নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

মিত্রের মাঝে শত্রু লুকিয়ে থাকে

১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২০



মিত্রের মাঝে শত্রু লুকিয়ে থাকে
--------------- রমিত আজাদ

গুরুজন বলে,
"জেনে রেখো,
দুদল মানুষ আছে ঘিরে সংসারে,
যে তোমাকে দেবে প্রেম উষ্ণতা পত্র,
নাম তার মিত্র;
শত্রু তাকেই বলে,
যার হাত কাঁপেনা, বিধাতে তোমাকে অস্ত্র।"

এর বাইরেও আছে এক দল,
মিত্রের সাজে তার চলাফেরা তোমার উঠানে,
বন্ধুবেশী স্বজন সুহৃদ, উৎসবে পার্বনে।

জীবন একটি যুদ্ধের নাম,
মরূর বাতাসে সাইমুম ঝড়,
রণক্ষেত্র এক পরীক্ষাগার,
সেই বীক্ষণশালা চিনিয়ে দেয়,
কে তোমার হিতাকাঙ্খী মিত্র,
আর, কে তোমার সর্বনাশী শত্রু।

হিতৈষীর বেশে অভিঘাতী,
ওৎ পেতে থাকা শ্বাপদ,
সহসা বর্ষিবে পুষিত ক্রোধ,
ঢালিবে অনল পরম আনন্দে।
অচেনা মনুষ্য ব্যাথিতে পারেনা,
নিপীড়িবে সেই, যে তোমার চেনা।

পতন্মোখ তোমাকে বাঁচাবেনা তারা,
ঠেলে দেবে আঁধার কুহরে।
সহসা কেড়ে নেবে তোমার প্রিয়াকে,
উল্লসিত হবে দেখে,
তোমার আস্ফালনের দীর্ঘশ্বাস।

তুমি কি ভেবেছ?
তোমার মৃত্যু-যন্ত্রণায়
ব্যাথিত হবে বিবেক তাহার?
ভুল,
ইতিহাস বলে বর্তমান, প্রদর্শে ভবিষ্য,
শিল্পির আঁকা ছবি দেখো আখ্যানে,
বন্ধুর তীরে বিদ্ধ বিস্মিত লাশ
দেখেছে নিজ রক্তের ফোয়ারা!
নিয়তির পরিহাস!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০

গেম চেঞ্জার বলেছেন: নিয়তির পরিহাস! নো। এগুলোই হচ্ছে মীরজাফরীর কূফল। মীরজাফররা একটা জাতিকে পিছিয়ে দেয়। থামাতে পারে না।

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৭

রমিত বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩১

শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতাটা ভালো, বেশ ভালো কনসেপ্ট। কিন্তু সাধু চলিত মেশাচ্ছেন কেন? আমার মতে কবিতায় যে কোন একটা ধারা ফলো করা উচিত ভাষায় ব্যবহারের বেলায়। বিশেষ করে এই সময়ে এসে।

শুভ কামনা রইলো। :)

১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪১

রমিত বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
সাধু চলিত মিশ্রণ ভালো নয়। তবে কবিতার খাতির অনেক সময় এটা করতে হয়।
যাহোক, আমি বিষয়টা নিয়ে সতর্ক থাকবো।
শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.