নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
দুঃশাসন ও অমানবিকতার বৃটিশ শাসনামল: ছবি কথা বলে
পলাশীর যুদ্ধ: অস্তমিত স্বাধীনতা
নেটিভদের পরিচর্যায় আয়েশ করছে বৃটিশ অফিসার
বোঝা কাঁধে
স্বাধীনতা চাওয়ার শাস্তি
প্রথম স্বাধীনতা যুদ্ধের পর সম্রাট বাহাদুর শাহ ধৃত
লুন্ঠনের পথ রেললাইন নির্মান করছে বাংলার নারী-পুরুষ ও শিশুরা
খাদ্যশস্যের ভান্ডার ভূমিতে দুর্ভিক্ষের করুণ দৃশ্য
ছবিগুলো ইন্টারনেট থেকে সংগৃহিত। চিত্রকর ও ফটোগ্রাফারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তথ্যসূত্রঃ
https://www.quora.com/Was-the-British-rule-in-India-benevolent
http://www.dailymail.co.uk/debate/article-1298569/Britain-need-make-apology-India-Empire-.html
https://people.smu.edu/knw2399/2015/04/30/social-class-hierarchy-and-labor-oppression-in-late-19th-century-india-and-mexico/
http://www.citizenthought.net/Indian_Mutiny.html
https://www.quora.com/Was-the-British-rule-in-India-benevolent
১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
২| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এরা এইজন্যই ব্রিটিশ
১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬
রমিত বলেছেন: জ্বী ভাই।
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭
৮৩১আবীর১৯৮৩ বলেছেন: এ বিষয়টি আরো বেশী সামনে আসা চাই
১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩
রমিত বলেছেন: জ্বী, আমরা ধীরে ধীরে ১৯৪৭ পূর্ব ইতিহাস ভুলে যাচ্ছি। আমাদের সেটা মনে রাখা দরকার। ঐ ভুলের যেন কোন পুনরাবৃত্তি না হয় সেইদিকে সজাগ থাকা উচিৎ।
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭
বনমহুয়া বলেছেন: ছবিগুলো দেখেই আমার গা জ্বলছে।
১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪
রমিত বলেছেন: গা জ্বলারই কথা।
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: ইতিহাস কথা বলছে................
১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
রমিত বলেছেন: জ্বী ভাই, ইতিহাস কথা বলছে।
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের চেতনায় সব মোহ মাখানো তথ্য ভরা! সত্য যেন হারানো দিনের গান!!
কত কত নাটক মুভি হবার কথা ছিল! এককেটা ছবি অনন্ত ১০টা শুভির উপাদানে ভরপুর। কই আমাদের দেশপ্রেমিক নির্মাতারা! স্বাধীনতাতো হুট করে আসেনি- সেই ধারাবাহিক আত্মদানের ধারাবাহিক ঐতিহাসিক মালাটাও মজবুত গাথুনির হওয়া চাই।
আজ স্থির ছবির মালা যখন পেয়েছি- নিশ্চিত আশা --একদিন বাকী চাওয়া গুলো্ পূরন হবে সময়ের প্রয়োজনেই।
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
রমিত বলেছেন: ভৃগু ভাই, আমিও ঐ কথাই বলি, 'কত কত নাটক মুভি হবার কথা ছিল!' সেই অনুযায়ী কিছুই হয়নি। যাহোক তাও কিছু হয়েছে, যেমন 'নবাব সিরাজউদ্দৌলা', 'ফকির মজনু শাহ', 'বর্গী এলো দেশে', ইত্যাদি। আমার ছোট বেলায় মনে পড়ে, ১৯৭৬ সালে বিটিভি-তে ধারাবাহিক নাটক হতো 'মেঘলা রাতের তারা', ওখানে বৃটিশ শাসনামলের ভয়াবহতা দেখানো হতো। সাধারণ মানুষের মনে গাঁথার জন্য ম্যুভি খুব মোক্ষম একটি মাধ্যম। এইদিকে মনযোগ দেয়া উচিৎ।
মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৭| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০১
অগ্নি সারথি বলেছেন: বাস্তবিক, ছবি কথা বলে।
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৬
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৮| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০২
খোলা মনের কথা বলেছেন: অনেক নিষ্ঠুর আর বর্বর ছিল সেই সব দিন গুলো। ধন্যবাদ আলাদা কিছু শেয়ার করার জন্য
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৯| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
গেম চেঞ্জার বলেছেন: মর্মান্তিক কিছু দৃশ্য! খুব খারাপ লাগছে।
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭
রমিত বলেছেন: জ্বী ভাই, মর্মান্তিক!
মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১০| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
শতদ্রু একটি নদী... বলেছেন: ছবিগুলা নিষ্ঠুর, বিব্রতকর এবং লজ্জ্বাজনকও বলা যায়। যদিও ইউরোপের সাম্রাজ্যবাদী জাতিগুলোর মধ্যে ব্রিটিশরাই সবচেয়ে ভালো ছিলো মনে হয়। ঈরা যখন এই যুগে এসে মানবতার ঝান্ডা উড়ায় তখন কেমন জানি লাগে। মনে হয় কৌতুক করতেছে নাতো। মনে যা আছে ঠিক তাই বলতেছে তো।
পোস্টে প্লাস।
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৪
রমিত বলেছেন: সাম্রাজ্যবাদী জাতিগুলোর মধ্যে কারা ভালো ছিলো একথা বলা মুশকিল বৃটিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ কেউ কারো চাইতে কম তো করে নাই। সোনাখেকো স্প্যানিশরা ধ্বংস করলো কয়েক হাজার বছরের পুরাতন মায়া, আজটেক ও ইনকা সভ্যতা। বৃটিশরা আমেরিকা ও অস্ট্রেলিয়াতে নিজ ভূমে নিশ্চিহ্ন করলো কত আদিবাসীদের। আফ্রিকার তীর থেকে স্বাধীন মানুষদের ধরে ধরে এনে দাসে পরিণত করলো।
এডওয়ার্ড সাঈদ বলেছিলেন, "পাশ্চাত্য কেবলই মানুষ মানুষ করে, কিন্তু বাস্তবে তারা পৃথিবীর এখানে সেখানে কোনা কাঞ্চিতে যেখানেই মানুষ পায় প্রথম সুযোগেই তাকে হত্যা করে।'
মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১১| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
দরবেশমুসাফির বলেছেন: আর এখন তাদের দেশে বাঙ্গালী বংশোদ্ভূতরা এমপি হচ্ছে। ইন্ডিয়ানরা ব্যবসা বাণিজ্যে প্রভাব বিস্তার করছে।
ধর্মের কল বাতাসে নড়ে।
খুব সুন্দর পোস্ট। প্রিয়তে।
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯
রমিত বলেছেন: জ্বী, ধর্মের কল বাতাসে নড়ে। নড়তেই হবে।
মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১২| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫
দরবেশমুসাফির বলেছেন: পোস্ট সুন্দর বলতে পোস্ট করার উদ্দেশ্য সুন্দর বুঝিয়েছি।
১৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫
স্টেনটোরিয়ান বলেছেন: উপমহাদেশে মীর জাফরেরা তখনও ছিল, আজও আছে। সে কারনেই আজ আমরা ৩য় বিশ্বের দেশ। আর আমাদের সম্পদে পরিপূর্ণ হয়ে আজ ওরা উন্নত বিশ্বের বাসিন্দা।
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২০
রমিত বলেছেন: ঠিক বলেছেন ভাই।
মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০
সুপান্থ সুরাহী বলেছেন: প্লাস +++
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২০
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
ইকবালবিডি০৯ বলেছেন: খুব ভাল পোষ্ট দিয়েছেন। ধন্যবাদ
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২১
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
প্লাবন২০০৩ বলেছেন: অনেকদিন পর আসলাম। এসেই ছবিগুলি দেখে মনটা ভালো হয়ে গেল। ধন্যবাদ সংগ্রাহককে।
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২১
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৭| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ছবি নয় অতীতের আয়না...
'আ প্যাসেজ টু ইন্ডিয়া'.... কিছু ঘটনার সাক্ষ্য দেয়!
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২২
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জ্বী, 'আ প্যাসেজ টু ইন্ডিয়া' গুরুত্বপুর্ণ বই।
১৮| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪০
সামছুল ইসলাম মালয়েশিয়া বলেছেন: টিপু সুলতানের কিছু ইতিহাস জানতে চাই!!"
