নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

কিছু কবিতা, কিছু রুবাই

১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৮

কিছু কবিতা, কিছু রুবাই



কার তরে?
---------------------- রমিত আজাদ

কার তরে ঐ অধর তোমার লাল-রঙিলা করলে রে?
কার তরে ঐ নীল জামাতে অঙ্গ সোনার ভরলে রে?
কার তরে আজ আয়না দেখে রঙ মাখালে কপোলে?
কার তরে আজ মেঘলা কেশে ফুলের মালা জড়ালে?

কার মানসে আজ মানসী ঝুমকো কানে দোলালে
কার আশঁসে আজ সরসী অঞ্জনে চোখ ভরালে?
কার তালাশে সুনয়না সজ্জা দেখে লজ্জা পেলো?
কার ভরসায় সুরঞ্জনা সাগর পানে হাত বাড়ালো?

------------------------------------------------------------
রচনাতারিখ: ১৪ই ডিসেম্বর, ২০১৯ সাল
সময়: রাত ১২টা ০৭ মিনিট
----------------------------------------------------------------------------------


পরীর হাসির ঝলমলানি
------------------------------- রমিত আজাদ

ঐ হাসিতে হার মেনে যায় সমর-জয়ী যম তরবার!
ঐ আঁখিতে যায় ডুবে যায় ঊর্মিমালা ঢেউ পারাবার!
মুক্তকেশে মেঘরা নাচে ঝড়ের বেশে আশমানে,
মখমলী চোখ দৃষ্টি হানে পথের শেষে বিষ-বাণে!

একলা আকাশ ফুল ফোটাবে নামলে আঁধার শর্বরী,
ফুল বনে আজ ছন্দ তুলে নাচবে নিশির নীল পরী।
আইভি লতায় নীলাম্বরী কাব্য কথার ফুলকুঁড়ি,
পরীর হাসির ঝলমলানি জোৎস্না চাঁদের হুরপরী।

------------------------------------------------------------
রচনাতারিখ: ১৪ই ডিসেম্বর, ২০১৯ সাল
সময়: রাত ১২টা ৪৩ মিনিট
--------------------------------------------------------------------------

রুবাই ২৪৬, ২৪৭, ২৪৮, ২৪৯, ২৫০
---------------------------------- রমিত আজাদ

২৪৬।
দিনের হিসেব শেষ হলে তো রাত্রি নেমে আসে,
রাতটুকু পার করতে হবে, নতুন দিনের আঁশে!
মাঝে মাঝে উজাল দিনেও আঁধার নেমে আসে,
মেঘ সরিয়ে তেমন তিমির ছুঁড়তে হবে নাশে।

২৪৭।
মেঘ বর্ষা গুরু গুরু, তোমার আমার প্রেমের শুরু!
প্রেমের নদী ঈষৎ ভীরু, বন ছেয়ে যায় প্রণয় তরু।
শূন্য বুকে প্রেম জমেনা, বুক ভরা চাই অনুভূতি!
অভিমানের আঁখিজলে জোয়ার ভাটায় প্রেম-প্রতীতি!

২৪৮।
নীল শাড়ি জমকালো, ঝলমলে কারুকাজ!
আঁখি মেলে কুতূহলী ফিরে ফিরে দেখে সাজ!
চলে নদী নীলাচলে সাথে নিয়ে নীল জল,
নীল আকাশে ভাটিয়ালি, মেঘেদের চলাচল!

২৪৯।
ফাল্গুনে যার পেলেনা দেখা, পৌষে কি আর আসবে সে?
বাতায়ন তো রাখোই খোলা, দেখবে কি তায় পথ শেষে?
অভিমানীর মান ভাঙিয়ে, হাতছানি তার নেয় ডেকে?
চমকে উঠে বিষম লাজে, রাখবে কি মুখ আঁচল ঢেকে?

২৫০।
তোর হেরেমের বাঁদি আমি! তোর প্রণয়ের ভিখারিনি!
সুযোগ পেয়ে বাঁধলি শিকল, বন্দী হলাম অভাগিনী!
আমি কবেই ভুলে গেছি, তুই কেন তায় ভুললি না?
অনুতাপ নয় নাই করলি, দুখ্ কেন মোর বুঝলি না?

-----------------------------------------------------------------
রচনাতারিখ: ০৮ই ডিসেম্বর, ২০১৯
সময়: রাত ০২টা ১৯ মিনিট

Rubai 246, 247, 248, 249, 250
----------------------------Ramit Azad



(ছবি আকাশজাল থেকে নেয়া। চিত্রকরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি)

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৫

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগলো!!

যেমন রুবাই তেমনি রুবাইনি ;) :P =p~

++++

১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৯

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫০

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৯

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা রইলো।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭

ফয়সাল রকি বলেছেন: ভালো।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৪

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.