মীরজাফর একা ছিলো না। আমাদের সভাসদের আরো অনেকেই বেঈমান ছিলো। ঘসেটি বেগম, জগৎ শেঠ, উমিচাঁদ, রাজবল্লভ, রায়দুর্লভ, কৃষ্ণবল্লভ, ইয়ার লুতফ খাঁ, মীরণ, মোহম্মদী বেগ এরাও বেঈমানীর তালিকাভুক্ত। কেন তারা বেঈমানী করেছিলো? ব্যক্তিগত লোভে পড়ে। তারা দেশের কথা একবিন্দুও ভাবেনি।

ফল কি হয়েছিলো। পলাশীর ট্রাজেডির পরে দেশের সাথে সাথে তারাও সব কিছু হারিয়েছিলো। ইংরেজরাও মীরজাফরকে বিশ্বাস করেনি। ইংরেজরাও বুঝেছিলো বেঈমান বেঈমানই, যে নিজ দেশের সাথে বেঈমানী করতে পারে, ইংরেজদের সাথে তার বেঈমানী করতে কতক্ষণ? যেই নবাবীর জন্য মীরজাফর এতো কিছু করলো সেই নবাবী দুই বছরও টেকেনি। পরবর্তিতে ভয়াবহ কুষ্ঠরোগে মীর জাফরের মৃত্যু হয়। তার পুত্র মীরণ (যার নির্দেশে সিরাজকে হত্যা করা হয়েছিলো) মেজর ওয়ালসের নির্দেশে তাঁবুতে আগুন লাগিয়ে মীরণকে হত্যা করা হয় এবং প্রচার করা হয় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। মস্তিষ্ক বিকৃত অবস্থায় কুপে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে মোহাম্মদী বেগ। বিশ্বের অন্যতম ধণাঢ্য জগৎশেঠ ভ্রাতৃদ্বয় (মহাতপচাঁদ ও স্বরূপচাঁদ)কে মীর কাশিম বস্তায় পুরে পাথর ঝুলিয়ে মুঙ্গের দূর্গের শীর্ষ থেকে গঙ্গাবক্ষে নিক্ষেপ করে হত্যা করে। মহারাজ নন্দকুমারকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়। স্মৃতিভ্রংশ অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে উমিচাঁদেরও মৃত্যু হয়। যুদ্ধের পর রায় দুর্লভ কারাগারে নিক্ষিপ্ত হন এবং ভগ্নস্বাস্থ্য নিয়ে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। ইয়ারলতিফ অকস্মাৎ নিরুদ্দেশ হয়ে যান। অনেকের ধারণা তাকে হত্যা করা হয়। ঘসেটি বেগম মারা গিয়েছিলো বুড়িগঙ্গার পানিতে ডুবে। রাজবল্লভের মৃত্যুও হয়েছিল মর্মান্তিকভাবে। রবার্ট ক্লাইভ নিজ হাতে গলায় ক্ষুর চালিয়ে আত্মহত্যা করে। বিলাতে যাওয়ার পথে জাহাজ ডুবিতে স্ক্রাফটনের মৃত্যু হয়। যুদ্ধের পর বরখাস্ত হয়ে মনের দুঃখে ও অনুশোচনায় বিলাতে অকস্মাৎ মৃত্যুবরণ করেন ওয়াট্স্। তালিকাকাভুক্ত সব বেঈমানই কোন না কোন অপঘাতে নিহত হয়।

নবাব পরিবারের পুরো ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকগুলোতে পাওয়া যায়না। তাই অনেকেরই জানা নেই যে, পরম করুণাময়ের কৃপায় নবাবের বংশধরেরা টিকে আছে। নবাবের একমাত্র কন্যা উম্মে জোহরার বিবাহ হয় সিরাজের আপন ভ্রাতুষ্পুত্র মুরাদউদ্দৌলার সাথে। তবে ইংরেজ আমলে তারা নীরবে নিভৃতে দুঃখ কষ্টের মধ্যে দিন অতিবাহিত করেন। একসময় ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ্র কর্ঙোচর হয় নবাব পরিবারের দুঃখের কথা। তিনি ঢাকার আহ্সান মঞ্জিল থেকে ১৬/০৬/১৯১৩ সালে লিখিত এক পত্রে তদানিন্তন বাংলার গভর্নরের নিকট সিরাজউদ্পদৌলা পরিবারের ৬ষ্ঠ বংশধর সৈয়দ জাকি রেজাকে একটি সম্মানজনক চাকুরী দেয়ার সুপারিশ করেন। উনার সুপারিশে সৈয়দ জাকি রেজা একটি সম্মানজনক চাকুরী পান। সপ্তম বংশধর সৈয়দ গোলাম মুর্তজা ১৯৪৭ সালে মুর্শিদাবাদ থেকে পূর্ব বাংলায় চলে আসেন। তিনি সরকারী চাকুরী করতেন। ১৯৮৪ সালের ফেব্রুয়ারী মাসে প্রথিতযশা সাংবাদিক ফজলে লোহানী তার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান (বিটিভি-তে প্রচারিত) 'যদি কিছু মনে না করেন'-এ জনাব ,সৈয়দ গোলাম মুর্তজা-কে পরিচিত করিয়ে দেন। নবাব সিরাজউদ্দৌলার অষ্টম বংশধর সৈয়দ গোলাম মোস্তফা পিডিবি-র এক্সিকিউটিভ ইন্জিনিয়ার ছিলেন। নবম বংশধর সৈয়দ গোলাম আব্বাস আরেব ওরফে নবাবজাদা আব্বাসউদ্দৌলা একজন লেখক। আমাদের দেশে অনেক শহীদ পরিবার, বুদ্ধিজীবি পরিবার ও ক্ষতিগ্রস্ত অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গের পরিবারবর্গ সরকারী সাহায্য, সহযোগীতা ও আনুকুল্য পেয়েছে। নবাব সিরাজউদ্দৌলা পরিবারকেও মর্যাদার আসনে অধিষ্ঠিত করা হোক, সমাজের কাছে এই দাবী আমরা করতে পারি।


