নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
নিস্তরঙ্গ স্রোতস্বিনী
------ ড. রমিত আজাদ
এই নদী সেই নদী নয়, যার বুকে ছুটে চলে
ব্যস্ত জীবনের পালতোলা তরী,
এই স্রোত সেই স্রোত নয়, যার ঘাটে তোলে জল
ত্রোস্ত গাঁয়ের নীরব ক্লান্ত নারী।
এই জল সেই জল নয়,
যেখানে দিনভর খেলা করে শুশুকের দল,
এই নীর সেই নীর নয়,
যেখানে মৌন ঊষা ভাঙে বিহগের কোলাহল।
অভিমানী আঁখির কোল বেয়ে নেমে আসা নির্মল মৃদুজল,
বলে দেয় অকপটে, মনের লুকনো কথা, প্রবাহ বিমল।
সুপেয় নদীর রূপরেখা তবু সাগরের মতো নোনা,
মাঘের শীতল রাতের আকাশে কোপন চাদর বোনা।
ঢেউহীন তবু দোলহীন নয় নিস্তরঙ্গ এই নদী,
তীরহীন তবু বাঁধহীন নয় নিশ্চল এই দ্রুতি।
অশ্রুর নদী দোলন দোলায়, মনের ডিঙ্গায় তীব্র,
অশ্রুর দ্রুতি বাঁধ ভাঙে স্রোতে, দুকুল ছাপায় ক্ষিপ্র!
০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৯
গেম চেঞ্জার বলেছেন: ঢেউহীন তবু দোলহীন নয় নিস্তরঙ্গ এই নদী,
তীরহীন তবু বাঁধহীন নয় নিশ্চল এই দ্রুতি।
অশ্রুর নদী দোলন দোলায়, মনের ডিঙ্গায় তীব্র,
অশ্রুর দ্রুতি বাঁধ ভাঙে স্রোতে, দুকুল ছাপায় ক্ষিপ্র!
খুব খুব ভাল লেগেছে কাব্য।
০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২২
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৪
রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: কার চোখের জলে এই অনিন্দ্য কাব্যের জন্ম!
যারই হোক সেই আঁখিজল অমর হয়ে গেল কথাকাব্যে
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫১
অগ্নি সারথি বলেছেন: ঢেউহীন তবু দোলহীন নয় নিস্তরঙ্গ এই নদী,
তীরহীন তবু বাঁধহীন নয় নিশ্চল এই দ্রুতি।