নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

দূষিবে কাহারে?

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১০



দূষিবে কাহারে?
------------- রমিত আজাদ

একরাশ রূপ যদি মুগ্ধতা নিয়ে আসে দ্বারে,
তবে কি উঠিবে না ঝড় সেতারের তারে?
আমি কি বাজাবো না বাঁশী, মহুয়ার ভোরে?
দূষিবে কাহারে তখন এই হাওয়ার মাতমে?
আমারে না তাহারে?

(ফেসবুকে আমার টাইমলাইনে প্রকাশিত ১৭/১২/২০১৫ ভোর রাতে)


তুমি কি ভেবেছ রাণী?
------------- রমিত আজাদ

তুমি কি ভেবেছ রাণী?
নিরবধি বহিবে যামিনী,
এমনই তমসা ধরিয়া আপন বুকে?
আর রহিবে তোমার পুরী অবিচল সুখে?
জেনে রেখো তবে মায়াবিনী,
যামিনি ফুরায়ে ফোটে উজালা উষসী,
তমসা ঘুচাবে আলো, তন্দ্রাহীন নিশি,
জাগিবে জনপদ রোষে, তরঙ্গে উথলি,
ভাসিবে কল্মষ তব প্লাবনের তোড়ে,
দেখিবে নাচিবে তরু নির্মল ভোরে।


নাকি কোন ছল?
------------- রমিত আজাদ

সাঁঝের আঁধারে স্বল্প আলোয়
তোমার কপোলে জল,
ব্যথাতুর মন তুলে দিলো জ্বালা,
একি খাঁটি, নাকি কোন ছল?

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২১

মাহবুবুল আজাদ বলেছেন: সব গুলোই চমৎকার হয়েছে।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২১

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

গুলশান কিবরীয়া বলেছেন: ভীষণ ভালো লাগলো ।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২১

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


যামিনি ফুরায়ে ফোটে উজালা উষসী,
তমসা ঘুচাবে আলো, তন্দ্রাহীন নিশি,
জাগিবে জনপদ রোষে, তরঙ্গে উথলি,
ভাসিবে কল্মষ তব প্লাবনের তোরে,
দেখিবে নাচিবে তরু নির্মল ভোরে।

চমৎকার।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি ভাই।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

জনম দাসী বলেছেন: কপলে জল কি করে গেল... পা দুটো কি গাছের সাথে উল্টো করে বাঁধা ছিল। চোখের জল তো চিবুকে গড়ায়...

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

রমিত বলেছেন: জ্বী, এমন কৌতুক প্রচলিত আছে জানি।
কপোল - cheek।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

আরণ্যক রাখাল বলেছেন: সবগুলোই সুন্দর| খুব ভাল লাগেছে

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০০

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০০

বনমহুয়া বলেছেন: একরাশ রূপ যদি মুগ্ধতা নিয়ে আসে দ্বারে,
তবে কি উঠিবে না ঝড় সেতারের তারে?
আমি কি বাজাবো না বাঁশী, মহুয়ার ভোরে?
দূষিবে কাহারে তখন এই হাওয়ার মাতমে?
আমারে না তাহারে?



এই কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ বনমহুয়া।
আপনার নিক-টিও সুন্দর!

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ আমার নিক সুন্দর বলার জন্য রমিতভাই। এই নিক পার্থের সৃষ্টি। আমার কোনো ক্রেডিট নাই।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

রমিত বলেছেন: যেই সৃষ্টি করেছেন, সুন্দর করেছেন। আপনাকেও ক্রেডিট দেব কারণ আপনি সৌন্দর্য্যকে স্বাগত জানিয়েছেন।
আপনার লেখা কিছু কবিতা পড়লাম, সবগুলোই চমৎকার!

ধন্যবাদ আপনাকে।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৫

বনমহুয়া বলেছেন: লেখক বলেছেন: যেই সৃষ্টি করেছেন, সুন্দর করেছেন। আপনাকেও ক্রেডিট দেব কারণ আপনি সৌন্দর্য্যকে স্বাগত জানিয়েছেন।
আপনার লেখা কিছু কবিতা পড়লাম, সবগুলোই চমৎকার!

ধন্যবাদ আপনাকে।

আপনার অনুপ্রেরনাময় মন্তব্যে আপ্লুত হচ্ছি। আবারও ধন্যবাদ।

২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

রমিত বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লেগেছে কবিতা ।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৫

গেম চেঞ্জার বলেছেন: বাংলা সাহিত্যের স্বর্ণযুগের একটা ছাপ পেলাম........

চালিয়ে যান.......

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

রমিত বলেছেন: হা হা হা। রসময় মন্তব্য!
যাহোক ধন্যবাদ।
আপনার 'অ্যালেসিয়া বিভ্রম' চমৎকার হয়েছে। পড়ে খুব ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.