নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

বালিকা, তুমি এতো অবুঝ কেন?

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩৪



বালিকা, তুমি এতো অবুঝ কেন?
-------- ড. রমিত আজাদ

বালিকা, তুমি এতো অবুঝ কেন?
কেন তুমি বোঝনা, সোনালী বিকেলগুলো কত সুন্দর?
কেন তুমি বোঝনা, পূর্ণিমা রাতের বর্ণচ্ছটা কত মধুর হতে পারে?
কেন তুমি বোঝনা, হাসনা হেনার সুবাস
আর মাধবীলতার সৌরভ একা উপভোগ করা যায়না?

তুমি কি বৃষ্টি দেখেছ?
ঘন বরষায়, অবিরাম-অবিশ্রান্ত বৃষ্টি?
অথবা বিস্তির্ণ হাওরের উথাল-পাথাল ঢেউ?
কিংবা সেখানে ফুটে থাকা টকটকে লাল পদ্ম?

বৈশাখী ঝড় দেখেছ?
খোলা জানালা দিয়ে যখন হুহু করে ঢুকে পড়ে
বাতাসের তান্ডব?
টেবিলে গুছিয়ে রাখা বই-খাতা সব লন্ড-ভন্ড করে ফেলে?
উপড়ে ফেলে আহলাদি কৃষ্ণচূড়া গাছগুলিকে?

নাহ্‌, তুমি বুঝলে না বালিকা!
এতোসব বৃষ্টি, ঝড়, বিকেল, পূর্ণিমা,
তোমাকে ভীষণ বোঝাতে চেয়েছিলাম।

Girl, Why Don't You Understand?
------------ Dr. Ramit Azad

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:০৪

babujassy বলেছেন: সত্যিই বলেনতো বালিকারা এত অবুঝ কেন?

২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৫

রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৪

শতদ্রু একটি নদী... বলেছেন: আপনার এতো হাহাকার কোত্থেকে আসে। আমিতো জানি আপনি সুখী মানুষ।

কবিতা ভাল্লাগছে। :)

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৫

রমিত বলেছেন: সুখী মানুষ এই পৃথিবীতে নাই।

মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪৭

শাকিল মাহমুদ বলেছেন: বালিকারা কি সত্যই অবুঝ.?

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩২

রমিত বলেছেন: অবুঝ-ই তি মনে হয়।
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.