পলাশীর যুদ্ধের পর ইংল্যান্ডের যা যা লাভ হয়েছেঃ
ইতিহাসের পাতায় পলাশী যুদ্ধোত্তর লুণ্ঠনের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ রয়েছে। একটি বিবরণ হতে জানা যায় ১৭৫৭ থেকে ১৭৮০ সাল পর্যন্ত ২৩ বছরে বাংলা থেকে ইংল্যান্ডে পাচার হয় ৬০ কোটি টাকা। এ ছাড়া হীরা, জহরত, স্বর্ণ, স্বর্ণের বার যা ছিল তার হিসাব পাওয়া দুষ্কর। শুধুমাত্র নবাবের হীরাঝিল প্রাসাদেই সঞ্চিত ছিল ১ কোটি ৭৬ লাখ রৌপ্যমুদ্রা, ৩২ লাখ স্বর্ণমুদ্রা, দুই সিন্দুক অমুদ্রিত স্বর্ণপিন্ড, ৪ বাক্স হীরা জহরত, ২ বাক্স চুনীপান্না প্রভৃতি মূল্যবান পাথর। এর সবগুলোই লুণ্ঠিত হয়।
এই বাংলার লুন্ঠিত সম্পদেই ইংল্যান্ডে সাধিত হয় শিল্প বিপ্লব। যার ফল তারা আজও ভোগ করছে। ব্রিটিশ সাংবাদিক ও রাজনীতিবিদ উইলিয়াম ডিগবী (Sir William Digby) বলেছিলেন
England's industrial supremacy owes its origin to the vast hoards of Bengal and the Karnatik being made available for her use....Before Plassey was fought and won, and before the stream of treasure began to flow to England, the industries of our country were at a very low ebb. ('Prosperous India: A Revelation,' p. 30.)


পলাশীর যুদ্ধের পর বাংলার যা যা ক্ষতি হয়েছেঃ
ঐ সময় মানুষের জীবনযাত্রার মান ছিল যথেষ্ট স্বচ্ছল। পাঁচ সদস্য বিশিষ্ট একটি পরিবারের ভাত, মাছ, গোশত, দুধ, ঘি, চিনি ইত্যাদি খেয়ে, সাধারণ মানের পোষাক পরে এক মাস চলার জন্য প্রয়োজন হতে মাত্র ১ টাকা ৪ আনা।

পলাশীর যুদ্ধের মাত্র ১৩ বছর পর ১৭৭০ সালে বাংলায় যে ভয়াবহ মন্বন্তর হয় তাতে বাংলা ও বিহারের প্রায় এক তৃতীয়াংশ মানুষ প্রাণ হারায়।

বাঙালী ব্যবসায়ীদের হাত থেকে সকল ব্যবসা-বাণিজ্য ইংরেজরা কেড়ে নেয়। মসলিন শিল্পিদের হত্যা করে ও তাদের আঙুল কেটে নেয়। তাতীদের তাত চালানো বন্ধ করে দেয়। এভাবে আমাদের সহস্র বছরের বস্ত্র শিল্পের ধ্বস নামিয়ে ফেলে।

আমাদের সাহসী ও দক্ষ সৈনিকদের সাহায্য নিয়ে ইংরেজরা একসময় গোটা ভারত দখল করে। তারপর সেই বাঙালী সৈন্যদেরই সেনাবাহিনী থেকে ছুড়ে ফেলে দিয়ে রিক্রটমেন্ট বন্ধ করে দিয়ে, অপপ্রচার চালিয়ে দেয় যে বাঙালী মার্শাল রেস নয়।

দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো একে একে বন্ধ হতে থাকে। এক সময় তারা আমাদের ভাষায় শিক্ষা চর্চা বন্ধ করে বাংলায় অপ্রচলিত ইংরেজী ভাষায় শিক্ষা চালু করে, ফলে জাতি চিরকালের মত অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। এবং শিক্ষার সাথে সাথে অর্থনীতি ও অন্য সব ক্ষেত্রেই পতন ঘটে।

পৃথিবীর ইতিহাসে 'ইসলামিক গোল্ডেন এজ' বলে একটি সময়কাল রয়েছে এর সূত্রপাত ৬১০ খ্রীষ্টাব্দে, এই যুগে মুসলিম বিজ্ঞানী ও মণিষীদের অবদানে সমৃদ্ধ হয়েছে জ্ঞানের বিভিন্ন শাখা যারপরনাই উপকৃত হয়েছে মানবজাতি। এই যুগের পতনের সূত্রপাত ঘটে ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর প্রান্তরে।


