নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
সেই হাসি, সেই মুখ
----- ড. রমিত আজাদ
এখানে রোদ্দুর খেলা করে বিকেলের মাঠে,
সবুজ ঘাসের জমিনে সোনালী চাদর মলমল,
এখানে জ্বোনাকীর আলো, নিভে গিয়ে জ্বলে উঠে,
নতুন উদ্যমে, নিটোল আঁধারের গায়ে আঁচড়ে ঝলমল।
এখানে সাগরের ঢেউ ফুঁসে ওঠে অপার উচ্ছাসে,
সৈকতে বালুকণা সিক্ত ফেনিল জলের আশ্বাসে,
এখানে পাহাড়ের ঢালে ঝাউবন কথা বলে,
নিবিড় মিতালী পিয়াসী বরষার আকাশ আঁচলে।
এখানে জামার জেবে রাখা আলোকচিত্র এক স্মৃতি,
হৃদয়ের খুব কাছাকাছি পোষা ভালোবাসা এক পৃথিবী,
সেই হাসি, সেই মুখ, পরিপাটি স্নিগ্ধতা, সব সেই,
আমি আছি এই এখানেই, শুধু সেই পাশে নেই।
That Smile, That Face
--- Dr. Ramit azad
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
মো: আশিকুজ্জামান বলেছেন: 'এখানে রোদ্দুর খেলা করে বিকেলের মাঠে,
সবুজ ঘাসের জমিনে সোনালী চাদর মলমল,
এখানে জ্বোনাকীর আলো, নিভে গিয়ে জ্বলে উঠে,
নতুন উদ্যমে, নিটোল আঁধারের গায়ে আঁচড়ে ঝলমল।'
---------ভালো লাগল।