নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

কাজী নজরুল ইসলামের রচিত গান: উদার ভারত

০৯ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৫



কাজী নজরুল ইসলামের রচিত গান: উদার ভারত

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এত সুন্দর একটি গান আছে জানতামই না। আজ উনার অন্য একটি গানের কথা খুঁজতে গিয়ে একটা ইন্টারনেট সাইট খুঁজে পেলাম, সেখানে উনার লিখিত অজস্র গান আছে। তার পাশাপাশি সেই গানগুলোর রাগ-তাল ও কিছু গানের অডিও আছে। কৌতুহলবশত: সাইট-টি দেখতে দেখতে হঠাৎ এই গানটি খুঁজে পেলাম। খুব আগ্রহ নিয়ে গানটি পড়লাম, সেখানে সৌভাগ্যবশতঃ গানটির অডিও-ও পেলাম এবং গানটি গেয়েছেন কিংবদন্তির নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম।

সেই সময়ে 'ভারতবর্ষ' মানে আমাদের উপমহাদেশ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ও কবিতা রয়েছে, আল্লামা ইকবালের রচিত গানও আছে। উনাদের গান ও কবিতায় উনারা বলতে চেয়েছিলেন যে এই উপমহাদেশ এমনই একটি জায়গা যেখানে নানা ধর্মের, নানা বর্ণের ও নানা গোত্র-জাতির মানুষের স্থান হয়েছে যুগে যুগে। যে যেখান থেকেই আসুক না কেন অবশেষে তারা স্থায়ী হয়ে গিয়েছেন এই ভূমিতে। প্রায় অনুরূপ থীম নিয়ে সর্বধর্মীয় সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলাম এই গানটি রচনা করেছেন।

নীচে গানটির কথা ও লিংক দিলাম

উদার ভারত!
কাজী নজরুল ইসলাম

উদার ভারত! সকল মানবে দিয়াছ তোমার কোলে স্থান।
পার্সি-জৈন-বৌদ্ধ-হিন্দু খ্রিস্টান-শিখ-মুসলমান।।
তুমি পারাবার, তোমাতে আসিয়া মিলেছে সকল ধর্ম জাতি;
আপনি সহিয়া ত্যাগের বেদনা সকল দেশের করেছ জ্ঞাতি;
নিজেরে নিঃস্ব করিয়া, হয়েছ বিশ্ব-মানব-পীঠস্থান।।

নিজ সন্তানে রাখি নিরন্ন, অন্য সবারে অন্ন দাও,
তোমার স্বর্ণ রৌপ্য মানিকে বিশ্বের ভান্ডার ভরাও;
আপনি মগ্ন ঘন তমসায় ভুবনে করিয়া আলোক দান।।

বক্ষে ধরিয়া কত সে যুগের কত বিজেতার গ্লানির স্মৃতি,
প্রভাত আশায় সর্বসহা মা যাইপছ দুখের কৃষ্ণাতিথি,
এমনি নিশীথে এসেছিলে বুকে আসিবে আবার সে ভগবান।।

http://nazrulgeeti.org/shokol-ganer-bani/56-u

https://www.youtube.com/watch?v=1xzTu3_6Mcg

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃদয় যার উদার সেই গাইতে পারে উদারতার গান!

নজরুল মহাকালে এক অনন্য উদাহরন!

সংগ্রাম, বিদ্রোহ, প্রেম, উদারতা, অসামপ্রাদয়িকতা সকল ক্ষেত্রে অনন্য।

দারুন এক অজানা গীত উপস্থাপনে ধন্যবাদ ।

++++++

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩০

রমিত বলেছেন: ঠিক বলেছেন ভৃগু ভাই। 'হৃদয় যার উদার সেই গাইতে পারে উদারতার গান!'

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.