ইংরেজ লর্ড ম্যাকলে ১৮৩৫ সালের ২রা ফেব্রুয়ারী ব্রিটিশ পার্লামেন্টে যে বক্তৃতা দিয়েছিলো তা লক্ষ্যণীয়।

"I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such calibre, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation." - Lord Macaulay)

লর্ড ম্যাকলে ভারত উপমহাদেশের আধ্যাত্মিকতা ও সংস্কৃতির ক্ষমতা শনাক্ত করতে পেরেছিলো। বৃটিশ সরকার ম্যাকলের প্রস্তাবকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলো। এবং সেই অনুসারে পলিসিও তৈরী করে। ১৮৩৫ থেকে ১৯৪৭ এই সুদীর্ঘ ১১২ বছর ছিলো মূলতঃ ঐ পলিসিরই বাস্তবায়নের যুগ। যার ফলে আমাদের উপর জোর করে চাপিয়ে দেয়া ইংরেজী ভাষার ব্যাপক প্রভাবে আমরা আমাদের জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতি-ঐতিহ্য, আদর্শ-আধ্যাত্মিকতা, এক কথায় স্বকীয়তা হারিয়েছি। পাশাপাশি হারিয়েছি নৈতিক মূল্যবোধ ও ধীশক্তি! পরাধীনতার শৃংখলটাকেই আমাদের ভাগ্য বলে মনে নিয়েছি। নৈতিক মূল্যবোধ ও মনোবলের অভাবে আমরা মেরুদন্ড সোজা করে দাঁড়াবার শক্তি অর্জন করতে পারিনি বহুকাল। সেই সুযোগে চলেছে আমাদের দেশে প্রচলিত পুরাতন শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতি-ঐতিহ্য, আদর্শ-আধ্যাত্মিকতা, ইত্যাদির ধ্বংসযজ্ঞ। যাতে আমরা সচেতন হয়ে উঠলেও খুব সহজে তাকে আর ফিরে পেতে না পারি।


ইতিহাসবিদরা বলে থাকেন, "ইতিহাসের শিক্ষাটা হলো এই যে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়না।"
জানিনা কথাটি শতভাগ সঠিক কিনা? তবে ইতিহাস থেকে শিক্ষা নেয়াটা অতীব জরুরী।

তথ্যসূত্রঃ
১। Click This Link
২। বাংলাদেশের ইতিহাস: ড. মুহাম্মদ আবদুর রহিম, ড. আবদুল মমিন চৌধুরী, ড. এ. বি. এম. মাহমুদ, ড. সিরাজুল ইসলাম


মন্তব্য ৩১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:



"সিংহাসনে আরোহনের পর ১৪ মাস ১৪ দিন নবাব সিরাজউদ্দৌলা পাগলের মতো ছুটে বেড়িয়েছিলেন এই বাংলার পথে-প্রান্তরে। মুর্শিদাবাদ থেকে কাশিমবাজার, কাশিমবাজার থেকে আলীনগর (কোলকাতা), আলীনগর থেকে পলাশী, সহস্রাধিক কিলোমিটার তিনি ছুটে বেড়িয়েছিলেন। সেই হিসাবে উনার গতিবেগ ছিলো আলেকজান্ডারের চাইতেও বেশী। "

-পাগলের মতো ছুটে বেড়িয়েছিলেন? কি লিখছেন এগুলো?

২৩ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৬

রমিত বলেছেন: আমি লক্ষ্য করেছি, আপনি ওৎ পেঁতে থাকেন। যখনই প্যাট্রিওটিক কোন পোস্ট হয়, সাথেসাথেই আপনি খুব সুক্ষ্মভাবে স্বদেশবিরোধী মন্তব্য করেন। কারণটা কি? আপনার উদ্দেশ্য কি? কে আপনি?

২| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:০৩

রমিত বলেছেন: লেখাটিকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।

৩| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:২২

কাবিল বলেছেন:

২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:৪৮

রমিত বলেছেন: জ্বী, আজ পলাশী দিবস।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৪| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:২৬

চাঁদগাজী বলেছেন:

" সিংহাসনে আরোহনের পর ১৪ মাস ১৪ দিন নবাব সিরাজউদ্দৌলা পাগলের মতো ছুটে বেড়িয়েছিলেন এই বাংলার পথে-প্রান্তরে।"

পলাশীর যুদ্ধ, বা নবাব সিরাজউদ্দৌলার উপর লিখতে গিয়ে, উপরের বাক্যটি আপনি লিখেছেন; এসব লেখার কোন মুল্য আছে?
-আমি কে? আমি পাঠক, ব্লগার!

২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:৪২

রমিত বলেছেন: মূল্য অবশ্যই আছে। নবাব সিরাজউদ্দৌলা একজন সুশাসক ও দেশপ্রেমিক ছিলেন। প্রজাবৎসল নবাব দেশসেবার উদ্দেশ্যে ও দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার জন্য দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে বেরিয়েছিলেন - এই কথা বোঝানোর জন্যই তো উদ্ধৃত বাক্যটি লেখা। এনালজি বোঝেন তো?

