নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

রুবাই ২১৬, ২১৭, ২১৮, ২১৯, ২২০

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:১৯

রুবাই ২১৬, ২১৭, ২১৮, ২১৯, ২২০
------------------------------------ রমিত আজাদ




২১৬।
ভালোবাসায় আকাশ রাঙে, আরো রাঙে সমুদ্র রঙ!
নীল ছুঁয়ে যায় নীলিমাকে, মেঘের সাজে হরেক ঢং!
বিরহে তার পৃথক ছবি, হিম মুকুরে রক্তিমা!
ধুসর মেঘে আকাশ ভরে, হারায় ভরাট চন্দ্রিমা!

২১৭।
বলছে হৃদয় বলতে থাকুক, আঁখি তো আর বলে না!
ফুটছে প্রসূন ফুটতে থাকুক, পাখি তো আর ডাকে না!
রাত্রী বলে থেকেও নেই, দিবস বলে এসেও নেই,
বৃথাই তবে এষণ আজি, রাত্রী-দিবস রোদন সেই!

২১৮।
আমার কি আর বন্ধু আছে, যার কাছে মন বন্দী?
চলার পথের সঙ্গী আছে, যার সাথে হয় সন্ধি।
সোনার থালায় ডিনার চলে সহকর্মী পেলে,
কলার পাতায় অন্ন মাখার সহচর না মেলে!

২১৯।
শীতের ছোঁয়া লাগছে বনে, শিশির ঝরে হরষে,
উষ্ণতা নেই আজ কতকাল তোমার মধুর পরশে!
স্বর্গ-সুখের আলিঙ্গনে জুঁই ফোটা সেই সুধার রেশ,
তুষার ঝরে অশ্রু হলো ফেলে আসা শীতের দেশ!

২২০।
নুপূর বাজে রিনিঝিনি, নৃত্যকলার শিঞ্জিনী,
সাকির চলার ছন্দকলা, নেশাতুরে অঞ্জনি।
আঁখির মদির তৃষ্ণাতুরে ঢেউয়ের দোলা মৌতাতে,
ভর-পিয়ালায় পান করিয়ে, উসকে দেবে মৌচাকে!
---------------------------------------------------------------
রচনাতারিখ: ২৯শে নভেম্বর, ২০১৯
সময়: রাত ৩টা ১০মিনিট

Rubai 216, 217, 218, 219, 220
------------------------ Ramit Azad


(ছবি আকশজাল থেকে নেয়া)

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:০০

বাকপ্রবাস বলেছেন: রুবাই গুলো বেশ লাগছে।

২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২২

রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

২| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: ভীষণ ভালো লাগলো আপনার ছান্দিক রুবাইগুলি। রাত ৩:১০ এ রচনা কাল! তাহলে ঘুমান কখন? ছবিটিও ততোধিক সুন্দর।
পোস্টে ভালোলাগা ++
শুভকামনা জানবেন।

২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৩

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবা।
ছুটির দিনের রাত, তাই কিছুটা রাত জাগি। কবিতা মনে আসলে লিখে ফেলা ভালো।
ছবিটি আকশজাল থেকে নেয়া। পারস্য শিল্পকর্ম।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: একদম বুকের ভেতর থেকে উঠে আসা কথামালা।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৯

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫১

নার্গিস জামান বলেছেন: খুব খুব সুন্দর :)

৩০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:০১

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.