নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

কাদামাটির মাদকতা

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৬

কাদামাটির মাদকতা
------------------- রমিত আজাদ




ঐ শিশুটির মত আমিও একদিন বড় ভালোবাসতাম এই জল নদী ধান!
সবচাইতে বেশী ভালোবাসতাম শাপলা ফোটা জলাধারের ঘ্রাণ!
শুকনো বিল কাদাপানিতে নেমে ছোট মাছও ধরেছিলাম!
সারাটা শরীরে কাদামাটি মেখে হয়েছিলাম আদম সন্তান।

তালের ডোঙ্গায় ভেসেছিলাম ভরা বর্ষার খালে,
নতুন পানিতে ভরপুর ক্ষেতে সরু ডোঙ্গায় দুলে
ঝুঁকি নিয়েছিলাম ডুবে মরার।
মেঘের বারি হাতে ধরে ভেজাতাম বুক।
মেঘজল পান করেও তৃষ্ণা মিটিয়েছি কতবার!!!

আজ আমি যদিও নাগরিক
ইট-কাঠ সর্বস্ব কঙ্কাল নগরীতে!
জানি আর ফিরে যেতে পারবো না শ্যামল অরণ্যে।
তবুও বাতাসের সুবাসে ধরতে পারি কাঁচা ধানের উল্লাস!
ধরতে পারি খড়ের গাদার মাদক সৌরভ।
ফুসফুস ভরে নিতে পারি কাদামাটি সুবাস!
মাটির সাথে মানুষের সম্পর্ক কোনদিনও বিচ্ছিন্ন হবার নয়!!
---------------------------------------------------------------------

রচনাতারিখ: ১লা ডিসেম্বর, ২০১৯ সাল
সময়: রাত ১২টা ০৭ মিনিট

(ছবি আকাশজাল থেকে নেয়া)

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১:৫১

শাহিন বিন রফিক বলেছেন:



বাহ! চমৎকার কবিতা।
আমাদের ছোট বেলা গ্রামে এরকম কেটেছে। খুব দুঃখ হয় এখন গ্রামে গেলে আমার ছোট বেলায় দেখা সেই গ্রামের অস্তিত্ব আর নেই।

কবিতায়, +++

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৯

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জ্বী, কিছু কিছু গ্রাম বদলে গেছে।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪

হাবিব বলেছেন:
আপনি যাই লিখেন কবিতা হয়ে যায় অনায়াসে
কুমারেরা কাঁদা মাটি নিয়ে যেমন গড়ে শিল্প

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২০

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

কিছু কবিতা জাস্ট মন থেকেই আসে।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৩

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২০

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪

কনফুসিয়াস বলেছেন: আমরা ছোটবেলায় যেখানে কাদামাটি নিয়ে খেলতাম সেখানে এখন অনেক কল-কারখানা গড়ে উঠেছে। আর আজকের প্রজন্মের অনেকেই মাটিতে পা দিয়ে হাটতে পছন্দ করে না। সবকিছুতেই পাকা সড়ক কিংবা পাকা মাঠ খোঁজে।

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২১

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জ্বী, কিছু কিছু গ্রাম পাল্টে গেছে।

আমি ইদানিং গ্রামের বাড়ীতে যাই সময় পেলে। খালি পায়েও হাটি, ভালো লাগে।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাটির সাথে মানুষের সম্পর্ক কোনদিনওি বিচ্ছিন্ন হবার নয়!!!

কেউ কখনোই যদি যেতেও না চায়, শেষ বিছানায় মাটিতেই নিজেকে সঁপে দিতে হয়!


ভাল লাগার রেশ টুকু রয়ে গেল!

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২২

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জ্বী, শেষ বিছানাটা মাটিতেই হবে। যথাযথ বলেছেন!

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৫

মলাসইলমুইনা বলেছেন: রমিত,
সেই ধান ক্ষেত্রে, ছোট নদী ।সবুজ ক্ষেতের আইল ধরে হাটা ! পুকুরের কোণে জমে থাকা অবাক সুন্দরের ডালি সাঁজানো শাপলার দল ! আহা ! নস্টালজিক কবিতায় ভালো লাগা । খুব সুন্দর হয়েছে কবিতা ।

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২২

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.