![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
ওর মনে কষ্ট দিতে চাই
------- ড. রমিত আজাদ
ওর উপেক্ষার রংতুলি দিয়ে আঁকা
আমার হৃদয়ে রক্তক্ষরণের ছবি,
ভুবনের শ্রেষ্ঠ চিত্রকরকেও হার মানাবে।
আহত আমাকে ও এত কষ্ট দেয় কেন?
প্রহত এই মনে কেন দেয় এত যন্ত্রণা?
বনগন্ধী সরোবরে প্রস্ফুটিত অম্ভোজ উপম
দুটি উষসী লোচন এতটাই নির্লিপ্ত কেন?
ওকে আমি স্বপ্ন দেখাতে চাই,
আর ও আমার স্বপ্ন ভেঙে দেয়।
ওর তীব্র গঞ্জনা ভাসিয়ে দেয়
আমার দুচোখ দুঃসহ সরোবরে।
তুমি যদি আমি হতে,
তবেই বুঝতে পারতে
যন্ত্রনা, সে যে কতটা অকল্পনীয়!
যেই উৎফুল্ল-উচ্ছল আমাকে সবাই দেখে,
সে আমি নই, আমার অভিনয়।
অন্তরে অন্য এক আমি,
যার হৃদয় নিষিক্ত ব্যথার রুধিরে।
আমার ঘরের দেয়ালগুলোকে জিজ্ঞেস কর,
যারা রাতদিন আমাকে দেখে,
তারা সব বলে দেবে,
কেমন করে আমি মাঝরাতে জেগে উঠি,
কেমন ধুসর কাটে আমার সোনালী বিকেলগুলো,
কত অস্থিরতায় কাটে প্রহরের পর প্রহর!
মাঝে মাঝে যোগী সাধক হতে চাই,
পদ্মাসনে বসে নির্বান পেতে চাই
এই নিরর্থক মনুষ্য জীবনের।
না, নিজের উপর নয়,
ওর, ওর উপরেই প্রতিশোধ নিতে চাই,
ওর মনে,
ওর মনে ভীষণ কষ্ট দিতে চাই,
একটিবার হলেও ও যেন বুঝতে পারে,
কত কষ্ট দেয়
এক একটি নির্ঘুম রাত্রী!
১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৩
রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৩
অন্ধবিন্দু বলেছেন:
কষ্টের জবাব কষ্ট দেওয়া ঠিক নয়। এক একটি নির্ঘুম রাত্রীর যন্ত্রনাও তো কম নয় !!
১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৫
রমিত বলেছেন: জ্বী, খুবই জটিল পরিস্থিতি!
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৮
শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতাটা দারুন। আপনার কবিতার গড়ন মনে হয় আশির দশকের চিন্তা ভাবনা আর অনুভুতিতেই চলে এখনো। বেশ ভালোই লাগে/ শুভকামনা রইলো।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৩
রমিত বলেছেন: ঠিক কথা। আমি তো আশির দশকের মানুষ। তাই হয়তো এরকম হয়। সময় পাল্টেছে জানি, কিন্তু নতুন সময়টাকে বুঝি কম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার কবিতা । ভাল লেগেছে ।