নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
ভালোবাসার আহবান
------------- ড. রমিত আজাদ
তোমার ভালোবাসার আহবানে সাড়া দিতে চাইনি তা ঠিক নয়,
তবে সাড়া দেবো কি দেব না, এই নিয়ে বারংবার ভাবতে হয়েছে।
যেমন ভেবেছিলো উড়ে যাবার আগ মুহূর্তে কাক
এক পায়ে দাঁড়ানো দ্বিধাগ্রস্ত সাদাকালো পরভৃৎ,
জয়নুল আবেদীনের অমর শিল্পকর্মে, নিপুন তুলির টানে।
অথবা ভেবেছিলো হ্যামলেট উন্মুক্ত শাণিত ছুরিকা হাতে।
ব্রুটাসও বহুবার ভেবেছিলো, জুলিয়াসের হত্যাকান্ডে অংশ নেবে কিনা,
হয়তো সে জানতে পেরেছিলো সিজারই তার প্রকৃত পিতা!
দ্বিধা, সংশয়, অভিশঙ্কা, অপ্রতীতি, অনিশ্চয়তা
এইসব কিছু মানব জীবনের সাথে জড়িয়ে আছে
অবিচ্ছেদ্য আরণ্য অর্কিডের মত, বিটপির সর্বাঙ্গ জুড়ে।
ভালোবাসা যদিও স্বর্গীয়, তবুও নিছনি।
হোক সে নীরব বৃষ্টিপাত বুকের অপাপ জমীনে,
অথবা দারুন বজ্রাঘাত হৃৎপিন্ড বিদীর্ণ করে।
হোক সে অসহনীয় নাগরিক কোলাহল,
কিংবা নিসর্গের স্নিগ্ধ নীরবতা,
অথবা আলিঙ্গন সমাহিত স্বপ্নলোকের।
তবুও আহবান থেকে যাক অমিমাংসিত,
উপেক্ষিত জীবনের বলয়ে, অনাগত কালের স্রোতে।
তুমি বিক্ষুদ্ধ হলেও হতে পারো, তবুও বুঝে নিতে হবে,
সব আহবানে সাড়া দেয়া যায়না!
The Call of Love
---------- Dr. Ramit Azad
(ছবি আকাশজাল থেকে নেয়া)
১৯ শে মে, ২০১৬ ভোর ৪:৩৫
রমিত বলেছেন: জ্বী, কত কারণইতো থাকে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১৯ শে মে, ২০১৬ সকাল ৯:১৬
কামরুল ফারুকি বলেছেন: বেশ।ভাল লাগা রইলো।
১৯ শে মে, ২০১৬ দুপুর ১:২৭
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ ফারুকি ভাই।
৩| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৩
জেন রসি বলেছেন: দ্বান্দ্বিক অবস্থান। ভালো লেগেছে।
১৯ শে মে, ২০১৬ দুপুর ১:২৯
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ রসি ভাই। দ্বান্দ্বিকতা বোধহয় চিরন্তন।
৪| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১:৩৮
রমিত বলেছেন: কবিতাটিকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।
৫| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৩৭
অগ্নি সারথি বলেছেন: তুমি বিক্ষুদ্ধ হলেও হতে পারো, তবুও বুঝে নিতে হবে,
সব আহবানে সাড়া দেয়া যায়না! -হয়তোবা তাই। ভালোলাগা।
১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:০১
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ সারথী ভাই। ভালো থাকবেন।
৬| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:০১
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ ফাতেমা আপা।
৭| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:৪২
ক্লাউড বলেছেন: আমি বলবো একটু বুকিশ ভঙ্গীতে লেখা। কিন্তু ভালো। কবিতার কন্সেপ্ট ভালো। দ্বিতীয় অংশটায় দর্শন আছে। শেষের লাইনদুটা সহজ এবং খুবই সত্যঃ
তুমি বিক্ষুদ্ধ হলেও হতে পারো, তবুও বুঝে নিতে হবে,
সব আহবানে সাড়া দেয়া যায়না!
নিজেও দেইনাই কতবার। আফসোস নাই। দ্বিধা ছিলো। অপরাধবোধ, সেটার পরিমানও অল্প...
শুভকামনা রইলো।
১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:২৯
রমিত বলেছেন: চমৎকার গঠনমূলক সমালোচনা! এটাই চাইছিলাম।
অনেক ধন্যবাদ ক্লাউড ভাই।
ভালো থাকবেন।
৮| ২২ শে মে, ২০১৬ সকাল ১০:৪১
অরিন্দম ভট্টাচার্য্য বলেছেন: কবিতাটির মধ্যে যে ভাষার প্রয়োগটি রয়েছে তা শুধু যথাযথই নয় বরং আমাদের মত নবীন পাঠকদের কাছে শিক্ষণমূলকও। ভালো লাগলো।
২২ শে মে, ২০১৬ দুপুর ১:৫৩
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
অরিন্দম নামে আমার এক ঘনিষ্ট বন্ধু ছিলেন। তাই নামটি আমার খুব প্রিয়।
ভালো থাকবেন।
৯| ২৪ শে মে, ২০১৬ রাত ১:০৯
উল্টা দূরবীন বলেছেন: চমৎকার
২৪ শে মে, ২০১৬ দুপুর ১:৫৯
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১০| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১:২৩
সিক্ত শ্রাবণ বলেছেন: চমৎকার!
২৮ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৩
রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।
১১| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: দ্বন্ধ আসে অবিশ্বাস বা আস্থাহীনতা থেকে। লাভালাভের চুলচেরা হিসাব মেলেনা যখন
তখন দ্বন্ধ মাথা তুলে দাড়ায়
সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে ঝুকে পড়া যে কোন একদিকে-
সাড়া না দিয়েই যার সমাপ্তি ঘটল
+++++++
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:৩২
রমিত বলেছেন: চমৎকার বিশ্লেষণ কবিতাটির!
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন ভৃগু ভাই।
১২| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২০
সিগনেচার নসিব বলেছেন: কবিতায় রুক্ষতার ছাপ খুজে পেলাম
ভাল লেগেছে
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ কবি
২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৩
রমিত বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২
শমীক বন্দ্যোপাধ্যায় বলেছেন: খুব ভালো
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৬ ভোর ৪:০৯
মানুষ বলেছেন: কেন সাড়া দেওয়া যায় না? কেন আপনার এই অসাড় হাল? কেন? কেন? কেন?