৫| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:৫৩

চাঁদগাজী বলেছেন:
" দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার জন্য দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে বেরিয়েছিলেন - এই কথা বোঝানোর জন্যই তো উদ্ধৃত বাক্যটি লেখা। এনালজি বোঝেন তো? "

-এনালজি বুঝি।
কিন্তু নবাব সিরাজউদ্দৌলা "পাগলের মতো" ছুটে বেড়িয়েছিলেন, এনালোজীটা বুঝা কস্ট হয়ে যাচ্ছে। আশাকরি, আপনি উপকৃত হয়েছেন।

২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪২

রমিত বলেছেন: না উপকৃত হয় নাই।
আপনি খুব সুক্ষ্মভাবে স্বদেশবিরোধী মন্তব্য করেন। এটা আমি বুঝতে পারি।
আপনি যেকোন প্যাট্রিয়টিক লেখার পজিটিভ দিকগুলোকে উল্লেখ/প্রশংসা না করে, ইরিলেভেন্ট প্রসঙ্গ টেনে লেখাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেন।

৬| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ২:১৯

সরদার হারুন বলেছেন: লেখাটিতে অনেক না জানা কথা আছে, বিশেষ করে লেখার শেষের দিকে। আমি লেখককে না জানা কথা জানানোর জন্য
ধন্যবাদ জানাই ।

+++++++++++++++++++++++++++++++++++

২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪২

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ২৩ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

শতদ্রু একটি নদী... বলেছেন: অনবদ্য পোষ্ট। পলাশী নিয়ে পড়া সবচেয়ে ভালো লেখা। ++

২৩ শে জুন, ২০১৫ রাত ৯:৩৩

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৮| ২৩ শে জুন, ২০১৫ রাত ১১:২৭

শাশ্বত স্বপন বলেছেন: " ২৩শে জুন ১৭৫৭ সালে, স্বাধীন বাংলার সুর্য্য অস্ত গেলো", ধরণাটি কি সঠিক? না, ধরণাটি নয়; সেদিন আসলে যুদ্ধ হয়েছিল চাঁদগাছি লিখেছেন, নবাবী (রাজতন্ত্র) রক্ষা ও নবাবী দখলের জন্য; সেখানে ২টি পক্ষ ও কয়েকটি কোয়ালিশন ছিল; নবাবের পক্ষে ছিল ফরাসী বণিকদের বাহিনী; অন্য পক্ষ ছিল মীর জাফর ও ঘষেটি বেগমের কোয়ালিশন, তাদের পক্ষে বড় শক্তি ছিল ইংরেজ বণিকদের কর্পোরেশন, "ইস্ট ইন্ডিয়া কোম্পানী"। মীর জাফরের আরেক কোয়ালিশন ছিল নবাবের আরো কয়েকজন উপ-সেনাপতি। নবাব জানতেন উনি যুদ্ধ করছিলেন ইংরেজদের বিপক্ষে, মীর জাফর উনার সেনাপতি; মীর জাফর জানতেন উনি নবাবী দখল করবেন, ইংরেজেরা উনার মিত্র-বাহিনী।
নবাব সিরাজ উদ দৌলা পরাজিত হন, প্রাণ হারান মীর জাফরের লোকদের হাতে; ইংরেজদের হাতে দঃরা পড়লে উনি বাণনচার সম্ভাবনা ছিল।

