নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

রুবাই ২২১, ২২২, ২২৩, ২২৪, ২২৫

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৫

রুবাই ২২১, ২২২, ২২৩, ২২৪, ২২৫
---------------------------------- রমিত আজাদ




২২১।
চোখের দেখায় ভুল হয় কম, ভুলের শুরু ভাবনায়,
ভুল হয় তায় নিজের মতন দাঁড় করানো ব্যাখ্যায়।
ভুল কাহিনীর গল্প হলে, ভুল সেখানে থেকেই যায়;
পান্ডুলিপির দোষ নেই তায়, মনের ভুলেই অন্যায়!

২২২।
আখের ফুলে নাচলো ফিঙে, গাঁয়ের বধু ধান ওড়ায়,
গন্ধ ভাসে হেমন্ত বায়, ধান লেগে ধান গান বাজায়!
শূণ্যতা আজ আসলো নেমে মাঠ ফসলের জমিনে,
রিক্ততা আজ উদার হাসে, হাসছে কিষাণ নবান্নে!

২২৩।
মোবাইলে পাঠানো ব্লাংক এসএমএস, মনে পড়ে;
হতবাক হয়ে একবার মোবাইল আর একবার
তোমার দিকে তাকানো মনে পড়ে।
দূর থেকে বোবা চোখের আকুল চাউনি মনে পড়ে!

২২৪।
আমি কথা রেখেছি, তোমাকে নিয়ে কবিতা লিখেছি।
তুমি কি জানো তায়? কবিতা কোন ছোট্ট কথা নয়!
হেলাফেলা তো না! কবিতা কোন পুতুল খেলা না।
কাউকে নিয়ে কেউ শুধু শুধু কবিতা লেখে না!

২২৫।
এক রাশ ফুল, আর এক ঝাক ভুল;
তীর হারা ঢেউ, আর মন হারা কূল!
এক নদী প্রেম, আর এক বুক ব্যথা,
তরপানো মন আর, অকথিত কথা!

---------------------------------------------------------------
রচনাতারিখ: ৩০শে নভেম্বর, ২০১৯
সময়: সকাল ৭টা ০৪মিনিট

Rubai 221, 222, 223, 224, 225
------------------------ Ramit Azad



মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৫

কবীর হুমায়ূন বলেছেন: বেশ ভালো হয়েছে ভাবনার প্রকাশ। তবে, ২২৩ ও ২২৪ এর ছন্দের ধারটা একটু কম। শুভ কামনা কবি রমিত আজাদ।

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৭

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২২৩ ও ২২৪ এর ছন্দের ধার নাই, আমিও লক্ষ্য করেছি।
তবে আমি ইচ্ছাকৃতভাবেই ঐরকমই রেখেছি। রুবাইয়ে একটু ভিন্ন স্বাদ আনার জন্য।
আমার আগের রুবাইগুলো পড়লে বিষয়টা মার্ক করবেন।

ভালো থাকবেন।

২| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:০৭

দৃষ্টিসীমানা বলেছেন: সকালে সুন্দর শব্দ সংকলনে চমৎকার কবিতা , শুভ সকাল ।

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৮

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ভালো থাকবেন।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর রুবাই।

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৮

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে
শুভ কামনা রইলো।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৬

হাবিব বলেছেন:
কোন ফুলে মালা হয় কোন ফুলে রুষ্ট?
কোন ফুলে পূজো হয় ভগবান তুষ্ট?

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৯

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে
শুভ কামনা রইলো

সুন্দর লিখেছেন!

৫| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২২

কিরমানী লিটন বলেছেন: অসাধারণ লিখেছেন কবি- খুব ভালোলাগা ++++

৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৮

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সালাম।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার সব রুবাই। কয়েকটা রুবাইতে ছন্দ একটু কম মনে হয়েছিল। যদিও এক নম্বর মন্তব্যের প্রতিমন্তব্যে আপনি বিষয়টি উল্লেখ করেছেন।
পোস্টে প্লাস।
শুভেচ্ছা নিয়েন।

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৫

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

জ্বী, ইচ্ছে করেই ওখানে ছন্দ কম রেখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.