নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
কখনো কখনো খুব কাঁদতে ইচ্ছা করে
---------------------- রমিত আজাদ
কখনো কখনো খুব কাঁদতে ইচ্ছা করে,
মন খুলে কাঁদতে চাই
বুক ফেটে বেরিয়ে আসা, এক সমুদ্র কান্না।
কেন কাঁদবো না বলতো?
আমি তো নিরাবেগ কলের পুতুল নই!
দুঃখগুলো লুকোতে চাইনা,
দুঃখগুলো কান্না হয়ে ঝরুক,
লহু পললের মত এই দেহে আরো আছে জল,
মনের আবেগ আঁখিপথে সেই নীর হয়ে পড়ুক।
তুমি আসবে বলেও যখন আসোনা,
তখন খুব কাঁদতে ইচ্ছে করে,
ফোন ধরবে বলেও যখন ধরোনা,
তখন খুব কাঁদতে ইচ্ছে করে।
তোমার মন খুব খারাপ
এই বুঝে কাঁদতে ইচ্ছে করে,
তুমি প্রতীক্ষায় ছিলেনা,
এই জেনে কাঁদতে ইচ্ছে করে।
বর্ণিল লাল সৈকতের মাঝে,
ছাইরঙা কাঠের সেতুর উপর বসে
হাটুতে মুখ গুজে কাঁদতে ইচ্ছে করে,
সোনারগাঁর মর্মর প্রাসাদের
সদরস্থ পদ্মদিঘির প্রসাধিত ঘাটে বসে
উদ্বাহু উন্মুখ হয়ে কাঁদতে ইচ্ছে করে।
দেশটার করুণ অবস্থা দেখে
চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে,
ফুলশূণ্য রিক্ত উদ্যান দেখে,
বুক ভেঙে কাঁদতে ইচ্ছে করে।
ভালোবাসার মানুষটা যখন ভুল বোঝে
তখন খুব কাঁদতে ইচ্ছে করে,
রুবিকন নদী পার হতে চেয়েও পারিনি,
এই ভেবে কাঁদতে ইচ্ছে করে।
যা ঘটার তা ঘটে গেছে বলে,
আমি কি আর কাঁদবো না?
কে বলে তা শেষ?
আমি তো তার সন্নিধি
এখনো স্পষ্ট অনুভব করি।
হয়তো আমি একেবারেই কাঁদতাম না,
যদি জানতাম, তুমি হাসছো।
কিন্তু আমি জানি,
তন্দ্রাহীন নিশি তমসায় তুমিও কাঁদো।
তাই আমার,
খুব খুব করে কাঁদতে ইচ্ছে করে,
কারণ,
এর চেয়ে বেশী আমার আর কিছুই করার নাই।
Think of shedding tears at times
-------------------------- Ramit Azad
10:41 hours, 7th December, 2015,
Dhaka
(ছবিঃ সংগৃহিত)
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩০
রমিত বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাই।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৮
অগ্নি সারথি বলেছেন: তাই আমার,
খুব খুব করে কাঁদতে ইচ্ছে করে,
কারণ,
এর চেয়ে বেশী আমার আর কিছুই করার নাই।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩০
রমিত বলেছেন: ধন্যবাদ সারথি ভাই।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৮
আমি মিন্টু বলেছেন: সুন্দর ভালো লাগল ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
রমিত বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২২
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর কথামালা।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
রমিত বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ শোভন।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
সুলতানা রহমান বলেছেন: এই কথা গুলো যদি কোন মেয়ে বলতো তাহলে অনেক ভাল লাগতো। ঠিক কান্না টা ছেলেদের দেখতে ভাল লাগেনা।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০
রমিত বলেছেন: ছেলেরাও কাঁদে সুলতানা আপা। নেপোলিয়ন, সিজার-রাও কেঁদেছিলো।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা ভাল লেগেছে।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
রমিত বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
প্রামানিক বলেছেন: কবিতা ভাল লাগল। ধন্যবাদ
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
রমিত বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১
শতদ্রু একটি নদী... বলেছেন: নাইস ওয়ান। কিশোর বয়সের আবেগের মত লাগলো কবিতার লাইনগুলো। সহজ এবং সাধারন অনুভুতি, অতিরিক্ত মেদ নেই। ভাল্লাগছে। ++
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩২
রমিত বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ শতদ্রু ভাই। জ্বী, কিশোর বয়সের আবেগের বিষয়ই অনেকটা। বেশি বয়সেও আমরা অনেক সময় কিশোর হয়ে যাই।
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: কাঁদলে শোক প্রশমিত হয় । কান্না বিষয়ক কবিতা ভালো লেগেছে ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৪
রমিত বলেছেন: ঠিক বলেছেন, কাঁদলে শোক প্রশমিত হয় । মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সাধু ভাই।
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
রমিত বলেছেন: পজেটিভ সমালোচনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
রুহুল আমিন রাজ বলেছেন: কি করবো কাঁদতে যে পাড়িনা ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
রমিত বলেছেন: হ্যাঁ, সবাই কাঁদতে পারেনা। ন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
রমিত বলেছেন: কবিতাটিকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।
১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬
ফেরদৌসা রুহী বলেছেন: দেশটার করুণ অবস্থা দেখে
চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে,
ফুলশূণ্য রিক্ত উদ্যান দেখে,
বুক ভেঙে কাঁদতে ইচ্ছে করে।
আমারো দেশের লোভী মানুষগুলির জন্য কাঁদতে ইচ্ছে করে। তাদের লোভ অন্যের সম্পদে, তাদের লোভ অন্যের টাকায়।
নিজের কিছু করার ক্ষমতা নাই, কিন্তু অন্যের কিছু করার ক্ষমতাকে দময়ে রাখে এরা।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১২
রমিত বলেছেন: জ্বি ভাই যথাযথই বলেছেন।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৮
স্পর্শিয়া বলেছেন: কেঁদে কি কিছু পরিবর্তন সম্ভব?