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৩
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। টিপু সুলতান সম্পর্কে লেখার নিয়ত আছে।
১৯| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫
তাপস কুমার দে বলেছেন: ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২০| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
ধমনী বলেছেন: ধন্যবাদ রমিত ভাই সুন্দর পোস্টের জন্য।
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২১| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০০
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার শেয়ার । ভাল লাগলো ।
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই।
২২| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
আরণ্যক রাখাল বলেছেন: ছবিগুলো অনেক কথা বলে| "বোঝা কাঁধে" ছবিটা দেখে গা জ্বলছে বেশি
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৫
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
গা জ্বলার মতই ছবি। এই বোঝা আমরা বয়ে বেড়িয়েছি ১৯০ বছর। এখন আমাদের সজাগ থাকতে হবে, এই ভুলের যেন পুনরাবৃত্তি না হয়।
২৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন: খুব বর্বরচিত ছবি । দারুণ কালেকশন । অনেক ধন্যবাদ ।
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৬
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
২৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
রমিত বলেছেন: পোস্ট-টিকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।
২৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবি সব কথা বলে
ব্রিটিশের আমলে;
সাধ জাগে আইএস হয়ে
বধ করি সমূলে
২৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬
ম.র.নি বলেছেন: বৃটিশরা স্বেচ্ছায় স্বাধীনতা দিছে,চাইলে আরো শাষন করতে পারতো।ইনডিয়ার বিশাল রেইল নেটয়ার্ক সহ আরো অসংখ ডেভেলপম্যান্টে বৃটিশ ভাইদের অবদান আছে।।বৃটিশ ভাইয়েরা ইন্ডিয়ানদের দিয়ে ইন্ডিয়া শাষন করছে, কোম্পানির কর্মচারী মোস্টলী ছিল সিক ও গুজরাটীরা, ওদের কি দালাল বা রাজাকার বলা যায়?বর্তমানে এরাই মেইন বস অনেক ক্ষেত্রে।টু দি প্রেজেন্ট ডে ইন্ডিয়ার সাথে বৃটিশদের দহরম মহরম সম্পর্ক।আফসোস কি বাত বাংলাদেশীদের জন্য ভিসা প্রসেস হয় ঐ ইন্ডিয়াতে। আপকা পোস্টকা বজা কেয়া হ্যায়??আপ কেহনা কেয়া চাহতা হ্যায়??
১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০০
রমিত বলেছেন: যা বলার তা তো বলেই দিয়েছি ভাইয়া।
বৃটিশদের তাবেদারী করেছে যে সকল রায় বাহাদুর, খান বাহাদুর-রা তারা তো রাজাকারই ছিলো।
বৃটিশদের হাতে ডেভেলপমেন্ট হওয়ার তো প্রশ্নই ওঠেনা। আমি কিছু লিংক দিয়েছি ওগুলো পড়ে দেখবেন। পাশাপাশি নেহেরুর রচিত 'ডিসকভারী অব ইন্ডিয়া' বইটা পড়ে নিয়েন। একটি বইয়ের ছবি দিয়েছি ওটাও পড়বেন, 'জুয়েল ইন দ্যা ক্রাউন'-ও পড়ে নিয়েন।
কোন একটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখার মধ্যে খারাপ কি আছে? বরং বাণিজ্যিক ও নানা প্রয়োজনে গ্লোবাল ভিলেজে ওটার প্রয়োজন আছে। উদাহরণ স্বরূপ ইউ. এস. এ. বৃটেন সম্পর্ক, ভিয়েতনামে এখন সবচাইতে বড় ইনভেস্টর মার্কিন যুক্তরাষ্ট্র, ইত্যাদি।
বৃটিশ শাসন যদি ভালোই হত, তাহলে আমাদের পূর্বপুরুষরা বৃটিশ বিরোধী আন্দোলন করতেন না। বৃটিশরা স্বেচ্ছায় আমাদের দেশ ত্যাগ করে নাই। শেষ ছবিটা দেখেন, বীর খুদিরামের। ওরকম হাজারো বীর বিপ্লবী ও স্বাধীনতাকামীদের সাহসিকতার কাছে পরাজিত হয়েই বৃটিশরা লেজ গুটিয়েছিলো।
২৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ছবিগুলোর সাথে সালও উল্লেখ করলে ভালো হত
১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১২
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
২৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০২
মাঘের নীল আকাশ বলেছেন: অবস্থার কোন পরিবর্তন কী আদৌ হয়েছে?
কেবল বিদেশী সাদা চামড়ার জায়গায় দেশী কালো চামড়া এসেছে...!!!
বিদেশী সাদা চামড়া ভাল সবকিছু চুষে খেয়েছে এই দেশী কালো চামড়ারা!
১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১২
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
২৯| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
আহমেদ জী এস বলেছেন: রমিত ,
সচেতন পোষ্ট ।
পোষ্টের অনুল্লেখিত বক্তব্যের কারনে সহব্লগার "মাঘের নীল আকাশ " এর সাথে সহমত ।
১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
৩০| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সারা পৃথিবীতে বর্বতা চালিয়ে আজ তারা সভ্য সেজেেছে!