আর ড. রমিত আজাদ লিখেছেন,সিংহাসনে আরোহনের পর ১৪ মাস ১৪ দিন নবাব সিরাজউদ্দৌলা পাগলের মতো ছুটে বেড়িয়েছিলেন এই বাংলার পথে-প্রান্তরে। মুর্শিদাবাদ থেকে কাশিমবাজার, কাশিমবাজার থেকে আলীনগর (কোলকাতা), আলীনগর থেকে পলাশী, সহস্রাধিক কিলোমিটার তিনি ছুটে বেড়িয়েছিলেন। সেই হিসাবে উনার গতিবেগ ছিলো আলেকজান্ডারের চাইতেও বেশী।
( আপনার জানা উচিত, রাজতন্ত্রে, রাজা, নবাব, জমিদারদের সাথে প্রজাদের তেমন কোন সম্পর্ক থাকে না। কোন ভোট নাই, তাই প্রজার দামও নাই। কোন নবাব,রাজা আসল গেল, প্রজারা তার খবরও রাখে না..। নবাব সরফরাজ থেকে আলীবর্দী খান মীরজাফর সাহায্যে কিভাবে ক্ষমতা নিয়েছিল? এভাবেই রাজতন্ত্র চলেছে, )
ফল কি হয়েছিলো। পলাশীর ট্রাজেডির পরে দেশের সাথে সাথে তারাও সব কিছু হারিয়েছিলো। ইংরেজরাও মীরজাফরকে বিশ্বাস করেনি। ইংরেজরাও বুঝেছিলো বেঈমান বেঈমানই, যে নিজ দেশের সাথে বেঈমানী করতে পারে, ইংরেজদের সাথে তার বেঈমানী করতে কতক্ষণ? যেই নবাবীর জন্য মীরজাফর এতো কিছু করলো সেই নবাবী দুই বছরও টেকেনি। পরবর্তিতে ভয়াবহ কুষ্ঠরোগে মীর জাফরের মৃত্যু হয়। তার পুত্র মীরণ (যার নির্দেশে সিরাজকে হত্যা করা হয়েছিলো) মেজর ওয়ালসের নির্দেশে তাঁবুতে আগুন লাগিয়ে মীরণকে হত্যা করা হয় এবং প্রচার করা হয় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। মস্তিষ্ক বিকৃত অবস্থায় কুপে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে মোহাম্মদী বেগ। বিশ্বের অন্যতম ধণাঢ্য জগৎশেঠ ভ্রাতৃদ্বয় (মহাতপচাঁদ ও স্বরূপচাঁদ)কে মীর কাশিম বস্তায় পুরে পাথর ঝুলিয়ে মুঙ্গের দূর্গের শীর্ষ থেকে গঙ্গাবক্ষে নিক্ষেপ করে হত্যা করে। মহারাজ নন্দকুমারকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়। স্মৃতিভ্রংশ অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে উমিচাঁদেরও মৃত্যু হয়। যুদ্ধের পর রায় দুর্লভ কারাগারে নিক্ষিপ্ত হন এবং ভগ্নস্বাস্থ্য নিয়ে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। ইয়ারলতিফ অকস্মাৎ নিরুদ্দেশ হয়ে যান। অনেকের ধারণা তাকে হত্যা করা হয়। ঘসেটি বেগম মারা গিয়েছিলো বুড়িগঙ্গার পানিতে ডুবে। রাজবল্লভের মৃত্যুও হয়েছিল মর্মান্তিকভাবে। রবার্ট ক্লাইভ নিজ হাতে গলায় ক্ষুর চালিয়ে আত্মহত্যা করে। বিলাতে যাওয়ার পথে জাহাজ ডুবিতে স্ক্রাফটনের মৃত্যু হয়। যুদ্ধের পর বরখাস্ত হয়ে মনের দুঃখে ও অনুশোচনায় বিলাতে অকস্মাৎ মৃত্যুবরণ করেন ওয়াট্স্। তালিকাকাভুক্ত সব বেঈমানই কোন না কোন অপঘাতে নিহত হয়। ( খোদা যদি পলাশীর যুদ্ধে এদের মেরে ফেলত, তাহলে ভালো হত না।

পৃথিবীর ইতিহাসে 'ইসলামিক গোল্ডেন এজ' বলে একটি সময়কাল রয়েছে এর সূত্রপাত ৬১০ খ্রীষ্টাব্দে, এই যুগে মুসলিম বিজ্ঞানী ও মণিষীদের অবদানে সমৃদ্ধ হয়েছে জ্ঞানের বিভিন্ন শাখা যারপরনাই উপকৃত হয়েছে মানবজাতি। এই যুগের পতনের সূত্রপাত ঘটে ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর প্রান্তরে। ( পৃথিবীর অসংখ্য দেশ মুসলমানের, অনেক পরে জন্ম হয়েও সংখ্যার দিক থেকে মুসলমানরা ২য় বড় জাতি, আর আপনি বলছেন, সমস্ত আরব সাম্রাজের পতন এই কারণে?! ইসলামী খেলাফতের কথা বলছেন?.. তা ভাই মুসলিম বিজ্ঞানী ও মণিষীরা কি কি অাবিষ্কার করেছে? আর ইবনে সিনার মত জ্ঞানী মানুষেরা তখনও কাঠমোল্লাদের রোষানলেই ছিল, এই মহান মানুষদের কাঠমোল্লারা মুসলমানই মনে করত না।)

ইতিহাসবিদরা বলে থাকেন, "ইতিহাসের শিক্ষাটা হলো এই যে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়না।"
জানিনা কথাটি শতভাগ সঠিক কিনা? তবে ইতিহাস থেকে শিক্ষা নেয়াটা অতীব জরুরী।

(আপনি নিজেও শিক্ষা নেননি।আপনি ডক্টরেট হয়েও এই বিদ্যা অর্জন করেছেন? সকালে লেখাটা প্রিয়তে নিয়েছিলাম, ডক্টরেট ডিগ্রীধারী একজন লিখেছেন, নিশ্চয় দামী তথ্য পাব, কিন্ত হায়! একি লেখা! আমি নিশ্চিত, মডারেটর সাব পুরোটা না পরেই নির্বাচিত করেছে।)

