নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
অহিফেন নিদ্রা
-------- ড. রমিত আজাদ
এখনো উত্তাল সাগর ফুঁসে ওঠে কোন উষ্মায়?
এখনো অসন্তুষ্ঠ রৌদ্রের খরতাপ পোড়ায় কোমল মাটি,
সবুজ বনানী ফেলে দীর্ঘশ্বাস অশান্ত বাতাসে,
ডুকরে কেঁদে ওঠে নিশ্চল পর্বত ব্যার্থতার গ্লানি নিয়ে কাঁধে। ।
আমাদের পথ এঁকেবেঁকে চলে গেছে নিরুদ্দেশে,
দুপাশে বিস্তৃত আবাদি জমিন না তোলে ঝংকার সুপক্ক শষ্যের,
ভরা নদীর বুকে নেই উচ্ছাস আর চুনূরি তরণীর,
জমাট রক্তসমেত বিভৎস রূপ নেয় সফেদ কাশবন। ।
প্রাচীন বাদ্যযন্ত্রের ঐকতানে নেই সঙ্গীতের আনন্দ,
মেঘের ঘর্ষণে নামেনা বর্ষণ উতলা শ্রাবনে,
অস্বচ্ছ কুয়াশায় ঢাকে উজ্জ্বল নক্ষত্র,
ব্যসনের কাছে নতজানু জনপদ এক অহিফেন নিদ্রায়!
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০০
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার ভাই।
২| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অস্বচ্ছ কুয়াশায় ঢাকে উজ্জ্বল নক্ষত্র,
ব্যসনের কাছে নতজানু জনপদ এক অহিফেন নিদ্রায়!
অসাধারন!
ইস্রিফিলোর শিঙ্গাধ্বনিই হয়তো ভাঙ্গাতে পারে সে নিদ! !!!!!
++++++++++++
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৪
রমিত বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভৃগু ভাই। ভালো থাকবেন।
৩| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধোঁয়াটে আগত দিন। উজ্জ্বল কিংবা অনুজ্জ্বল। আমরা নিদ্রিত থাকবো চিরোকাল। দিন আসবে যাবে।
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৫
রমিত বলেছেন: জ্বী, সেরকমই হতাশা হয় মাঝে মাঝে।
মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
৪| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩১
রমিত বলেছেন: কবিতাটিকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।
৫| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫০
অদৃশ্য বলেছেন:
চমৎকার লিখা... শেষটুকু দারুন...
শুভকামনা...
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৭
রমিত বলেছেন: মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
৬| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৬
সিগনেচার নসিব বলেছেন: কবিতায় ভাল লাগা
২১ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৫
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৭| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভালো লাগলো আপনার কবিতা ড.রমিত
২১ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৫
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আপা। ভালো আছেন?
৮| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩২
অগ্নি সারথি বলেছেন: কবিতায় ভাল লাগা। কিন্তু অহিফেন অর্থ কি?
২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৩
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ সারথী ভাই। অহিফেন মানে 'আফিম' ।
৯| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম
২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৮
রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাইয়া। ভালো থাকবেন।
১০| ২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
গোফরান চ.বি বলেছেন: রমিত দা কেমন আছেন ? অনেক দিন পর আপনাকে ব্লগে দেখলাম।
আমাদের পথ এঁকেবেঁকে চলে গেছে নিরুদ্দেশে,
দুপাশে বিস্তৃত আবাদি জমিন না তোলে ঝংকার সুপক্ক শষ্যের,
ভরা নদীর বুকে নেই উচ্ছাস আর চুনূরি তরণীর,
জমাট রক্তসমেত বিভৎস রূপ নেয় সফেদ কাশবন। ।
পোস্টে ভালো লাগা।
গরীবের দুয়ারে নিমন্ত্রণ।
২৮ শে আগস্ট, ২০১৬ রাত ২:৫০
রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
আমরা সবাই গরীব।
আপনার দুয়ারের আমন্ত্রণে আমি ধন্য। অবশ্যই আসবো।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে,
পড়ে ভালো লাগলো।