নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

কবি কারিকা কিরীট

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২১



কবি কারিকা কিরীট
-------- রমিত আজাদ

এই অভিশপ্ত ঘাঘরার প্রাবরণে নদ্ধ জীবন,
অশিব নূপুরের নিক্কনে স্পন্দিত বিদ্ধ যৌবন,
এই অলংকৃত চুনি-পান্নার কাঁচুলির অন্তরঙ্গনে,
বহুঘাতে ক্ষত হৃদয়ের দীর্ঘশ্বাসে অশ্রুপাতে উড়ূপ
আমি কারিকা।


ক্ষৌণীশ মহীপতি শূরের মনোরঞ্জনের সাধিত্র
আমার অধিকরণ প্রাসাদের আঁধার অন্তঃপুর।
যেমন রূপবতী সরোজিনী আজন্ম নিমজ্জিত
ঘোলাটে উদকুম্ভে, নিলীন পঙ্কিল সরোবরে।

পৌরাণিক দেবতার মতো
পারাবারে ঝড় তুলতে পারেনা নৃপতি,
তবে দুর্ভাগা ভূভাগ জুড়ে
বিগ্রহ নামাতে পারে এক হুকুমে।
তেমনি এক হুকুমে বিবস্ত্র করে আমাকে।


যেমনি দুর্দান্ত বীরত্ব তাঁর রণক্ষেত্রে,
তেমনি দাবার ঘুটিতেও চাল তছু অব্যর্থ!
আমার অঙ্গে সে দাবাও খেলেনা, যুদ্ধও করেনা।
প্রেমহীন নির্লিপ্ত সঙ্গমেই তৃপ্ত নৃপতি!


রাজা করেন অগোচর অলিখিত চুক্তি,
আমাকে ভোগ করবেন সারাটি যৌবন।
কামনার চুম্বন কোন্ নারী চায় বলো?
রমণীর অধর খোঁজে ভালোবাসার স্বাদ।


নারী ও নিসর্গের বিশুদ্ধতায় মুগ্ধ,
নান্দনিক, ভাবালু, আবেগী এক,
আমি ভালোবাসা ভোগী নই।
আমি সৃষ্টি করি প্রেম,
আমি কবি।

কারিকা, তুমি মনোরঞ্জিনী নও,
নও তুমি ভোগের সামগ্রী যৌবনের।
তুমি মানবী, তুমি শ্বাশত নারী।
যার সিক্ত অধরে শিশির রংধনু রঙা,
রঙিন আলেখ্য লেখা মুখটির তুলিতে।

বিচ্ছুরিত মাধুর্য্যে জড়ানো কেশ,
অলৌকিক সৌন্দর্যে বিভোর।
নয়নের নিগূঢ়তা তব কাঁচরঙা নদী।
তোমার নিটোল শরীর শুধুই পলল নয়,
সে এক মধুমাখা অম্বুধি।

ঐ রূপে সোনার আভরণ,
যেন এক দাসত্বের শৃঙ্খল।
তব উমদা নৃপতির মত,
ধাতব কাঞ্চন চায়না কবি,
পুস্পের বিভূষণ চাই।

এসো কবিতার বাহুডোরে, কল্পান্ত রমণী,
প্রণয়ের বর্ষন দেবো ভরে, সমগ্র রজনী।


Poet Dancer Crown
------ Ramit Azad



মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবি পুষ্পের বিভূষন চাইলে কি হবে? তারা যে ঐ সোনার আভরনের শৃংখলেই বেশী খুশি!

তখন মোহময় প্রেমিক পুরুষের বদলে বিদূঘটে অাধিকারিকেও আপত্তি থাকে না ;)

এ এক দারুন ধ্রুম্রজাল :) কখন যে কিসে খুশি
কখন ত্যাগে আর কখন ভোগে দেব না জানস্তি! ;)

+++

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৬

রমিত বলেছেন: ভৃগু ভাই অনেক অনেক ধন্যবাদ।
খুব সুন্দর মন্তব্য করেছেন।

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৮

জেন রসি বলেছেন: আপনার কবিতায় ভাষার বৈচিত্র্য আছে।

ভালো লেগেছে।

++

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৭

রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০

কিরমানী লিটন বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: কবি পুষ্পের বিভূষন চাইলে কি হবে? তারা যে ঐ সোনার আভরনের শৃংখলেই বেশী খুশি!

তখন মোহময় প্রেমিক পুরুষের বদলে বিদূঘটে অাধিকারিকেও আপত্তি থাকে না ;)

এ এক দারুন ধ্রুম্রজাল :) কখন যে কিসে খুশি
কখন ত্যাগে আর কখন ভোগে দেব না জানস্তি! ;)

+++

শুভকামনা রইলো ...

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৮

রমিত বলেছেন: কষ্ট করে পড়ার ও মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
আপনার জন্যও শুভকামনা রইলো।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৫

রমিত বলেছেন: কবিতাটিকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কল্পান্ত রমনী আর কবির কল্পনা প্রসূত প্রেম । কবির প্রেম কল্পনা সত্যি কবিতার মত সুন্দর । ভাল হয়েছে কবি ।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৬

রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সেলিম ভাই।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৫২

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লগলো কবিতা ।

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২২

রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৩

অগ্নি সারথি বলেছেন: কারিকা বুঝছি রমিত ভাই কিন্তু কিরীট বুঝি নাই। কবিতা সুন্দর হইসে।

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৫

রমিত বলেছেন: কিরীট মানে মুকুট (crown) , রাজা বা নৃপতি মুকুট পরিধান করেন, সেই অর্থে ঐ শব্দটি ব্যবহার করেছি।
প্রশংসার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৮| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


এসো কবিতার বাহুডোরে, কল্পান্ত রমণী,
প্রণয়ের বর্ষন দেবো ভরে, সমগ্র রজনী।

অসাধারণ +++

০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.