তবে এই তথ্যটা দেবার জন্য অসংখ্য ধন্যবাদ,নবাব পরিবারের পুরো ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকগুলোতে পাওয়া যায়না। তাই অনেকেরই জানা নেই যে, পরম করুণাময়ের কৃপায় নবাবের বংশধরেরা টিকে আছে। নবাবের একমাত্র কন্যা উম্মে জোহরার বিবাহ হয় সিরাজের আপন ভ্রাতুষ্পুত্র মুরাদউদ্দৌলার সাথে। তবে ইংরেজ আমলে তারা নীরবে নিভৃতে দুঃখ কষ্টের মধ্যে দিন অতিবাহিত করেন। একসময় ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ্র কর্ঙোচর হয় নবাব পরিবারের দুঃখের কথা। তিনি ঢাকার আহ্সান মঞ্জিল থেকে ১৬/০৬/১৯১৩ সালে লিখিত এক পত্রে তদানিন্তন বাংলার গভর্নরের নিকট সিরাজউদ্পদৌলা পরিবারের ৬ষ্ঠ বংশধর সৈয়দ জাকি রেজাকে একটি সম্মানজনক চাকুরী দেয়ার সুপারিশ করেন। উনার সুপারিশে সৈয়দ জাকি রেজা একটি সম্মানজনক চাকুরী পান। সপ্তম বংশধর সৈয়দ গোলাম মুর্তজা ১৯৪৭ সালে মুর্শিদাবাদ থেকে পূর্ব বাংলায় চলে আসেন। তিনি সরকারী চাকুরী করতেন। ১৯৮৪ সালের ফেব্রুয়ারী মাসে প্রথিতযশা সাংবাদিক ফজলে লোহানী তার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান (বিটিভি-তে প্রচারিত) 'যদি কিছু মনে না করেন'-এ জনাব ,সৈয়দ গোলাম মুর্তজা-কে পরিচিত করিয়ে দেন। নবাব সিরাজউদ্দৌলার অষ্টম বংশধর সৈয়দ গোলাম মোস্তফা পিডিবি-র এক্সিকিউটিভ ইন্জিনিয়ার ছিলেন। নবম বংশধর সৈয়দ গোলাম আব্বাস আরেব ওরফে নবাবজাদা আব্বাসউদ্দৌলা একজন লেখক। আমাদের দেশে অনেক শহীদ পরিবার, বুদ্ধিজীবি পরিবার ও ক্ষতিগ্রস্ত অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গের পরিবারবর্গ সরকারী সাহায্য, সহযোগীতা ও আনুকুল্য পেয়েছে। নবাব সিরাজউদ্দৌলা পরিবারকেও মর্যাদার আসনে অধিষ্ঠিত করা হোক, সমাজের কাছে এই দাবী আমরা করতে পারি।

২৪ শে জুন, ২০১৫ রাত ১:৪৩

রমিত বলেছেন: শাশ্বত স্বপন, আপনি বিশাল মন্তব্য করেছেন। ইউসুয়ালী নেগেটিভ মন্তব্যগুলো অনেক বড় হয়। আমি লক্ষ্য করে দেখেছি, যারা প্যাট্রিয়ট নয়, তারাই কেবল প্যাট্রিয়টিক লেখা দেখলেই তেলে-বেগুনে জ্বলে ওঠে। এরা নানান ধরনের হয়ে থাকে যেমন বাংলা জানা ভীনদেশী, পেইড এজেন্ট, অতি মাত্রায় বামপন্থী (পাশাপাশি স্ববিরোধী) ইত্যাদি নানা কিছু। ছদ্মনামে লেখা লোকগুলোর সাথে বাহাস করে আনন্দ পাইনা। কারণ জানিনা তিনি কে, কি তার মোটিভ, কি তার মতাদর্শ/ভাবাদর্শ, শিক্ষাগত যোগ্যতা কতটুকু বা কোন প্রোফাইলের ইত্যাদি।

একদল লোক লেখার উপর র‌্যাশনাল আলোচনা না করে ব্যক্তিগত আক্রমণ করে বসে। এটাও তাদের সাইকোলজির একটা প্রতিফলন।

আপনার মন্তব্যের প্রথম প্যারাটিতে আপনি কি বোঝাতে চাইছেন? আমার কাছে পরিষ্কার নয়।
আপনি কি এই বলতে চাইছেন যে ঐদিন আমরা (বাঙালীরা/বাংলাদেশীরা) স্বাধীনতা হারাই নি? তাহলে আপনার মতে স্বাধীনতা কাহাকে বলে বিস্তারিত লিখুন। ঐদিন যে স্বাধীনতা হারিয়েছে তার উপর আমার আরেকটি যৌক্তিক লেখা এই ব্লগেই আছে, পড়ে দেখবেন। তাছাড়া মোতাহার হোসেন চৌধূরীরও এর উপর লেখা প্রাঞ্জল ও র‌্যাশনাল একটি প্রবন্ধ আছে, ওটাও পড়ে দেখতে পারেন।

রাজতন্ত্র সম্বন্ধে আমাকে জ্ঞান দেয়ার চেষ্টা করছেন দেখলাম। আপনার কি ধারণা আমার রাজতন্ত্র সম্পর্কে কোন ধারনাই নেই? এই বিষয়ের উপর এই সামুতেই আমার একাধিক লেখা আছে। সময় করে পড়ে নিতে পারেন। রাজতন্ত্রে রাজার সাথে প্রজার সম্পর্কে নাই আপনি বলছেন - প্রজার সাথে অবশ্যই সম্পর্ক আছে। প্রজা আছে বলেই তো রাজা। সব রাজাই সেটা জানতেন। এই ব্লগে আমার একটি পোস্ট 'জ্ঞানদীপন কি - এই প্রশ্নের উত্তর' (লেখক -ইমানুয়েল কান্ট) - এই প্রবন্ধটির অনুবাদটা আমি করেছি, একটু পড়বেন কষ্ট করে।