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৩
রমিত বলেছেন: না বোধহয়। তবে কাঁদলে মনটা হালকা হয়। চোখের জল দুঃখটা ধুয়ে নিয়ে যায় হয়তো।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
বুকের ব্যাথা বুকে চাপা দিয়ে
নিজেকে দিয়েছি ধিক্কার...
হায়দার ভা্য়ের গানটার কথা মনে পড়ে গেল আপনার কান্নার কবিতা পড়ে...
সাথে বোনাস সেই গানটির ভিডিও লিংক
https://www.youtube.com/watch?v=6ISVmRQ2wkg
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৬
রমিত বলেছেন: হায়দার ভাইয়ের গানটা আমার মনেও ঝড় তুলেছিলো।
ঐ দুঃখজনক ঘটনা নিয়ে আমার লেখা একটা কবিতা আছে।
প্রেমে দ্রোহে গর্জে ওঠা সৈনিক আজ নিথর নীরব
http://www.somewhereinblog.net/blog/ramit/29782480
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভৃগু ভাই। ভালো থাকবেন।
১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩২
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: আমিও কাঁদি, আপনা আপনি কাঁদি। প্রায় কাঁদি এই তথাকথিত অর্থহীন জীবন ধারা বা বেঁচে থাকার জন্য।
১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
রমিত বলেছেন: জ্বি,
'বধু শুয়ে ছিলো পাশে,
শিশুটিও ছিলো,
প্রেম ছিলো, আশা ছিলো,
তবু জোৎস্নায় দেখিলো সে কোন ভুত?
ঘুম কেন ভেঙে গেলো তার?'
(জীবনানন্দ দাশ)
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬
সুপান্থ সুরাহী বলেছেন: খুব ভাল লাগল।
কান্নাই মনে হয় আমাদের নিয়তি।
১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
রমিত বলেছেন:
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩
অন্ধবিন্দু বলেছেন:
খুব জানতে ইচ্ছে করে গানটার কথা মনে পড়লো, রমিত। কবিতার শেষ অংশে এসে ভাবটা কেমন মেকী হয়ে গেলো; যা ঘটার তা ঘটে গেছে বলে, হয়তো। লহু পললের মত এখানে লহু এবং পলল দুটিরই একাধিক অর্থ রয়েছে। আপনার সংকেত যদি স্পষ্ট করতেন ?
ভালোলাগা রইলো।
১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
রমিত বলেছেন: সুন্দর বিশ্লেষণ করেছেন।
আমাদের সবারই বোধহয় 'খুব জানতে ইচ্ছা করে'।
লহু ও পলল মানে রক্ত ও মাংস।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
মুর্দা ফকির বলেছেন: অনেক দিন পর কান্নার কোবতে। মন নরম হয়ে গেছে দেখছি । বোধহয় কান্নার জন্য প্রস্তুত।
১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১
রমিত বলেছেন: মানুষের মনটাই এমন ভাই, এই কঠোর তো এই কোমল!
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
ফা হিম বলেছেন: খুব কাদতে ইচ্ছে করে, খুব.....
১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০
রমিত বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
দেশটার করুণ অবস্থা দেখে
চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে,
ফুলশূণ্য রিক্ত উদ্যান দেখে,
বুক ভেঙে কাঁদতে ইচ্ছে করে।