নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

এক বাক্স পপি ফুল

১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০২



এক বাক্স পপি ফুল
--- রমিত আজাদ

পরিচয় মাত্র দু'মাসের,
অল্প কিছু দিন, আর অল্প কিছু তিথি,
মাত্র চারটি চন্দ্রহীন অমাবশ্যা,
আর চারটি কল্পনাপ্রি পূর্ণিমা।
তারপরেও কি এক
দুর্নিবার আকর্ষণ অনুভব করলাম!
এতগুলো বছর কি, তোমারই অপেক্ষা করছিলাম?

আমার দেশে নয়, তোমার দেশে নয়,
তোমার আমার দুজনেরই পরদেশে,
আমি তুমি দুজনই অতিথি সেই উত্তর মেখলায়।

এই উত্তরে তার আকাশ আর মেঘের খেলা ছাড়া
প্রায় আর সব কিছুই অন্যরকম।
গাছগুলি অন্যরকম, ফুলগুলি অন্যরকম,
পাখীরাও গান গায় অন্যরকম সুরে।
ও হ্যাঁ, মানব-মানবীর স্বপ্নগুলি কিন্তু একই রকম,
হবে না কেন?
ভালোবাসার চিত্র যে ধ্রুব!

আগামীকাল তোমার জন্মদিন,
আমি মনে রেখেছি বেশ!
গত ষাটটি তিথি ধরে পুষে রেখেছি বুকে,
প্রতিটি দিন অপেক্ষা করেছি সূর্যাস্তের,
এক একটি দিন সরে গিয়ে
কখন আসবে তোমার জন্মদিনের ঊষা।
একটি চমক লাগানো শুভেচ্ছা জানাতে চাই!

কৃষ্ণচূড়ার রঙে জ্বলে ওঠা
আগুন ঝরানো ফাগুন উত্তরে আসেনা।
তাই এখানে হবেনা কোন কৃষ্ণচূড়ার তোড়া,
রজনীগন্ধা, শিউলী কিংবা হাসনা হেনাও নয়।

তাহলে কোন ফুলে ভরবো তোমার মন?
কোন প্রসূন জুড়াবে তোমার যুগল নয়ন?
অবশেষে প্রকৃতি আমায় দেখিয়ে দিলো,
ককেশাস পর্বতরাজীর চিত্রবিচিত্র ঢালে প্রস্ফুটিত,
উষ্মাগমী কুসুমায়নের প্রাচুর্য।
বেশ! এই মাধুর্যই হোক তবে ঐশ্বর্য!

প্রকৃতিতে জন্মানো মামুলি পপি ফুল,
সবুজের প্রেক্ষাপটে লোহিত প্রসূন স্পন্দন।
একটি প্রেমিকের হাতে নিষ্করুণ ছিঁড়ে নেবো কিছু,
প্রেমের আল্পনা আঁকা একটি কাগজের বাক্সে,
ভরে ফেলবো সব।

তারপর দেবো তাকে,
যে করেছে অপেক্ষা ষাটটি অধীর তিথি,
জন্মদিন, সে তো উপলক্ষ মাত্র!
মনের মাধুরী মাখা এক বাক্স পপি ফুল,
হয়তো মিটাবে তৃষ্ণা তার,
যার জন্য ছিলো অপেক্ষা অনুষ্ণ কৈশোরের শেষে।

A Box of Poppy Flowers
--- Dr. Ramit Azad

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.