নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

রুবাই ২০১, ২০২, ২০৩, ২০৪, ২০৫

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৪২

রুবাই ২০১, ২০২, ২০৩, ২০৪, ২০৫
---------------------------------- রমিত আজাদ




২০১।
তুমি আছো, আমিও আছি, তবু যেন কেউ নাই!
এত বড় বিশ্ব নীড়ে, তোমার আমার খোঁজ নাই?
কার হৃদয়ের ক্ষত মুছে, ঘুম ভাঙিয়ে কে জাগে?
মান-অভিমান তুলে রেখে, কে খুঁজবে কার আগে?

২০২।
চোখের জলের কালি দিয়েই রুবাই লেখা যাবে,
ছোট্ট চোখেই সাগর আছে, লক্ষ মানিক পাবে।
এক আঘাতেই সাগর হলো দুইটি আঁখির ধারা,
সাগর জলে তোমার ছবি, হাতছানি দেয় তারা।

২০৩।
গোলাপ ফোটে খুকীর মুখে, বাগান ভরা পুষ্প!
পূর্ণ তিথির চন্দ্র হাসে, আকাশ ভোলে দুঃখ!
দৃষ্টি যদি মিষ্টি ছড়ায়, বাতাস কি আর কাঁদবে?
পরশ-পাথর যাদুর ছোঁয়ার স্বর্ণ-কনক বাঁধবে!

২০৪।
মসৃণ তার রেশমী চুলে স্বর্ণালী রোদ ঝলকে ওঠে,
মুক্তো ঝরা হাসির রেখায় শুভ্রতনু শিউলি ফোটে।
নীলাম্বরী আঁচল তাহার বিজয় নিশান তীব্র উড়ে,
পরাজিতের দুঃখ-ত্রাসে তপ্ত হাওয়ায় হৃদয় পুড়ে!

২০৫।
পাষান আমি, কুসুম তুমি, বুঝিনি তা অনেক কাল,
তোমার মনটা মিষ্টি ছিলে, আমি ছিলাম শুধুই ঝাল!
অপরাধ সব আমার ছিলো, তুমিই ছিলে ফুলকলি!
এখন শুধু চাইবো ক্ষমা, জোড়হাতে তো তাই বলি।

---------------------------------------------------------------
রচনাতারিখ: ২৫শে নভেম্বর, ২০১৯
সময়: রাত ১টা ১৭মিনিট

Rubai 201, 202, 203, 204, 205
--------------------- Ramit Azad











মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ২:০৫

নুরহোসেন নুর বলেছেন: ছন্দে ছন্দে চমৎকার প্রেম উপস্হাপন।
ভালো লাগলো।
ভালবাসা জানবেন।

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৩

রমিত বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: রুবাইগুলো পড়লাম, আগেরগুলোও কমবেশি পড়ে এলাম। ছন্দ আর নৃত্যের তালে সাজানো। তবে আমার কাছে পদ্যের স্বাদ দিচ্ছে খুব। ভালোই চালিয়ে যান।
ক্ষমা যারা চায় তারা পাষাণ কতদূর তা আমার জানা নেই, তবে এরা যে অতি নমনীয় তা সর্বসাধারণত বিশ্বাসযোগ্য।

ভালবাসা।

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৫

রমিত বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

বয়স একটা বিষয়!
বয়সের সাথে সাথে অভিজ্ঞতা ও জ্ঞান বাড়ে। তখন অতীতের অনেক ত্রুটি বোঝা যায়। সেই সাথে পাষাণ-ও গলে। ভুল বুজতে পেরে ক্ষমা চাওয়া ছাড়া আর কোন পথ তো খোলা নেই।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ ভোর ৪:৪৪

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর, প্রতিটি

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৬

রমিত বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ ভোর ৪:৪৪

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর, প্রতিটি

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৬

রমিত বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অপরাধ সব আমার ছিলো, তুমিই ছিলে ফুলকলি!
এখন শুধু চাইবো ক্ষমা, জোড়হাতে তো তাই বলি।

......................................................................
ক্ষমা চাওয়া ভালো গুন, চালিয়ে যান,
তবে ,২০১, ২০২, ২০৩, ২০৪, ২০৫ বুঝলাম না

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০২

রমিত বলেছেন: রুবাই লেখা শুরু করেছি অনেক কাল আগে থেকে। তারপর একসময় ভাবলাম নাম্বার দিয়ে দেই, তাই রুবাইয়ের নাম্বারিং হচ্ছে। আগের কিছু রুবাই নীচের লিংকে পাবেন।
https://www.somewhereinblog.net/blog/ramit/30284614

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৮

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.