'ইসলামীক গোল্ডেন এইজ' সম্পর্কে আমি লিখেছি কি, আর আপনি মন্তব্য করছেন কোন লাইনে? একেবারেই সঙ্গতিহীন।

'মুসলিম বিজ্ঞানী ও মণিষীরা কি কি অাবিষ্কার করেছে?' এই প্রশ্ন করছেন? তা ভাই একটু কষ্ট করে পড়েন না Islamic Golden Age সম্পর্কে। শত শত মণিষীর নাম পাবেন। এত নাম এই মন্তব্যে লেখা আমার পক্ষে সম্ভব নয়। আমার সাম্প্রতিক একটি পোস্ট দেখুন 'ইবনে খলদুন ও বিবর্তনবাদ' সম্পর্কে। আরো কিছু নাম দিচ্ছি, ইমাম জয়নুল আবেদীন (আল রিসালা আল হুকুক), আল ফাজারি, আল জাহিজ, আল জাজির, আল খোয়ারিজমি, আল হাইয়াম (ইনিই আধুনিক বিজ্ঞানের জনক), ইবনে রুশদ (ইনি একাধারে ফাদার অব র‌্যাশনালিজম, ফ্রী থিংকিং ও সেকুলারিজম), ওমার খৈয়াম, আল বিরুণী, ইবনে সিনা, আল কিন্দি, আল তুসি, ইবনে সাহিল, ত্বকী আল দ্বীন (আধুনিক বাস্পীয় ইঞ্জিনের আবিস্কারক), আল জাজারি (রোবটিকস-এর জনক), উলুগ বেগ, এরকম অজস্র মণিষী (আমি নাম লিখতে লিখতে হয়রান) ।

আমি ডক্টরেট হয়ে কি বিদ্যা অর্জন করেছি? অদ্ভুত প্রশ্ন করেছেন! থিক আছে, বলছি, আমার লেখা আটটি বই আছে। এর মধ্যে বিজ্ঞান বিষয়ক দুটি বই বিভিন্ন দেশে গবেষকরা রেফারেন্স বুক হিসাবে ব্যবহার করে। গুগলে গিয়ে আমার নামটা Dr. Ramit Azad লিখে একটু সার্চ দিবেন, পেয়ে যাবেন।

আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আপনার লেখা কয়টি মৌলিক গবেষণামূলক গ্রন্থ রয়েছে?

আবারো বলছি ছদ্মনামে লেখা লেখকদের সাথে বাহাস করতে ভালো লাগেনা।
খুব ভালো হয় আপনি যদি মুখোমুখী আমার সাথে দেখা করেন। ঘন্টা তিনেক সময় নিয়ে আসবেন, বাহাস করবো।

৯| ২৪ শে জুন, ২০১৫ রাত ১২:৩৫

কোলড বলেছেন: How did the descendants change into "Syed"? The fact is imprisoned Sirajuddowla was brought into Murshidabad with few soldiers on guard and ordinary people there did nothing coz change in power meant nothing for those hapless citizen.

২৪ শে জুন, ২০১৫ রাত ১:৫৯

রমিত বলেছেন: নবাবের প্রকৃত নাম 'সিরাজউদ্দৌলা' নয়, ওটা উপাধী। উনার প্রকৃত নামটি অনেক বড়, এর একটি অংশ মির্জা মোহম্মদ। উনারা বংশ পরিচয়ে 'মির্জা' ও 'সৈয়দ' দুটি। নবাবের বংশধরদের কেউ কেউ মির্জা পদবীটি ব্যবহার করেছেন কেউ কেউ সৈয়দ পদবীটি ব্যবহার করেছেন। আব্বাস আরেবের নতুন উপাধী দিয়েছে 'নবাব সিরাজউদ্দৌলা পরিষদ' নবাবজাদা আব্বাসউদ্দৌলা।

ঐটাই পলাশীর শিক্ষা যে, দেশটাই আসল। আমার ঘরের চাবি অন্যের হাতে গেলে যেমন সে আমার সর্বস্ব লুটে নেবে তেমনি, আমার দেশের ক্ষমতা ভিনদেশীদের হাতে গেলে তারাও সর্বস্ব লুটে নেবে। দেশ যদি পোড়ে আমার প্রাসাদটিও রক্ষা পাবেনা।

১০| ২৪ শে জুন, ২০১৫ রাত ১:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: তরুণ নবাব মীরজাফরদের চক্রান্তু বুঝেননি । মীরজাফরদের ওপর অগাধ বিশ্বাস ও অদূরদর্শীতাই নবাবের পতন ডেকে এনেছিল । মীরমদন ও মোহনলাল প্রাণপন যুদ্ধ করে যখন বিজয় প্রায় নিশ্চিত করে ফেলে ছিলেন, তখন যদি মীরজাফরের পরামর্শে যুদ্ধবিরতি না করতেন; তাহলে বোধহয় এই পরিনতি হতোনা । নবাবের সৈন্যরা রণে ভঙ্গ দিয়ে যখন তাঁবুতে ফিরছিল, তখনই হঠাৎ আক্রমণ করে ক্লাইভ নবাবের সৈন্যদের ছত্রভঙ্গ করে দেয় ।