১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
রমিত বলেছেন: এডওয়ার্ড সাঈদ বলেছিলেন, "পাশ্চাত্য কেবলই মানুষ মানুষ করে, কিন্তু পৃথিবীর এখানে-সেখানে, কোনা-কাঞ্চিতে যেখানেই মানুষ পায় প্রথম সুযোগেই তাকে হত্যা করে।"
৩১| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০১
শতদ্রু একটি নদী... বলেছেন: এ ব্যাপারটা বোঝার জন্য নানা কলোনীগুলর বর্তমান অবস্থার দিকে তাকালেই ধারনা পাওয়া যায়। বৃটিশরা একটা তাবেদার শ্রেনী তৈরী করতে নিজেদের শিক্ষা স্থানীয়দের মাঝেও দিয়ে যায়। প্রসাশন আর অবকাঠামোর ব্যাপারেও কাজ করে নিজেদের শাসনের সুবিধার জন্য। অন্যরা সেগুলোও করেনাই, কেবল নিঃশেষ করে দিয়ে যায়। আমার মনে হয় বৃটিশরা ছিলো মন্দের ভালো।
১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
রমিত বলেছেন: “I have travelled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such calibre, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation.” Lord Mccauley
এটাই ছিলো বৃটিশ পলিসি।
অন্য সাম্রাজ্যবাদীরাও কম করেনি।
স্পেনীয়রা ধ্বংস করেছিলো হাজার বছরের মায়া, আজটেক ও ইনকা সভ্যতা। ফ্রেঞ্চরাও আফ্রিকায় রক্তের হোলি খেলেছিলো।
৩২| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭
মায়াবী রূপকথা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ
১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩০
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
৩৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪
রুদ্র জাহেদ বলেছেন: মর্মান্তিক।এগুলো বোধহয় এখন আমাদের সহনীয় হয়ে গেছে।মানুষ বা শাসক-শোষক বদলেছে,কিন্তু বাস্তবচিত্রে কি সেই কাঙ্খিত পরিবর্তন এসেছে?
১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৯
রমিত বলেছেন: দীর্ঘ ২০০ বছর তারা ছিলো, তাই অভ্যস্ত তো হয়েছিই।
পরিবর্তন কিছু তো অবশ্যই হয়েছে। সেই হতদরিদ্র মানবেতর জীবন থেকে তো কিছুটা হলেও দূরে সরে এসেছি।
এখন নিওকলোনিয়ালিজম-এর বিরুদ্ধে লড়তে হবে।
৩৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
প্রামানিক বলেছেন: ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ। অনেক দুর্লভ ছবি।
১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৬
রমিত বলেছেন:
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।
৩৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ইস !! কত শয়তান ছিল ওরা, নির্যাতন আর নিপীড়নের করুন চিত্র ফুঠে উঠেছে ----
১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৫
রমিত বলেছেন: জ্বী, নির্যাতন আর নিপীড়নের করুন চিত্র ফুঠে উঠেছে।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৩৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
ভ্রমরের ডানা বলেছেন: আফসোস সেই বেনিয়াদের প্রভু মেনে আজো চলছি আমরা।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২
রমিত বলেছেন: জ্বী ভাই, সেটাই আফসোসের বিষয়।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৩৭| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৯
এ কে এম রেজাউল করিম বলেছেন: শুয়ারের মত সাদা এ সমস্ত জানোয়াররা প্রভুর মত আচরন করতো বাংলা সহ মহাভারতে ।
তাইতো কবি নজরুল ইসলাম ইহাদের বুকে পদ চিহ্ন এঁকে দিতে চেয়েছেন।
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩
রমিত বলেছেন: জ্বী ভাই যথাযথ বলেছেন।
আমাদের সতর্ক থাকতে হবে সেইদিন যেন আবারো ফিরে না আসে।
মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
৩৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১
গোধুলী রঙ বলেছেন: কাউকে নিষ্ঠুর বোঝাতে গালি হিসেবে হিটলার বলে কেন ব্রিটিশ বলে না কেন?
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩
রমিত বলেছেন: ইতিহাস বিজয়ীদের সম্পদ তাই। হিটলার তো পরাজিত।
ইংরেজরা বিজয়ী ছিলো, তাই তারা তাদের মত করে ইতিহাস লিখে গিয়েছে।
এখন আমরা স্বাধীন, আমাদের দায়িত্ব সত্য ইতিহাস তুলে ধরা।
মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
৩৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০
কল্লোল পথিক বলেছেন: অসাধারন সব ছবি।শেয়ার করার জন্য ধন্যবাদ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০১
রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই।
৪০| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৩২
বাংলার ঈগল বলেছেন: +++++++++++++
০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৪২
রমিত বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭
সুমন কর বলেছেন: ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।