২৪ শে জুন, ২০১৫ রাত ২:০০

রমিত বলেছেন: জ্বী, অনেকটাই ঠিক বলেছেন।

চাণক্য বলেছিলেন, 'সেই শাসক সুচতুর নন, যিনি শত্রুর গতিবিধি নজরদারী করতে পারেননা'। এখন অনেকে বলতে পারে যে, তাহলে নবাব সিরাজউদ্দৌলা ইন্টেলিজেন্ট ছিলেন না, কারণ তিনি শত্রুর গতিবিধি নজরদারী করতে পারেন নাই। ব্যাপারটা সেরকম নয়, শত্রুর গতিবিধি তিনি ঠিকই নজরদারী করেছিলেন, তা নইলে মুর্শিদাবাদে বসে টের পেতেন না, কাশিমবাজারে বা আলীনগরে (কোলকাতায়) কি হচ্ছে। কিন্তু তিনি ছিলেন মাত্র ত্রিশ বর্ষীয় একজন তরুণ শাসক, সেই মুহুর্তে উনার বড় বেশি প্রয়োজন ছিলো বর্ষীয়ান রাজনীতিবিদ-সেনাপতিদের পূর্ণ সাপোর্ট। দুঃখজনকভাবে সেটা তিনি পাননি। পলাশীর ময়দানে বসেও তিনি তাদের বোঝানোর শেষ চেষ্টা করেছিলেন, কিন্তু 'চোরায় না শোনে ধর্মের কথা'। ক্ষমতার লোভে অন্ধ হয়ে তারা ভিনদেশীদের পাতা এক ভয়াবহ ফাঁদে পা দিয়েছিলো। সজ্ঞানে/অজ্ঞানে বেঈমানী করেছিলো নিজ দেশের সাথে। তারপর সেই ফাঁদে আটকে নিজেদের আগুনে নিজেরাই পুড়েছিলো। পুরো ঘটনার মোরালটি হলো 'দেশ পুড়লে আপনার প্রাসাদটিও বাঁচবে না'। এটাই পলাশীর শিক্ষা।

১১| ২৪ শে জুন, ২০১৫ সকাল ১১:৪৭

সাইবার অভিযত্রী বলেছেন: চাঁদগাজী সুক্ষ্মভাবে স্বদেশবিরোধী মন্তব্য করেন। যেকোন প্যাট্রিয়টিক লেখার পজিটিভ দিকগুলোকে উল্লেখ/প্রশংসা না করে, ইরিলেভেন্ট প্রসঙ্গ টেনে লেখাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেন।

লেখককে ধন্যবাদ, ভালো পোষ্ট এবং ভাল উত্তর এর জন্য।

২৪ শে জুন, ২০১৫ দুপুর ১:২৪

রমিত বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

১২| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩৮

সরদার হারুন বলেছেন: সচীন সেন তার বহুল প্রচারিত নাটকে (সিরাজউদোল্লা) লিখেছে,"" তোমাদের সন্তান সন্ততিরা যাতে ভাস্কর পন্ডিতের
রোসানলে ভষ্মিভূত না হয় তারই জন্য আমি বাংলার পথে প্রান্তরে উল্কার মত ছুটে বেরিয়েছি,তারি পুরোস্কার কি এই কন্টক
আসন,তারি পুরষ্কার কি এই ছিন্ন পাদুকা ...........।
এ কথায় সিরাজের আবেগ এবং দেশ প্রেমের বহি:প্রকাশ হয়েছে । ঠিক লেখকের" পাগলের মত ছুটে বেরিয়েছে কাথায়একই
অর্থ বোঝায় । কাজেই এ সামান্য কথার এত সমালোচনা করে লাভ কি তা আমার বোধ গম্য নহে।

২৪ শে জুন, ২০১৫ দুপুর ১:৩০

রমিত বলেছেন: যথার্থ বলেছেন।
আপনাকে অনেক ধন্যবাদ।

১৩| ২৪ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৫

মাঘের নীল আকাশ বলেছেন: কিছু কিছু লোক থাকে যারা যেকোন উদ্দেশ্যমূলকভাবে লেখা/লেখক-কে আক্রমন করে থাকে। মূলতঃ কোনকিছু লিখতে না পারার হীনমন্যতা থেকে তারা এটা করে থাকে। এদের উপেক্ষা করুন।

চমৎকার তথ্যবহুল একটি লেখা।

২৪ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০২

রমিত বলেছেন: জ্বী, ব্যাপারটা সেরকমই হবে হয়তো।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

১৪| ২৪ শে জুন, ২০১৫ বিকাল ৫:০৬

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: বেশ ভালো একটা লিখা । :-)

২৪ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১৫| ২৪ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪৩

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

২৪ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

রমিত বলেছেন: কষ্ট করে পড়ার ও মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।

১৬| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:০৮

উদাসী স্বপ্ন বলেছেন: অনেক কিছু জানতাম না, অনেক ভুলো ভাংলো। সাবলীল লেখার হাত আপনার!

১৭| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৯

রানার ব্লগ বলেছেন: সৈয়দ গোলাম আব্বাস আরেব ওরফে নবাবজাদা আব্বাসউদ্দৌল

এনার সম্পর্কে জানা যাবে কি ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.